FIFA World Cup 2022: বিশ্বকাপের রঙে সেজেছে শৈলরানি দার্জিলিং - ফুটবল বিশ্বকাপের রংয়ে রাঙিয়েছে পাহাড়
🎬 Watch Now: Feature Video
এ এক অন্য দার্জিলিং! ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা শৈলরানি ৷ নানা রঙে সেছে পাহাড় (Darjeeling Decorated in World Cup Colours) ৷ আর শীতের শুরুতে রৌদ্রজ্জ্বল পাহাড়ে পর্যটকদের ভিড় সেই রঙকে আরও বিকশিত করেছে ৷ ব্রাজিল, আর্জেন্তিনা, জার্মানি ও ইংল্যান্ডের পতাকা ঝুলছে পাহাড়ের রাস্তায় ৷ বিশেষত, দার্জিলিং ম্যালের ছবিটাই বদলে গিয়েছে এই শীতে ৷ এরাজ্য তো বটেই, ভিনরাজ্য এমনকি বিদেশ থেকে আসা পর্যটকরাও দার্জিলিংয়ের ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) আনন্দে সামিল হয়েছে ৷ দার্জিলিংয়ের চৌরাস্তায় ড্রাগন ডান্সের আয়োজন করা হয়েছিল এদিন ৷ আর বিশ্বকাপ উৎসবের আবহে, ম্যালের দোকানগুলিতে বিভিন্ন দেশের জার্সি, পতাকার পসরা নিয়ে বসেছেন দোকানিরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST