Mysore Pak Recipe: অনুষ্ঠান হোক বা ঘরোয়া আড্ডা, সহজেই বানিয়ে ফেলুন মাইসোর পাক - বাড়িতেই বানান মাইসোর প্যাক
🎬 Watch Now: Feature Video
প্রবাসে হোক বা শহরে, শপিং মলে গেলে মাইসোর পাকের (Mysore Pak Recipe)একটা প্যাকেট আমরা প্রায়ই কিনে থাকি ৷ আচ্ছা, এবার দীপাবলি ও ভাইফোঁটায় যদি এই মাইসোর পাক বাড়িতে বানান তাহলে কেমন হয়(Diwali Special Home made Mysore Pak Recipe)? পকেটও বাঁচবে আবার যত ইচ্ছে তত খাওয়া যাবে কী বলেন ? দীপাবলির মিষ্টিমুখ থেকে শুরু করে ভাইফোঁটায় প্লেট সাজানো সবই জাস্ট জমে যাবে ৷ তবে আর দেরি কিসের ! রেসিপি বলে দিচ্ছে ইটিভি ভারত ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST