Madhyamik Results 2022 : মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুরের মেয়ে দেবশিখাকে ফোনে শুভেচ্ছা দিলীপের - মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুরের মেয়ে দেবশিখাকে ফোনে শুভেচ্ছা দিলীপের
🎬 Watch Now: Feature Video
মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করার জন্য মেদিনীপুরের ঘরের মেয়ে দেবশিখা প্রধানকে শুভেচ্ছা জানালেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) । প্রসঙ্গত, দিলীপবাবু যেহেতু মেদিনীপুরের সাংসদ তাই সেখানকার ভূমিকন্যার সাফল্যে আহ্লাদিত তিনি । এদিন পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর দিলীপ ঘোষ নিজেই এগরার চোরপালিয়ার বাসিন্দা দেবশিখা প্রধানকে ফোন করেন (Dilip Ghosh Greets Medinipur Girl Debsikha Pradhan over Phone Call) । দেবশিখা প্রধান 691 নম্বর পেয়েছে । মাধ্যমিকে তৃতীয় স্থান লাভ করেছে সে । অন্যদিকে দেবশিখা জানিয়েছে, এলাকার সংসদ তাকে ফোন করেছিলেন এবং তার সাফল্যের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন । এবং সে এও জানায়, আগামিদিনে যদি কোনও সাহায্যের প্রয়োজন হয় সর্বদাই তিনি পাশে থাকবেন । সাংসদের ফোন পেয়ে খুশি দেবশিখার পরিবারও । তারাও দিলীপবাবুকে এই আনন্দের মুহূর্তে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST