SBSTC Bus Service: অস্থায়ী বাস কর্মীদের আন্দোলন অব্যাহত, ভোগান্তিতে নিত্যযাত্রীরা - অস্থায়ী বাস কর্মীদের আন্দোলন অব্যাহত
🎬 Watch Now: Feature Video
অস্থায়ী বাসকর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে (SBSTC bus workers protest) ৷ যার জেরে বাস চলাচল বিঘ্নিত হচ্ছে ব্যাপকভাবে ৷ স্বভাবতই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ (Commoners facing problems)। এই আন্দোলনের প্রভাব পড়েছে করুণাময়ী বাস ডিপোতেও । সকাল থেকে নিত্যযাত্রীরা অপেক্ষা করছেন বাসের জন্য । এই বাস ডিপো থেকেই জেলার বিভিন্ন প্রান্তে যাওয়া-আসা নিত্যযাত্রীদের । বাসকর্মীদের আন্দোলনের জেরে অন্যান্য দিনের তুলনায় করুণাময়ী বাস ডিপোতে বাসের সংখ্যা অনেকটাই কম । আগে 40-50টি বাস সারাদিনে যাওয়া-আসা করত ৷ সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে বাসের সংখ্যা সারাদিনে 8 থেকে 10টি।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST