মালদা, 6 জানুয়ারি: গত মাসে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন এক মধ্যবয়স্ক মহিলা ৷ তারই প্রতিশোধ নিয়ে এবার তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ মঙ্গলবার সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে ভুট্টাখেত থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে ৷ গ্রামবাসীদের অভিযোগ, অন্তত চার থেকে পাঁচজন তাঁকে ধর্ষণ করেছে ৷ বর্তমানে ওই মহিলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
রতুয়া থানার একটি গ্রামের ঘটনাটি ঘটেছে ৷ নিগৃহীতার অভিযোগ, "গতকাল গভীর রাতে আমি একাই বাথরুমে গিয়েছিলাম ৷ আমাদের বাড়িতে শোওয়ার ঘর থেকে বাথরুম খানিকটা দূরে ৷ সেই সময় এলাকারই দুই যুবক আমাকে ধরে টানতে টানতে নিয়ে যায় ৷ আমি চিৎকার করার চেষ্টা করলে তারা আমার মুখে কাপড় গুঁজে দেয় ৷ আমার হাত বেঁধে দেয় ৷ বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে একটি বিল ৷ ওরা আমাকে সেই বিলের পাশে ভুট্টার জমিতে নিয়ে গিয়ে ফেলে দেয় ৷ ওদের দু’জনকে আমি চিনি ৷"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-01-2025/wb-mld-03-gang-rape-7203520_06012025135616_0601f_1736151976_6.jpg)
তিনি আরও বলেন, "সেখানে ওরা আমার উপর অত্যাচার চালাতে শুরু করে ৷ আমি জ্ঞান হারিয়ে ফেলি ৷ তাই ওদের সঙ্গে আরও কেউ আমার উপর অত্যাচার চালিয়েছে কি না বলতে পারছি না ৷ ওদের মধ্যে এক যুবক গত মাসের 27 তারিখ আমাকে ধর্ষণ করেছিল ৷ আমি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেয় ৷ আমি আদালতে ওর বিরুদ্ধে মামলা রুজু করি ৷ আমি পুলিশকে সব জানিয়েছি ৷ যারা আমার উপর অত্যাচার চালিয়েছে, তাদের শাস্তি চাই ৷"
ধর্ষিতার পুত্রবধূর কথায়, "গত মাসে ধর্ষণের ঘটনার পর আমার শাশুড়ি আদালতে মামলা করলে 4-5 জন হুমকি দিয়েছিল, ওরা তাঁকে মেরে ফেলবে ৷ আমাদের ধারণা, সেই ঘটনার জেরেই গতকাল রাতে শাশুড়ির উপর ওরা অত্যাচার চালায় ৷ অজ্ঞান হয়ে যাওয়ায় ওরা হয়তো ভেবেছিল, শাশুড়ি মারা গিয়েছে ৷ তাই তাঁকে ফেলে ওরা চলে যায় ৷ আজ সকালে হাত-পা আর মুখ বাঁধা অবস্থায় শাশুড়িকে উদ্ধার করা হয়েছে ৷ তখনও অচৈতন্য ছিলেন তিনি ৷ পুলিশ গ্রামে এসেছে ৷ সব ঘটনা পুলিশকে জানানো হয়েছে ৷ আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছি ৷"
রতুয়া থানার অন্তর্গত সামসী পুলিশ ফাঁড়ির এক আধিকারিক জানিয়েছেন, "এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তও শুরু হয়েছে ৷ অত্যাচারিতা মহিলার শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ তবে অভিযুক্তরা পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷"