Body Found: শ্বশুরবাড়ির এলাকায় মাঠ থেকে দেহ উদ্ধার ব্যক্তির - পুরুলিয়া দেহ উদ্ধার
🎬 Watch Now: Feature Video
বাঘমুন্ডি ব্লকের তুন্তুরি সুইসা অঞ্চলের দেউলি গ্রামের একটি মাঠ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল (Body Found) ৷ ওই ব্যক্তির নাম হরিশ চন্দ্র পরামানিক (40) ৷ বাড়ি ঝাড়খণ্ডের কাদলা গ্রামে । জানা গিয়েছে, দেউলি গ্রামে তিনি তাঁর শ্বশুরবাড়ি এসেছিলেন ৷ শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন হরিশ । এরপর রবিবার স্থানীয়রা তাঁর দেহ দেখতে পান ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে ৷ ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST