Baul Artist Protested in Bardhaman: রাষ্ট্রপতির অপমান ! গানের মাধ্যমে প্রতিবাদ বাউল শিল্পীর - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
🎬 Watch Now: Feature Video
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের প্রতিবাদে (Baul Artist Protests for Insulting Remarks to President Droupadi Murmu) এবার পথে নামলেন পূর্ব বর্ধমানে বাউল শিল্পী স্বপন দত্ত ৷ কারা প্রতিমন্ত্রী অখিল গিরির শাস্তির দাবিতে গান বাঁধলেন তিনি ৷ জানিয়ে রাস্তায় নেমে গান বেঁধে সরব হন। এদিন বর্ধমান শহরের কার্জনগেটে একতারা হাতে গানের মাধ্যমে প্রতিবাদ জানালেন স্বপন দত্ত ৷ তাঁর মতে, রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা দেশের অপমান ৷ একজন মন্ত্রী কীভাবে এমনটা বলতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন ওই বাউল শিল্পী ৷ তাই মানুষকে গানের মাধ্যমে সচেতন করতে এই অভিনব প্রতিবাদ বলে জানান তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST