Student Returns from Ukraine : যুদ্ধের বিভীষিকাকে সাক্ষী নিয়েই ইউক্রেন থেকে বসিরহাটে ফিরলেন অর্পণ মণ্ডল - medical student return from ukraine
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14647703-thumbnail-3x2-bsrht.jpg)
চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ। কারণ, এরকম পরিস্থিতির মুখে তো কোনওদিন পড়তে হয়নি। যেখানে রাস্তায় সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক, মিসাইল ক্ষেপণাস্ত্রের আওয়াজ, সেখানে ভয় লাগাটা কি স্বাভাবিক নয় ৷ সাইরেন বাজলেই বাঙ্কারে গিয়ে আশ্রয় নিতে হত। যুদ্ধের বিভীষিকাকে সাক্ষী নিয়েই অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Russia-Ukraine War) থেকে বসিরহাটের বাড়িতে ফিরলেন ২০১৯ সালে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়ার জন্য ইউক্রেনে পাড়ি দেওয়া অর্পণ মণ্ডল। চরম উৎকণ্ঠার মধ্যে ঘরের ছেলে ঘরে ফিরে আসায় স্বস্তিতে পরিবার। যুদ্ধের পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ডাক্তারি পড়ার জন্য সেদেশে ফিরে যেতে চান মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র অর্পণ। তবে, ছেলেকে কাছে পেয়ে আর ইউক্রেনে যেতে দিতে চান না মা চন্দনা মণ্ডল । বাবা রামপদ অবশ্য এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার চাপিয়েছেন ছেলের ওপরই ৷ কারণ ছেলেরও তো একটা ভবিষ্যৎ আছে। অর্পণের বাড়ি ফিরে আসাতে খুশি সকলেই ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST