Road Block at Tehatta : বদলি করা যাবে না হাসপাতালের সুপারকে, পথ অবরোধ তেহট্টে - locals block krishnanagar karimpur road against the order of transfer of tehatta hospital super
🎬 Watch Now: Feature Video
বদলি করা যাবে না তেহট্ট হাসপাতালের বর্তমান সুপার ডাঃ বাসুদেব মণ্ডলকে ৷ এই দাবিতে, শনিবার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক (Krishnanagar karimpur Road Block) অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী ৷ প্রায় এক ঘণ্টা ধরে পথ অবরোধ করা হয় ৷ এলাকাবাসীর দাবি, বাসুদেব মণ্ডল এই হাসপাতালের সুপার হয়ে আসার পর গত কয়েক মাসে হাসপাতাল পরিষেবার উন্নতি ঘটেছে ৷ কমেছে রোগীদের হয়রানি ৷ আমুল পরিবর্তন এসেছে হাসপাতালের পরিচালন ব্যবস্থায় ৷ কিন্তু সম্প্রতি তাঁকে এখান থেকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু এই বদলি মেনে নিতে পারছেন না এলাকাবাসী, তারই প্রতিবাদে এই পথ অবরোধ ৷ স্থানীয় বিধায়ক তাপস সাহা এদিন ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST