Bugtui Massacre Eyewitness In Rampurhat Hospital: দোষীদের ফাঁসি চায় বগটুই হত্যাকাণ্ডের নাবালক প্রত্য়ক্ষদর্শী - eyewitness to the Bugtui murder was brought to the hospital
🎬 Watch Now: Feature Video
রামপুরহাটের বগটুই কাণ্ডে প্রত্য়ক্ষদর্শী ইরফান শেখকে (11) সোমবার শারীরিক পরীক্ষার জন্য আনা হল রামপুরহাট হাসপাতালে ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাল দোষীদের শাস্তি চায় সে (Eyewitness Irfan Shaikh in Rampurhat Hospital) ৷ উল্লেখ্য়, গত 21 মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন। এই ঘটনার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রাম। উপপ্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টার পরে ওইদিন রাত থেকেই ভাদু শেখের অনুগামীরা গ্রামে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ ওইদিন রাতে 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পুড়ে মারা যান 9 জন ৷ এদিন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে ঘটনার দিন বাড়িতে কজন ছিল এবং কজন মারা গিয়েছে ৷ তার উত্তরে ইরফান জানায়, সেদিন ঘরে তার 8-9 জন ছিল ৷ ওইদিন তার মা, ঠাকুমা, কাকিমা, কাকার মেয়েরা মারা গিয়েছে ৷ ইরফান আরও জানায় যে সে দোষীদের ফাঁসি চায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST