Dance Bangla Dance: ডান্স বাংলা ডান্স-এর প্রথম পর্বের শুটিং শেষ কী বললেন মহাগুরু
🎬 Watch Now: Feature Video
আর মাত্র একদিন বাকি । 11 ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে ন'টার স্লটে টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে 'ডান্স বাংলা ডান্স- সিজন 12' । এবারের সবথেকে বড় চমক দীর্ঘদিন পর মহাগুরু ফিরছেন নিজের আসনে । চমক আছে আরও একটি । এই প্রথমবার কোনও বাংলা চ্যানেলের রিয়ালিটি শো -তে নিয়মিত বিচারকের আসনে বসবেন মৌনি রায় । সবমিলিয়ে বলাই যায় বিচারকের আসনে এবার নারীশক্তির জাগরণ । কারণ থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মৌনি রায় । আর সঞ্চালনায় অঙ্কুশ এবং এক খুদে সঞ্চালক । আর মহাগুরু মিঠুন চক্রবর্তী তো থাকছেনই।
এবারের প্রতিযোগিতায় ডাবল ধামাকা । ছোট এবং বড় দুই ভাগে ভাগ করা হয়েছে প্রতিযোগীদের । দুই দলে থাকবে 12 জন প্রতিযোগী। মোট 24 জন প্রতিযোগীকে নিয়ে চলবে নাচের ধামাকা । সুতরাং দু'জন বিজয়ীকে পাওয়া যাবে এবার । চ্যানেলের এবারের শপথ 'নাচবে গোটা বাংলা' । প্রথম পর্বের শুটিং ইতিমধ্য়েই শেষ হয়ে গিয়েছে ৷ আর সেই শুটিং এবং শো নিয়েই এবার মুখ খুললেন বিচারক থেকে সঞ্চালক সকলেই (Mithun Mouni And Others on Dance Bangla Dance )৷
TAGGED:
Dance Bangla Dance