Debleena Dutt: মহালয়ার অনুষ্ঠানে ডাকের সাজে সাজতে চান, ইটিভি ভারতকে জানালেন দেবলীনা - Debleena Dutt in Devi Dashmahabidya
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16412848-thumbnail-3x2-m.jpg)
মহালয়ার কাকভোরে নানা রূপে এবং নানা নামে দেবীর আগমন হতে চলেছে বাংলা টেলিভিশনে । একটি চ্যানেলে এবার দেবীর দশ রূপ নিয়ে আসছে দেবী দশমহাবিদ্যা। এই দেবী দশমহাবিদ্যার গাথায় সিংহবাহিনী মহিষাসুরমর্দ্দিনীর ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ প্রতিবারের মতো এবারও দেবী রূপে নানা লীলায় মেতে উঠবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীরা। দেবী দশমহাবিদ্যা-য় ষোড়শীর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত(Debleena Dutt in Devi Dashmahabidya)। কেমন ছিল সেই অভিজ্ঞতা? জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে(Debleena Dutt shares her thoughts)।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST