Annual Function of NADAM: পণ্ডিত কুমার বসুর উদ্যোগে শহরের বুকে মনোজ্ঞ সুর সন্ধ্যা - মনোজ্ঞ সুর সন্ধ্যা পণ্ডিত কুমার বসুর উদ্যোগে
🎬 Watch Now: Feature Video
অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সংস্থা 'নাদম'-এর 19তম বার্ষিক সঙ্গীত সম্মেলন । তাঁর বাবা বিশ্বনাথ বসু এবং মা ভারতী বসুর স্মৃতির উদ্দেশ্যে প্রখ্যাত তবলা শিল্পী তথা শাস্ত্রীয় সঙ্গীতের সুরকার পণ্ডিত কুমার বসু এই সংস্থা নির্মাণ করেন । আজ 19 বছর ধরে গুরুশিষ্য পরম্পরার নিদর্শন বহন করে চলেছে এই সংস্থা। সম্প্রতি শহরের মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয় এই সংস্থার 19তম বার্ষিক সঙ্গীত সম্মেলন । প্রথিতযশা শিল্পীদের অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি দর্শকের মন জয় করে নেন সংস্থার ছাত্রছাত্রীরাও । সংস্থার সূত্রে জানা যায়, শিশু ও কিশোর শিক্ষার্থীরা অনুষ্ঠানের শুরুতেই বিশেষ তালিমের নিদর্শন রাখে এদিন । এ ছাড়াও নৃত্য ও যন্ত্রসঙ্গীতের সুরমূর্ছনায় মন জয় করে নেন অন্যান্য শিল্পীরা । এদিনের অনুষ্ঠানে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত দেবজ্যোতি বসু এবং পণ্ডিত কুমার বসুর ত্রিকোণ সুর, তাল, লয়, ছন্দ এক অনবদ্য মেলবন্ধন তৈরি করে(19th Annual Function of NADAM)।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST