Akshay Kumar in Kolkata: আমিরের ছবি বয়কট ? কলকাতায় প্রচারে মুখ খুললেন 'খিলাড়ি' কুমার - আমিরের ছবি বয়কট কলকাতায় প্রচারে মুখ খুললেন খিলাড়ি কুমার
🎬 Watch Now: Feature Video
11 অগস্ট মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি 'রক্ষা বন্ধন' ৷ তাঁর ছবির প্রচারেই আজ পর্দার বোন এবং পরিচালকদের নিয়ে কলকাতায় এসেছিলেন অক্ষয় কুমার ৷ বক্স অফিসে এই ছবি মুখোমুখি লড়াই দেবে আমির খানের 'লাল সিং চাড্ডা'র সঙ্গে ৷ আমিরের এই ছবি মুক্তির আগেই পড়েছে বয়কট শ্লোগানের মুখে এদিন কলকাতায় এই নিয়েও মুখ খুললেন তিনি ৷ তাঁর মতে যে কোনও শিল্পই ভারতের অর্থনীতিকে সাহায্য় করে ৷ তা সে কাপড় জামার ইন্ডাস্ট্রিই হোক বা ফিল্ম তাই এই ধরণের ক্ষেত্রে জড়িয়ে না-পড়ারই পরমার্শ দেন তিনি (Akshay Kumar Opens up About Boycotting The Lal Singh Chadda Film)৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
Akshay Kumar in Kolkata