Railway Accident in Patipukur : পাতিপুকুর রেললাইনে দুর্ঘটনা, অভিযোগের আঙুল পুলিশের দিকে - পাতিপুকুর রেললাইনে দুর্ঘটনা, অভিযোগের আঙুল পুলিশের দিকে
🎬 Watch Now: Feature Video
পাতিপুকুরে রেললাইনে কাটা পড়ে এদিন মৃত্যু হয় এক যুবকের (Death in railway accident at Patipukur) ৷ এলাকার মানুষজনের অভিযোগ, কয়েকজন যুবক রেললাইনের পাশে বসে মদ্যপান করছিলেন, সেই সময় লেকটাউন থানার পুলিশ এলে তাঁরা পালাতে যান ৷ আচমকা ট্রেন চলে আসায় লাইনে কাটা পড়েন পুষ্পেন্দু দপ্তরী নামে এক যুবক ৷ এর পরেই গোটা এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন স্থানীয়রা ৷ এলাকায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয় ৷ ঘটনাস্থলে আসে জিআরপি এবং লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী । তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST