Selim Slams CM Mamata: আনিশ খানের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন সেলিম - আনিশ খানের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন সেলিম
🎬 Watch Now: Feature Video
ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Selim Slams CM Mamata) ৷ মঙ্গলবার হাওড়ার পানিয়ারা এলাকার ডিএন মার্কেটের জয়পুর মোড়ে একটি জনসভাতে যোগ দেন তিনি ৷ সেখানেই তিনি বলেন, "আনিশ খানের মৃত্যুর ঘটনার তদন্তে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওঁর মাথায় ছিট হয়ে গিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় ধাপ্পাবাজি করছেন ৷ আজকে আনিশের বাড়ির মাটি হাতে ধরে শপথ নিলাম আনিশ হত্যার বিচারের আমরা শেষ দেখে ছাড়ব ।"
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Selim Slams CM Mamata