Mayapur ISKCON Abhishek : দোল পূর্ণিমায় মুখ্যমন্ত্রীর রেখে যাওয়া বিগ্রহের অভিষেক মায়াপুর ইসকন মন্দিরে - Mayapur ISKCON CM Mamata Banerjee news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 19, 2022, 9:31 AM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

দোল পূর্ণিমায় মায়াপুর ইসকনে গৌড় নিতাই-এর বিগ্রহ-সহ মুখ্যমন্ত্রীর রেখে যাওয়া বিগ্রহের অভিষেক হল । গৌড় নিতাই বিগ্রহে দুধ এবং ফুলমালা দিয়ে অভিষেক করলেন মায়াপুর ইসকনের মহারাজরা । উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং উজ্জ্বল বিশ্বাস । এছাড়া নদিয়ার জেলা সভাপতি-সহ অন্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অভিষেক মঞ্চে । চৈতন্য মহাপ্রভুর 536তম আবির্ভাব উপলক্ষ্যে মোট তিনটি মঞ্চ করে গৌড় নিতাই-এর অভিষেক হয় ৷ একটি মঞ্চ এবার বাড়ানো হয়েছে । 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ইসকন মায়াপুরে এলে তাঁকে স্কুল কর্তৃপক্ষের তরফে গৌড় নিতাই-এর বিগ্রহ প্রদান করা হয়েছিল । মুখ্যমন্ত্রী সেই বিগ্রহ ইসকন মন্দিরে রেখে যান এবং পুজো করতে বলেন । এদিন সেই বিগ্রহ দু'টির অভিষেক হয় (CM Mamata Banerjee's Gour Nitai abhishek in Mayapur ISKCON Nadia) ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.