Abdul Mannan in Jhalda : ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে আব্দুল মান্নান - ঝালদায় মৃত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে আবদুল মান্নান
🎬 Watch Now: Feature Video
ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে এসে পুলিশ ও প্রশাসনকে একহাত নিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান (Abdul Mannan in Jhalda) । মঙ্গলবার নিহত দলীয় কাউন্সিলর খুনে (Jhalda Congress Councillor Death Issue) তিনি বলেন, "খুনিরাই তো প্রশাসক ৷ তাহলে কার কাছে বিচার চাইব । আমরা চাই ঘটনার সঙ্গে জড়িতদের সাজা হোক ৷ এদিন নিহত কাউন্সিলরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান আব্দুল মান্নান । উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত ।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
Abdul Mannan in Jhalda