Elephant Bath : চাঁদিফাটা গরমে থেকে আরাম পেতে পুকুরে ডুব রামলালের - a elephant bathing in a pond
🎬 Watch Now: Feature Video
তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী। গরমের আঁচে পুড়ছে জঙ্গলমহলও । কড়া রোদ আর তার সঙ্গী ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে পুকুরের জলে ডুবে স্নান করছে দলছুট এক দাঁতাল হাতি (a elephant bathing in a pond)। তার নাম রামলাল ৷ দীর্ঘ কয়েক বছর ঝাড়গ্রাম বন বিভাগের ঝাড়গ্রাম রেঞ্জ, লোধাশুলি রেঞ্জ এবং জামবনি রেঞ্জের বিভিন্ন এলাকায় প্রায়ই খাবারের খোঁজে গ্রামে গ্রামে হানা দিতে দেখা যায় এই রামলালকে। রামলালের আরও গুণ আছে ৷ সে একবার ঝাড়গ্রাম-বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়ক আটকে পণ্যবাহী লরিতে খাবারের সন্ধানে হানা দেয়। আসলে রামলালের যখন যা ইচ্ছা হয় সেটাই করে ৷ আজ সে গা ভাসিয়েছে জলে, মানুষ নয় তো কী হয়েছে, ওদেরও তো গরম লাগে ৷ তাই মন খুলে স্নানে মেতেছে রামলাল ৷ ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের আন্ধারীসোল গ্রামের একটি স্থানীয় পুকুরে রামলালকে দেখা গেল একের পর এক ডুব দিতে ৷ আর রামলালের এই ডুব দেওয়ার ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST