110 Bombs Recover From Lavpur : এবার লাভপুর থেকে উদ্ধার 110টি বোমা - 110 Bombs Recover From Lavpur
🎬 Watch Now: Feature Video
এবার লাভপুর থানার অন্তর্গত সাউ গ্রাম থেকে উদ্ধার হল 110টি বোমা (Bombs Recover From Lavpur) ৷ গ্রামের বাইরে নদীর ধারে দু‘টি প্ল্যাস্টিকের বালতি রাখা ছিল বোমাগুলি ৷ সেখান থেকেই উদ্ধার হয়েছে বোমাগুলি । নদীর পাড়ে ফাঁকা জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়াডের টিম ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST