হায়দরাবাদ: অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে আজকাল খুব দ্রুত ত্বকের বলিরেখা তৈরি হয় ৷ এমনকী ত্বকের যত্ন নিতে বিভিন্ন ধরনের দ্রব্যও আমরা ব্যবহার করি যা ত্বকের জন্য ক্ষতিকর । এর ফলে ত্বক কুঁচকে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় অনেকটা । তাই বাজারজাত দ্রব্য না কিনে কীভাবে প্রাকৃতিক জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন ৷ জেনে নিন, ত্বকের বলিরেখা ও টানটান দূর করতে কী কী প্রাকৃতিক উপায়ে ফেসপ্যাক ব্যবহার করা যায় ।
1) সবুজ আপেল ,আলু ও লেবু: হাফ কাপ মতো সবুজ আপেলের পেস্ট ও হাফ কাপ মত আলুর পেস্ট একসঙ্গে মিশিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মুখে লাগিয়ে রাখুন ৷ তারপর শুকিয়ে গেলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন ।
2) অ্যালোভেরা ,টকদই ও শশা: 2 টেবিল চামচ মত অ্যালোভেরা জেল ও 2 টেবিল চামচ মধু এবং টকদই একসঙ্গে মেশান এবং দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে এক টুকরো শশা দিয়ে ভালো করে মাসাজ করুন এবং কিছুক্ষণ রেখে সেটিকে ধুয়ে ফেলুন । এতে ত্বক হবে উজ্জ্বল ।
3) ডিমের কুসুম ও মধু: ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিয়ে তাতে 2 টেবিল চামচ মধু মিশিয়ে এবং একটু হালকা জল মিশিয়ে পাতলা করে সারা মুখে লাগিয়ে নিন তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন ।
4) পাকা কলা, টক দই ও মধু: একটা পাকা কলা ভালো করে মিক্স করে তাতে 2 টেবিল চামচ মধু ও টক দই মিশিয়ে নিন । মিশ্রণটি কুড়ি মিনিট মুখে লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ।
5) বেসন ও মুসুরির ডাল : মুসুরির ডাল গুড়ো করে তাতে সমপরিমাণ বেসন নিয়ে সামান্য পরিমান জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর মুখে ভালো করে লাগিয়ে মাসাজ করুন শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন । এতে ত্বক হবে উজ্জ্বল এবং ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে ।
আরও পড়ুন: প্রতিদিন সকালে খালি পেটে আমলা জুস পান করুন, দেখুন ফলাফ
(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)