ETV Bharat / sukhibhava

Medicine for Period: ঋতুকালীন সময় পরিবর্তনে ওষুধের ব্যবহার অজান্তেই ডেকে আনছে বিপদ, জানালেন বিশিষ্ট গাইনোকলজিস্ট - Medicine for Period

আনন্দ উৎসবে মেতে উঠতে পিরিয়ডস বা ঋতুকালীন সময় এগোতে বা পিছোতে ওষুধ ব্যবহার করেন অনেক মহিলাই ৷ তার ফল কী হতে পারে, আগমিদিনে শরীরে এর কী প্রভাব পড়ে, ইটিভি ভারতের প্রতিনিধি পারমিতা কামিলাকে জানালেন বিশিষ্ট স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ব্রততী ভট্টাচার্য ৷

Etv Bharat
ঋতুকালীন সময় পরিবর্তনে ওষুধের ব্যবহার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 7:24 PM IST

হায়দরাবাদ: প্রতীক্ষার আর মাত্র 6 দিন ৷ মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে মাতৃপক্ষের ৷ উমার মর্ত্যে আসার আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি ৷ শুরু হয়ে গিয়েছে নানা প্ল্যানিং ৷ কিন্তু এরমধ্যেই অনেকে আবার রয়েছেন মেয়েলি সমস্যা নিয়ে চিন্তায় ৷ ঋতুকালীন সময় নিয়ে অনেকেই এই সময়ে আশংকায় থাকেন ৷ ভয় থাকে চেকলিস্ট থেকে মহাষ্টমীর অঞ্জলি কিংবা সারারাত ঠাকুর দেখার প্ল্যান বাদ যাওয়ার ৷ তাই আগে ভাগে অনেকে ওষুধ খেয়ে নেন ঋতুকালীন সময় এগিয়ে আনতে অথবা পিছিয়ে দিতে ৷ কিন্তু এই ওষুধ খাওয়ার আগে কখনও চিন্তা করেছেন এর ভবিষ্যৎ ফল কী হতে পারে? মেডিসিন শপ থেকে ওষুধ নিয়ে খাওয়ার মাসুল ঠিক কতটা পরিমাণ দিতে হতে পারে? অনেকেই জানেন না ৷ না বুঝেই শরীরের হরমোনের সঙ্গে চলে ছেলে খেলা ৷

এই যে একটা সামাজিক ট্যাবু, পিরিয়ডস বা ঋতুকালীন সময়ে পুজো বা অঞ্জলি দেওয়া যায় না, এই ধারণা আজকের দিনে কতটা যুক্তিসঙ্গত? প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ব্রততী ভট্টাচার্য ৷ তিনি বলেন, "এটা এখনকার দিন বা তখনকার দিন বলে নয় ৷ এই ধারণা সম্পূর্ণ অযৌক্তিক ৷ শরীরের বাকি জৈবিক কাজ কর্মের মতোই মেয়েদের পিরিয়ডস হয় ৷ তাই এর সঙ্গে পুজো না-দেওয়ার বিষয়টা সম্পূর্ণরূপে সাইকোলজিক্যাল বিষয় ৷ চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এর কোনও যুক্তি নেই ৷"

কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়, পুজোর কাজে হাত লাগাতে বা অঞ্জলি দেওয়ার ইচ্ছা থাকলে অনেক মেয়েই পিরিয়ডসের সময় পরিবর্তন করেন ওষুধ খেয়ে ৷ এর প্রতিক্রিয়া প্রসঙ্গে চিকিৎসক জানিয়েছেন, "প্রতি মাসে নিয়ম মেনে যে পিরিয়ডস হয় তা হরমোনের ব্যালান্সের উপর নির্ভর করে ৷ তাই যখন ওষুধ খেয়ে পিরিয়ডস এগিয়ে নিয়ে যাচ্ছি বা পিছিয়ে নিয়ে যাচ্ছি তখন সবসময় আমরা কিছু হরমোন ট্যাবলেট ব্যবহার করছি ৷ এবার কোন হরমোন ট্যাবলেট কার ক্ষেত্রে ব্যবহার করা উচিত, সেটা নিয়েই চিন্তা হওয়াটা উচিত ৷ কারণ যে মহিলা এই হরমোনাল ওষুধ ব্যবহার করবেন তাঁর প্রোফাইল, বয়স এবং কোনও গাইনোকলজিক্যাল সমস্যা রয়েছে কি না, তা দেখে খাওয়া উচিৎ ৷ তাই এই ধরনের ওষুধ খেতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাওয়া উচিত ৷"

চিকিৎসক ব্রততী আরও বলেন, "অনেকেই আছেন, মেডিসিন শপে গিয়ে বলে এই ধরনের হরমোনের ওষুধ কিনে খান ৷ সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে ৷ যার মধ্যে অন্যতম হল পিরিয়ডস অনিয়মিত হয়ে যাওয়া ৷ যাঁরা বিবাহিত মহিলা, হয়তো কোনও ভাবে কনসিভ করেছে ৷ সেই সময় হরমোনাল এই ওষুধ খেলেন ৷ পিরিয়ডস হল না ৷ কিন্ত তিনি বুঝতে পারলেন না, তিনি অন্তঃসত্ত্বা ৷ এছাড়া পলিসিস্টিক ওভারি বা যাঁদের গাইনোলজিক্যাল সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই ওষুধ খেলে সমস্যা দেখা দেয় ৷ আবার অনেকের হয়তো গাইনোলজিক্যাল সমস্যা রয়েছে, কিন্তু জানেন না ৷ সেই পরিস্থিতিতে আরও একটি হরমোনের ওষুধ খাওয়া মানে আগামী সময়ে শরীরে সমস্যা তৈরি করা ৷" তাই স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ব্রততী ভট্টাচার্যের মতে, পিরিয়ডসের সময় পরিবর্তন করার জন্য ওষুধ খাওয়া আগামী সময়ে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক হরমোনের ওষুধ গ্রহণ করা উচিত ৷

আরও পড়ুন: পুজোর আগে তন্বী হতে মেনে চলুন পুষ্টিবিদের পরামর্শ

হায়দরাবাদ: প্রতীক্ষার আর মাত্র 6 দিন ৷ মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে মাতৃপক্ষের ৷ উমার মর্ত্যে আসার আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি ৷ শুরু হয়ে গিয়েছে নানা প্ল্যানিং ৷ কিন্তু এরমধ্যেই অনেকে আবার রয়েছেন মেয়েলি সমস্যা নিয়ে চিন্তায় ৷ ঋতুকালীন সময় নিয়ে অনেকেই এই সময়ে আশংকায় থাকেন ৷ ভয় থাকে চেকলিস্ট থেকে মহাষ্টমীর অঞ্জলি কিংবা সারারাত ঠাকুর দেখার প্ল্যান বাদ যাওয়ার ৷ তাই আগে ভাগে অনেকে ওষুধ খেয়ে নেন ঋতুকালীন সময় এগিয়ে আনতে অথবা পিছিয়ে দিতে ৷ কিন্তু এই ওষুধ খাওয়ার আগে কখনও চিন্তা করেছেন এর ভবিষ্যৎ ফল কী হতে পারে? মেডিসিন শপ থেকে ওষুধ নিয়ে খাওয়ার মাসুল ঠিক কতটা পরিমাণ দিতে হতে পারে? অনেকেই জানেন না ৷ না বুঝেই শরীরের হরমোনের সঙ্গে চলে ছেলে খেলা ৷

এই যে একটা সামাজিক ট্যাবু, পিরিয়ডস বা ঋতুকালীন সময়ে পুজো বা অঞ্জলি দেওয়া যায় না, এই ধারণা আজকের দিনে কতটা যুক্তিসঙ্গত? প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ব্রততী ভট্টাচার্য ৷ তিনি বলেন, "এটা এখনকার দিন বা তখনকার দিন বলে নয় ৷ এই ধারণা সম্পূর্ণ অযৌক্তিক ৷ শরীরের বাকি জৈবিক কাজ কর্মের মতোই মেয়েদের পিরিয়ডস হয় ৷ তাই এর সঙ্গে পুজো না-দেওয়ার বিষয়টা সম্পূর্ণরূপে সাইকোলজিক্যাল বিষয় ৷ চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এর কোনও যুক্তি নেই ৷"

কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়, পুজোর কাজে হাত লাগাতে বা অঞ্জলি দেওয়ার ইচ্ছা থাকলে অনেক মেয়েই পিরিয়ডসের সময় পরিবর্তন করেন ওষুধ খেয়ে ৷ এর প্রতিক্রিয়া প্রসঙ্গে চিকিৎসক জানিয়েছেন, "প্রতি মাসে নিয়ম মেনে যে পিরিয়ডস হয় তা হরমোনের ব্যালান্সের উপর নির্ভর করে ৷ তাই যখন ওষুধ খেয়ে পিরিয়ডস এগিয়ে নিয়ে যাচ্ছি বা পিছিয়ে নিয়ে যাচ্ছি তখন সবসময় আমরা কিছু হরমোন ট্যাবলেট ব্যবহার করছি ৷ এবার কোন হরমোন ট্যাবলেট কার ক্ষেত্রে ব্যবহার করা উচিত, সেটা নিয়েই চিন্তা হওয়াটা উচিত ৷ কারণ যে মহিলা এই হরমোনাল ওষুধ ব্যবহার করবেন তাঁর প্রোফাইল, বয়স এবং কোনও গাইনোকলজিক্যাল সমস্যা রয়েছে কি না, তা দেখে খাওয়া উচিৎ ৷ তাই এই ধরনের ওষুধ খেতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাওয়া উচিত ৷"

চিকিৎসক ব্রততী আরও বলেন, "অনেকেই আছেন, মেডিসিন শপে গিয়ে বলে এই ধরনের হরমোনের ওষুধ কিনে খান ৷ সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে ৷ যার মধ্যে অন্যতম হল পিরিয়ডস অনিয়মিত হয়ে যাওয়া ৷ যাঁরা বিবাহিত মহিলা, হয়তো কোনও ভাবে কনসিভ করেছে ৷ সেই সময় হরমোনাল এই ওষুধ খেলেন ৷ পিরিয়ডস হল না ৷ কিন্ত তিনি বুঝতে পারলেন না, তিনি অন্তঃসত্ত্বা ৷ এছাড়া পলিসিস্টিক ওভারি বা যাঁদের গাইনোলজিক্যাল সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই ওষুধ খেলে সমস্যা দেখা দেয় ৷ আবার অনেকের হয়তো গাইনোলজিক্যাল সমস্যা রয়েছে, কিন্তু জানেন না ৷ সেই পরিস্থিতিতে আরও একটি হরমোনের ওষুধ খাওয়া মানে আগামী সময়ে শরীরে সমস্যা তৈরি করা ৷" তাই স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ব্রততী ভট্টাচার্যের মতে, পিরিয়ডসের সময় পরিবর্তন করার জন্য ওষুধ খাওয়া আগামী সময়ে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক হরমোনের ওষুধ গ্রহণ করা উচিত ৷

আরও পড়ুন: পুজোর আগে তন্বী হতে মেনে চলুন পুষ্টিবিদের পরামর্শ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.