হায়দরাবাদ: দাঁতের ব্যথা মাথাব্যথার মতোই বেদনাদায়ক । যদিও দাঁত ব্যথা এমনিতে সাধারণ বলে মনে হলেও কখনও কখনও গুরুতর সমস্যার কারণ হতে পারে । দাঁতের ক্ষয়, গহ্বর এবং মাড়ির ফোলা দ্বারা প্রভাবিত হয় আশেপাশের টিস্যুগুলিও । ফলে সারা শরীরে এক ধরনের রোগ হয়ে যায় । কারণ দাঁতের ব্যথার সময় খাওয়া কঠিন হয়ে পড়ে । এর সরাসরি প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর । বিশেষ করে শীতকালে এই সমস্যা বেশি দেখা যায় । তাই শীতে কীভাবে দাঁতের যত্ন নেবেন সেটা জেনে রাখা খুবই জরুরি (Teeth Care)?
সূত্র: দাঁতে আটকে থাকা খাবার থেকে ব্যাকটেরিয়া দ্বারা অ্যাসিড নির্গত হয় এবং দাঁতের এনামেল, ডেন্টিন এবং সিমেন্টাম ধ্বংস করে যা শক্ত ফাইবার দিয়ে তৈরি । দাঁতের ক্ষয় মানে দাঁতে লবণ তৈরির চেয়ে লবণের ক্ষয়ের পরিমাণ হওয়া। কিছু রোগে যেমন ডায়াবেটিস মেলিটাস, সজোগ্রেনস সিনড্রোম এবং কিছু ওষুধ সেবনে মুখের লালার পরিমাণ কমে গেলে এই রোগ হয় । এছাড়া আরও কয়েকটি কারণে দাঁতে সমস্যা দেখা দিয়ে থাকে ।
চিকিৎসাঃ- দাঁত রক্ষার জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে । কারণ এক বা দুই দিনে সচেতনতায় কাজের কাজ হবে না । তাই নিয়মিত দাঁত ব্রাশ করুন । দাঁত ব্রাশ করার সময় যাতে ফুলে না যায় এবং রক্তপাত না হয় সেদিকে খেয়াল রাখুন । ফোলাভাব থাকলে তা অবহেলা করবেন না । অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন । সামান্য ব্যথা হলে নুন জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
আরও পড়ুন: শীতকালে অ্যালার্জির সমস্যা বাড়ে কেন ? জেনে নিন বিশদে
নিয়মিত পরিচর্যার পরও যদি দাঁতের ব্যথা কয়েকদিন ধরে থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন । স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগের প্রাথমিক কারণ খুঁজে বের করা জরুরি ।