ETV Bharat / sukhibhava

Rituals of Lakshmi-Narayan Puja: বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পুজোয় এই ভুলগুলি করবেন না, অন্যথায় অমঙ্গল - বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণ পুজর নিয়ম

Lakshmi Narayan Puja: বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাশাপাশি নারায়ণ পুজো করলে সংসার ধন সম্পত্তিতে ভরে ওঠে। লক্ষ্মী-নারায়ণের পুজোপাঠে ধন, মান বাড়ে ৷ যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। সংসারে সকল দুঃখ দূর হয়। আর্থিক সমস্যারও সমাধান হয়। তাই এই পুজো হওয়া উচিত ত্রুটিহীন ৷ তাই পুজোর সময় ভুলেও এই এমন কিছু করবেন না, যাতে দেব-দেবী রুষ্ঠ হন ৷

Rituals of Lakshmi-Narayan Puja
লক্ষ্মী-নারায়ণের পুজোয় এই ভুল একদম নয়
author img

By

Published : Jul 26, 2023, 1:42 PM IST

হায়দরাবাদ: প্রতিটা বার কোনও না কোনও দেবী বা দেবতার প্রতি উৎসর্গীকৃত থাকে ৷ সোমবার মহাদেবের বার, বুধবার গণেশ ঠাকুরের বার তেমনি বৃহস্পতি বার লক্ষ্মীবার ৷ শাস্ত্রমতে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের পাশাপাশি নারায়ণ পুজো বাড়িতে করলে অর্থ ও সৌভাগ্য দুই বৃদ্ধি পায় ৷ ভগবান লক্ষ্মী-নারায়ণের কৃপা দৃষ্টি যে সংসারে পড়েছেস সেখানে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ৷ তবে এই পুজোয় একটু ভুল বা ত্রুটি সংসারে ডেকে আনতে পারে অনর্থ ৷ তাই পুজো করার আগে কী করবেন আর কী করবেন না অবশ্যই মাথায় রাখতে হবে ৷

Rituals of Lakshmi-Narayan Puja
হলুদ ফল অবশ্যই দেবেন ৷

এই দিন কী করা উচিত

  • সকালে উঠে স্নান করে নিন ৷ তবে সেই জলে একটু হলুদ মিশিয়ে নেবেন ৷ অথবা স্নান করে হলুদ রঙের পোশাক পরবেন ৷
  • চেষ্টা করবেন উপবাস করে পুজো করার ৷ তবে ফল বা চা খাওয়া যেতে পারে ৷
  • বৃহস্পতিবার কলাগাছে জল দেওয়া ভাল ৷ বাড়ির আশেপাশে কলা গাছ থাকলে গোড়ায় জল দেবেন ৷
  • এরপর কলা গাছের গোড়ায় ছোলার ডাল অথবা যে কোনও ফল-মিষ্টি যা হলুদ রঙের তা নিবেদন করতে পারেন ৷
  • লক্ষ্মী-নারায়ণ পুজো শুরু করার আগে অবশ্যই শ্রী গণেশ দেবতার পুজো করবেন ৷ জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গণেশ দেবতার পুজো আগে না করলে সেই পুজো অসম্পূর্ণ থেকে যায় ৷
  • এরপর ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালান ৷ প্রদীপ সবসময় দেবী লক্ষ্মীর বাঁদিকে রাখবেন ৷
  • এরপর প্রসাদ হিসাবে নিবেদন করুন হলুদ রঙের মিষ্টি বা ফল ৷
  • দেবী লক্ষ্মীকে পান পাতা, সুপারি, দুর্বা, বেলপাতা নিবেদন করুন ৷ দেবী এই জিনিসগুলি ভীষণ পছন্দের ৷
  • সবশেষে লক্ষ্মীর পাঁচালী পড়বেন ৷ যদি হাতে সময় না থাকে তাহলে শুনতেও পারেন ৷
    Rituals of Lakshmi-Narayan Puja
    দেব-দেবী ফুল নিবেদন করুন ৷

ভুলেও এই কাজগুলি করবেন না

নোংরা অপরিষ্কার কাপড়ে পুজোয় ভুলেও বসবেন না ৷

  • বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পুজো করে ঘরের অমঙ্গল দূর হয় ৷ তাই এই দিন ভক্তিভরে উপবার থেকে দেব-দেবীর আরাধনা করুন ৷
  • যদি বাড়িতে প্রসাদ বানান তাহলে তা ঘি দিয়ে তৈরি করুন ৷ ডালডা বা তেল দিয়ে প্রসাদ বানাবেন না ৷
  • প্রদীপে কখনই সুতোর সলতে ব্যবহার করবেন না ৷ তার বদলে তুলো ব্যবহার করবেন ৷
  • এই দিন হলুদ পোশাক যদি নাও পড়তে পারেন, ঠিক আছে ৷ কিন্তু নীল রঙের পোশাক পরবেন না ৷
  • নারায়ণ দেবতাকে সাদা ও হলুদ ফুল ছাড়া অন্য কোনও রঙের ফুল নিবেদন করবেন না ৷ অন্যদিকে মা লক্ষ্মীকে লাল ফুল ভুলেও নিবেদন করবেন না ৷
  • নারায়ণ পুজোয় তুলসী অবশ্যই দেবেন ৷ কিনতু ভুল করেও তুলসী পাতা লক্ষ্মী দেবীকে অপর্ণ করবেন না ৷ এতে দেবী রুষ্ঠ হন ৷
  • আমিষ খাবার খাবেন না ৷
  • এই দিন কাউকে টাকা ধার দেবেন না ৷ বিশেষ করে ধোপাকে এই দিন কোনও রকম টাকা দেবেন না ৷
  • এই দিন নখ, চুল কাটা থেকে বিরত থাকুন ৷
  • সর্বশেষ ভুলেও স্টিলের বাসনে ভোগ নিবেদন করবেন না ৷ তার বদলে পিতল,কাঁসা,তামার বাসন ব‍্যবহার করবেন। এতে দেবী সন্তুষ্ট হন ৷

আরও পড়ুন: গৃহপ্রবেশে এই জিনিসগুলি মাথায় রাখুন ! পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: প্রতিটা বার কোনও না কোনও দেবী বা দেবতার প্রতি উৎসর্গীকৃত থাকে ৷ সোমবার মহাদেবের বার, বুধবার গণেশ ঠাকুরের বার তেমনি বৃহস্পতি বার লক্ষ্মীবার ৷ শাস্ত্রমতে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের পাশাপাশি নারায়ণ পুজো বাড়িতে করলে অর্থ ও সৌভাগ্য দুই বৃদ্ধি পায় ৷ ভগবান লক্ষ্মী-নারায়ণের কৃপা দৃষ্টি যে সংসারে পড়েছেস সেখানে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ৷ তবে এই পুজোয় একটু ভুল বা ত্রুটি সংসারে ডেকে আনতে পারে অনর্থ ৷ তাই পুজো করার আগে কী করবেন আর কী করবেন না অবশ্যই মাথায় রাখতে হবে ৷

Rituals of Lakshmi-Narayan Puja
হলুদ ফল অবশ্যই দেবেন ৷

এই দিন কী করা উচিত

  • সকালে উঠে স্নান করে নিন ৷ তবে সেই জলে একটু হলুদ মিশিয়ে নেবেন ৷ অথবা স্নান করে হলুদ রঙের পোশাক পরবেন ৷
  • চেষ্টা করবেন উপবাস করে পুজো করার ৷ তবে ফল বা চা খাওয়া যেতে পারে ৷
  • বৃহস্পতিবার কলাগাছে জল দেওয়া ভাল ৷ বাড়ির আশেপাশে কলা গাছ থাকলে গোড়ায় জল দেবেন ৷
  • এরপর কলা গাছের গোড়ায় ছোলার ডাল অথবা যে কোনও ফল-মিষ্টি যা হলুদ রঙের তা নিবেদন করতে পারেন ৷
  • লক্ষ্মী-নারায়ণ পুজো শুরু করার আগে অবশ্যই শ্রী গণেশ দেবতার পুজো করবেন ৷ জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গণেশ দেবতার পুজো আগে না করলে সেই পুজো অসম্পূর্ণ থেকে যায় ৷
  • এরপর ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালান ৷ প্রদীপ সবসময় দেবী লক্ষ্মীর বাঁদিকে রাখবেন ৷
  • এরপর প্রসাদ হিসাবে নিবেদন করুন হলুদ রঙের মিষ্টি বা ফল ৷
  • দেবী লক্ষ্মীকে পান পাতা, সুপারি, দুর্বা, বেলপাতা নিবেদন করুন ৷ দেবী এই জিনিসগুলি ভীষণ পছন্দের ৷
  • সবশেষে লক্ষ্মীর পাঁচালী পড়বেন ৷ যদি হাতে সময় না থাকে তাহলে শুনতেও পারেন ৷
    Rituals of Lakshmi-Narayan Puja
    দেব-দেবী ফুল নিবেদন করুন ৷

ভুলেও এই কাজগুলি করবেন না

নোংরা অপরিষ্কার কাপড়ে পুজোয় ভুলেও বসবেন না ৷

  • বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পুজো করে ঘরের অমঙ্গল দূর হয় ৷ তাই এই দিন ভক্তিভরে উপবার থেকে দেব-দেবীর আরাধনা করুন ৷
  • যদি বাড়িতে প্রসাদ বানান তাহলে তা ঘি দিয়ে তৈরি করুন ৷ ডালডা বা তেল দিয়ে প্রসাদ বানাবেন না ৷
  • প্রদীপে কখনই সুতোর সলতে ব্যবহার করবেন না ৷ তার বদলে তুলো ব্যবহার করবেন ৷
  • এই দিন হলুদ পোশাক যদি নাও পড়তে পারেন, ঠিক আছে ৷ কিন্তু নীল রঙের পোশাক পরবেন না ৷
  • নারায়ণ দেবতাকে সাদা ও হলুদ ফুল ছাড়া অন্য কোনও রঙের ফুল নিবেদন করবেন না ৷ অন্যদিকে মা লক্ষ্মীকে লাল ফুল ভুলেও নিবেদন করবেন না ৷
  • নারায়ণ পুজোয় তুলসী অবশ্যই দেবেন ৷ কিনতু ভুল করেও তুলসী পাতা লক্ষ্মী দেবীকে অপর্ণ করবেন না ৷ এতে দেবী রুষ্ঠ হন ৷
  • আমিষ খাবার খাবেন না ৷
  • এই দিন কাউকে টাকা ধার দেবেন না ৷ বিশেষ করে ধোপাকে এই দিন কোনও রকম টাকা দেবেন না ৷
  • এই দিন নখ, চুল কাটা থেকে বিরত থাকুন ৷
  • সর্বশেষ ভুলেও স্টিলের বাসনে ভোগ নিবেদন করবেন না ৷ তার বদলে পিতল,কাঁসা,তামার বাসন ব‍্যবহার করবেন। এতে দেবী সন্তুষ্ট হন ৷

আরও পড়ুন: গৃহপ্রবেশে এই জিনিসগুলি মাথায় রাখুন ! পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.