হায়দরাবাদ: যৌনতা নিয়ে কথা বলতে এখনও ইতস্তত বোধ করেন বেশিরভাগ মানুষ (Sex Tips)। যার ফলে বহু মানুষ নানা ধরনের যৌন রোগের শিকার হন । আর জানাজানির ভয়ে অনেকে চিকিৎসাও করান না ভালো করে ৷ ফলে সমস্যা থেকে মুক্তির কিছু উপায় জেনে রাখা ভালো (Some Tips) ৷
1) পুরুষরা সব সময় তাঁদের পার্টনারদের যৌন মিলনের সময় চরম সুখ দেওয়ার কথা ভাবেন (Sex Life) । তবে এটি সহজ হবে যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে কথোপকথন করবেন ৷ মনে রাখবেন যৌন মিলনকে শুধু যে শারিরীক দিক থেকে সুন্দর করে তুললেই হবে এমনটা নয় ৷ আপনাকে মনের কথা খুলে বলতে হবে ৷
2)) কথা বললে যৌন মিলনের সময় অনেক বেশি আনন্দ পাওয়া যায় । যৌন মিলনের ক্ষেত্রে আপনার কোন জিনিস বেশি পছন্দ সেটা নিজের সঙ্গীকে মন খুলে বলুন ।
3) অনেক সময় একই জায়গাতে যৌন মিলনে একঘেয়েমি চলে আসে ৷ ফলে দু'জনকেই একটু জায়গা পালটানোর কথা মাথায় রাখতে হবে ৷ তবে অবশ্যই আপনার সঙ্গীর চাহিদার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন ।়
4) আপনি এবং আপনার সঙ্গী উত্তেজনামূলক কিছু আলোচনা করুন ৷ বা একসঙ্গে ভালোকিছু বিষয় নিয়ে আলোচনা করুন ৷ যে বিষয়টি একে অপরকে সুখ দেবে সেটি বেছে নিন এবং নিজেদের যৌনমিলনে অস্বস্তিকর মূহুর্তগুলি এড়িয়ে চলুন ৷
আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোমে বাড়ছে নীলছবির প্রতি আসক্তি, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
5) যৌন মিলনের সময় অবশ্যই খোলামেলা হন ৷ যে যতটা খোলা মনের হবে আনন্দের পরিমাণ ততটাই বাড়বে ৷
6) আপনি বা আপনার সঙ্গীর ইচ্ছা একরকম থাকে তাহলে স্বাস্থ্যবিধি মাথায় রেখে কন্ডোম ব্যবহার করার ক্ষেত্রে একে অপরের মতামত গ্রহন প্রয়োজন ৷ তবে এমনটা নয় কন্ডোম ব্যবহারে নিষিদ্ধ ৷