হায়দরাবাদ: স্থুলতা এমন একটি রোগ যা কোভিড-19-এর সংক্রমণকে আরও জটিল করে তোলে ৷ এমনকী ভ্যাকসিনের কার্যক্ষমতাও স্থুল ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা কমে যেতে পারে ৷ তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, "ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি এবং জলাতঙ্করোধী ভ্যাকসিনগুলিও স্থুল ব্যক্তিদের মধ্যে কম প্রতিক্রিয়া দেখিয়েছে ।"
নেদারল্যান্ডে অনষ্ঠিত এই বছরের স্থুলতা সংক্রান্ত একটি আলোচনা সভায় (ইসিও) উপস্থাপিত ফলাফলগুলিতে দেখা গিয়েছে, গুরুতর স্থুলতার সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে চিনের করোনাভ্যাক ভ্যাকসিনের তুলনায় ফাইজার ভ্যাকসিন বেশি উপকারী প্রমাণিত হয়েছে ৷ কারণ এই ফাইজার ভ্যাকসিন করোনাভ্যাকের তুলনায় অনেক বেশি অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে ৷
এবিষয়ে আরও জানার জন্য, গবেষকরা 2021 সালের আগস্ট থেকে নভেম্বর মধ্যে গুরুতর স্থুলতার সমস্যায় ভোগা 124 জন প্রাপ্তবয়স্কদের (বয়স 42-63 বছর) বেছে নিয়েছিলেন ৷ এছাড়া কন্ট্রোল গ্রুপ হিসাবে বাছা হয়েছিল 166 জন সাধারণ মানুষকেও (যাদের BMI 25kg/m2 এর কম এবং গড় বয়স 39-47 বছর) ৷ দু'টি গ্রুপকে মিলিয়ে মোট 130 জনকে ফাইজার/বায়োএনটেকের দু'টি ডোজ এবং 160 জনকে করোনাভ্যাক টিকার দু'টি ডোজ দেওয়া হয়েছিল ৷ করোনাভ্যাক ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে 70 জন পূর্বে করোনা আক্রান্ত হয়েছিলেন ৷
যাঁদের পূর্বে কোভিড সংক্রমণ নেই এবং যাঁদের ফাইজার/বায়োএনটেক টিকা দেওয়া হয়েছে দেখা গিয়েছে সেই গ্রুপে গুরুতর স্থুলতার সমস্য়ায় ভোগা ব্যক্তিদের অ্যান্টিবডির মাত্রা স্বাভাবিক ব্যক্তিদের চেয়ে তিনগুণেরও বেশি কম ছিল । একইভাবে, যেসব অংশগ্রহণকারীদের মধ্যে কোনো পূর্বে কোভিড সংক্রমণ নেই এবং করোনাভ্যাক দিয়ে টিকা দেওয়া হয়েছে, গুরুতর স্থুল ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডির মাত্রা স্বাভাবিক গ্রুপের তুলনায় চেয়ে 27 গুণ কম ছিল ।
আরও পড়ুন : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের ঠিক কতটা ভিটামিন সি প্রয়োজন ?
অধ্যাপক ভলকান ডেমিরহান ইউমুক বলেন, "এই ফলাফলগুলি গুরুতর স্থুলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে করোনা টিকাগুলির অ্যান্টিবডি প্রতিক্রিয়া সম্পর্কে নতুন তথ্য সরবরাহ করে ৷" তিনি আরও বলেন, "আমাদের অধ্যয়ন নিশ্চিত করে যে পূর্বের সংক্রমণের দ্বারা উদ্ভূত ইমিউন মেমরি মানুষের ভ্যাকসিনেশনে সাড়া দেওয়ার উপায়কে পরিবর্তন করে ৷ নির্দেশ করে যে ফাইজার/বায়োএনটেকের দু'টি ডোজ সংক্রমণের ইতিহাস নির্বিশেষে গুরুতর স্থুলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে করোনাভ্যাক-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি অ্যান্টিবডি তৈরি করতে পারে ৷"