ETV Bharat / sukhibhava

World IVF Day: বিশ্ব আইভিএফ দিবসে স্মরণে যুগান্তকারী চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়

Remembering Subhash Mukhopadhyay on World IVF Day:আজ বিশ্ব আইভিএফ দিবস ৷ দেশে কৃত্রিম প্রজননের দিশা দিয়েছিলেন চিকিৎসক সুভাষ মুখোপাধ্য়ায় ৷ কৃত্রিম পদ্ধতিতে সন্তানের জন্ম দেওয়া নিয়ে তিনিই দেশে প্রথম গবেষণা করেছিলেন ৷ জন্ম হয়েছিল প্রথম টেস্ট টিউব বেবি দুর্গার ৷

ETV Bharat
আইভিএফ
author img

By

Published : Jul 25, 2023, 9:56 AM IST

Updated : Jul 25, 2023, 10:58 AM IST

হায়দরাবাদ, 25 জুলাই: আজ বিশ্ব আইভিএফ দিবস ৷ স্বাভাবিক নিয়মে সন্তান না হলে বিকল্প উপায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন ৷ ভারতে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে প্রথম সন্তানের জন্ম হয় 1978 সালের 3 অক্টোবর ৷ এর নেপথ্যে ছিলেন চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন ডাঃ সুনীত মুখোপাধ্য়ায় ও ডাঃ সরোজ কান্তি মুখোপাধ্যায় ৷ ভারত তথা বিশ্বে ইতিহাস তৈরি করেছিলেন তিনি ৷

প্রতি বছর 25 জুলাই বিশ্ব আইভিএফ দিবস পালিত হয় ৷ সাধারণ মানুষকে কৃত্রিম প্রজনন সম্পর্কে সতর্ক করতে এবং তাঁদের মন থেকে ভুল ধারণাগুলি দূর করা এই দিনটি পালনের মূল উদ্দেশ্য ৷ এই দিনটিকে বিশ্ব এমব্রায়োলজিস্ট দিবস হিসেবেও পালন করা হয় ৷ একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে আইভিএফ পদ্ধতি ৷

আরও পড়ুন: ‘বধাই হো’, বিয়ের 45 বছর পেরিয়ে মা হলেন গুজরাতের বৃদ্ধা

লক্ষ লক্ষ দম্পতি সন্তান ধারণ করতে না-পেরে কৃত্রিম প্রজননের পথ বেছে নিয়েছে ৷ তাও বহু মানুষের মধ্যে এ বিষয়ে ভুল ধারণা রয়েছে ৷ অনেক প্রশ্নও আছে ৷ একটি রিপোর্টের দাবি, বর্তমানে 50 লক্ষেরও বেশি শিশুর জন্ম হয়েছে কৃত্রিম প্রজনন বা আইভিএফের মাধ্যমে ৷

ভারতের চিকিৎসক তথা গবেষক সুভাষ মুখোপাধ্যায় আইভিএফ পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন ৷ তিনি এ বিষয়ে কাউকে জানতে দেননি ৷ তাঁর গবেষণায় 1978 সালের 3 অক্টোবর দুর্গার জন্ম হয় ৷ দুর্গার আসল নাম কানুপ্রিয়া আগরওয়াল ৷ এদিকে এর ঠিক 67 দিন আগে বিশ্বের প্রথম টেস্ট-টিউব বেবি লুইস ব্রাউনের জন্ম হয় 25 জুলাই ৷ 1977 সালের 10 নভেম্বর ব্রিটেনে লেসলি ব্রাউন নামের এক মহিলা আইভিএফ পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক প্যাট্রিক স্টেপটো এবং রবার্ট এডওয়ার্ডস ৷ এর ফসল লুইস ব্রাউন ৷ তাই মনে করা হয় বিশ্বে আইভিএফ পদ্ধতিতে প্রথম শিশুর জন্ম হয় ব্রিটেনে ৷

এদিকে প্রজনন চিকিৎসায় এই বৈপ্লবিক গবেষণার জন্য যথাযথ সম্মান পাননি বাংলার গবেষক-চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় ৷ তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের কাছে গবেষণার অন্য়তম সদস্য ডাঃ সুনীত মুখোপাধ্যায় দাবি করেন, যে বিশ্বে তাঁরাই প্রথম আইভিএফ গবেষণায় সাফল্য পেয়েছেন ৷ এই দাবি উড়িয়ে দিয়েছিল তৎকালীন সরকার গঠিত প্যানেল ৷ বিশেষজ্ঞ মহল সূত্রে জানা যায়, সরকার এবং অন্য নানা ক্ষেত্রের কাছে ডাঃ সুভাষ মুখোপাধ্যায়কে অপমানিত হতে হয়েছিল ৷ তিনি তা মেনে নিতে পারেননি ৷ 1981 সালের 19 জুন কলকাতায় তাঁর বাসভবনে আত্মহত্যা করেন ডাঃ সুভাষ মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন: দেশের প্রথম সরকারি হাসপাতালে বিনামূল্যে শুরু হচ্ছে কৃত্রিম উপায়ে সন্তান ধারণের ব্যবস্থা

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে 6 জনের মধ্যে প্রতি 1 জন প্রজনন সংক্রান্ত সমস্যায় ভুগছেন ৷ বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 17.5 শতাংশ এর শিকার, যা দুশ্চিন্তার ৷ এই অবস্থায় আইভিএফ সেই সব দম্পতিকে আশার আলো দেখাতে পেরেছে ৷ এমনকী প্রজননক্ষমতা হারিয়েছেন এমন মহিলারাও এই কৃত্রিম পদ্ধতিতে সন্তান ধারণ করতে পারেন ৷ দম্পতির মধ্যে পুরুষের প্রজননে অক্ষমতা থাকলে বা অন্য কোনও অসুবিধে থাকলেও তাঁরা সন্তান পেতে পারেন ৷

হায়দরাবাদ, 25 জুলাই: আজ বিশ্ব আইভিএফ দিবস ৷ স্বাভাবিক নিয়মে সন্তান না হলে বিকল্প উপায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন ৷ ভারতে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে প্রথম সন্তানের জন্ম হয় 1978 সালের 3 অক্টোবর ৷ এর নেপথ্যে ছিলেন চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন ডাঃ সুনীত মুখোপাধ্য়ায় ও ডাঃ সরোজ কান্তি মুখোপাধ্যায় ৷ ভারত তথা বিশ্বে ইতিহাস তৈরি করেছিলেন তিনি ৷

প্রতি বছর 25 জুলাই বিশ্ব আইভিএফ দিবস পালিত হয় ৷ সাধারণ মানুষকে কৃত্রিম প্রজনন সম্পর্কে সতর্ক করতে এবং তাঁদের মন থেকে ভুল ধারণাগুলি দূর করা এই দিনটি পালনের মূল উদ্দেশ্য ৷ এই দিনটিকে বিশ্ব এমব্রায়োলজিস্ট দিবস হিসেবেও পালন করা হয় ৷ একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে আইভিএফ পদ্ধতি ৷

আরও পড়ুন: ‘বধাই হো’, বিয়ের 45 বছর পেরিয়ে মা হলেন গুজরাতের বৃদ্ধা

লক্ষ লক্ষ দম্পতি সন্তান ধারণ করতে না-পেরে কৃত্রিম প্রজননের পথ বেছে নিয়েছে ৷ তাও বহু মানুষের মধ্যে এ বিষয়ে ভুল ধারণা রয়েছে ৷ অনেক প্রশ্নও আছে ৷ একটি রিপোর্টের দাবি, বর্তমানে 50 লক্ষেরও বেশি শিশুর জন্ম হয়েছে কৃত্রিম প্রজনন বা আইভিএফের মাধ্যমে ৷

ভারতের চিকিৎসক তথা গবেষক সুভাষ মুখোপাধ্যায় আইভিএফ পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন ৷ তিনি এ বিষয়ে কাউকে জানতে দেননি ৷ তাঁর গবেষণায় 1978 সালের 3 অক্টোবর দুর্গার জন্ম হয় ৷ দুর্গার আসল নাম কানুপ্রিয়া আগরওয়াল ৷ এদিকে এর ঠিক 67 দিন আগে বিশ্বের প্রথম টেস্ট-টিউব বেবি লুইস ব্রাউনের জন্ম হয় 25 জুলাই ৷ 1977 সালের 10 নভেম্বর ব্রিটেনে লেসলি ব্রাউন নামের এক মহিলা আইভিএফ পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক প্যাট্রিক স্টেপটো এবং রবার্ট এডওয়ার্ডস ৷ এর ফসল লুইস ব্রাউন ৷ তাই মনে করা হয় বিশ্বে আইভিএফ পদ্ধতিতে প্রথম শিশুর জন্ম হয় ব্রিটেনে ৷

এদিকে প্রজনন চিকিৎসায় এই বৈপ্লবিক গবেষণার জন্য যথাযথ সম্মান পাননি বাংলার গবেষক-চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় ৷ তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের কাছে গবেষণার অন্য়তম সদস্য ডাঃ সুনীত মুখোপাধ্যায় দাবি করেন, যে বিশ্বে তাঁরাই প্রথম আইভিএফ গবেষণায় সাফল্য পেয়েছেন ৷ এই দাবি উড়িয়ে দিয়েছিল তৎকালীন সরকার গঠিত প্যানেল ৷ বিশেষজ্ঞ মহল সূত্রে জানা যায়, সরকার এবং অন্য নানা ক্ষেত্রের কাছে ডাঃ সুভাষ মুখোপাধ্যায়কে অপমানিত হতে হয়েছিল ৷ তিনি তা মেনে নিতে পারেননি ৷ 1981 সালের 19 জুন কলকাতায় তাঁর বাসভবনে আত্মহত্যা করেন ডাঃ সুভাষ মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন: দেশের প্রথম সরকারি হাসপাতালে বিনামূল্যে শুরু হচ্ছে কৃত্রিম উপায়ে সন্তান ধারণের ব্যবস্থা

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে 6 জনের মধ্যে প্রতি 1 জন প্রজনন সংক্রান্ত সমস্যায় ভুগছেন ৷ বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 17.5 শতাংশ এর শিকার, যা দুশ্চিন্তার ৷ এই অবস্থায় আইভিএফ সেই সব দম্পতিকে আশার আলো দেখাতে পেরেছে ৷ এমনকী প্রজননক্ষমতা হারিয়েছেন এমন মহিলারাও এই কৃত্রিম পদ্ধতিতে সন্তান ধারণ করতে পারেন ৷ দম্পতির মধ্যে পুরুষের প্রজননে অক্ষমতা থাকলে বা অন্য কোনও অসুবিধে থাকলেও তাঁরা সন্তান পেতে পারেন ৷

Last Updated : Jul 25, 2023, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.