ETV Bharat / sukhibhava

Thalassemia Treatment: থ্যালাসেমিয়া চিকিৎসায় নতুন দিশা, পথ দেখাচ্ছে জিন থেরাপি

থ্যালাসেমিয়া মূলত বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ । এ রোগে আক্রান্তরা ছোট বয়স থেকেই রক্তস্বল্পতায় ভুগে থাকে । এই চিকিৎসায় নতুন দিশা ৷

Thalassemia Treatment News
থ্যালাসেমিয়া চিকিৎসায় নতুন দিশা
author img

By

Published : May 9, 2023, 10:50 AM IST

কলকাতা, 9 মে: থ্যালাসিমিয়া নাম শুনলেই ভয় হয় মানুষের । তবে সেই ব্যাধিকেও আজ জয় করা সম্ভব । মূলত রক্তের এই ব্যাধি সম্পর্কে মানুষের ধারণা অনেকটাই কম । ফলে চিকিৎসার সময় দেখা যায় বহু সমস্যা । সেই সমস্যার সমাধান দিলেন বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল সাহা । বিটা থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মেজর একটি রক্তের ব্যাধি যা হিমোগ্লোবিনের উৎপাদন হ্রাস করে । বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । আক্রান্ত ব্যক্তিদেরও লোহিত রক্তকণিকার অভাব (অ্যানিমিয়া), যা ফ্যাকাশে ত্বক, দুর্বলতা, ক্লান্তি এবং আরও গুরুতর জটিলতার কারণ হতে পারে । বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের অস্বাভাবিক রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি থাকে ।

বিটা থ্যালাসেমিয়াকে উপসর্গের তীব্রতার উপর নির্ভর করে দু'ভাগে শ্রেণিবদ্ধ করা হয়:

থ্যালাসেমিয়া মেজর (ট্রান্সফিউশন-নির্ভর থ্যালাসেমিয়া বা কুলির অ্যানিমিয়া নামেও পরিচিত) এবং থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া (যা একটি অ-ট্রান্সফিউশন-নির্ভর থ্যালাসেমিয়া)। দুই প্রকারের মধ্যে থ্যালাসেমিয়া মেজর বেশি গুরুতর ।

থ্যালাসেমিয়া মেজরের লক্ষণ ও উপসর্গ জীবনের প্রথম 2 বছরের মধ্যেই দেখা যায় । শিশুদের প্রাণঘাতী অ্যানিমিয়া হয় । তাদের ওজন বাড়ে না এবং ত্বক এবং চোখ সাদা (জন্ডিস) হতে পারে । আক্রান্তদের প্লীহা, লিভার এবং হৃদপিণ্ড বৃদ্ধি পায় । থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত কিশোর-কিশোরীর বয়ঃসন্ধি বিলম্বিত হয় ।

থ্যালাসেমিয়া মেজর রোগীদের লোহিত রক্তকণিকার সরবরাহ পুনরায় পূরণ করতে ঘন ঘন রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় । সময়ের সঙ্গে সঙ্গে, দীর্ঘস্থায়ী রক্ত সঞ্চালনের ফলে আয়রনযুক্ত হিমোগ্লোবিন শরীরে আয়রন তৈরি করতে পারে ৷ যার ফলে লিভার, হার্ট এবং হরমোনের সমস্যা হয় । এই বিষয়ে ক্লিনিক্যাল ট্রায়াল আয়োজক স্নেহেন্দু কোনার বলেন, "বর্তমানে জিন থেরাপির উপর কিছু ক্লিনিক্যাল রিসার্চ হচ্ছে যেটা থ্যালাসেমিয়া নিরাময়ের জন্য সত্যি নির্ভরযোগ্য । এই ধরনের চিকিৎসায় রোগীর স্টেম কোষে একটি সাধারণ বিটা গ্লোবিন জিন প্রবেশ করানো হয় ।"

আরও পড়ুন: ক্লান্তি থেকে শুরু করে ঘাম বা ঘনঘন বমি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে

কলকাতা, 9 মে: থ্যালাসিমিয়া নাম শুনলেই ভয় হয় মানুষের । তবে সেই ব্যাধিকেও আজ জয় করা সম্ভব । মূলত রক্তের এই ব্যাধি সম্পর্কে মানুষের ধারণা অনেকটাই কম । ফলে চিকিৎসার সময় দেখা যায় বহু সমস্যা । সেই সমস্যার সমাধান দিলেন বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল সাহা । বিটা থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মেজর একটি রক্তের ব্যাধি যা হিমোগ্লোবিনের উৎপাদন হ্রাস করে । বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । আক্রান্ত ব্যক্তিদেরও লোহিত রক্তকণিকার অভাব (অ্যানিমিয়া), যা ফ্যাকাশে ত্বক, দুর্বলতা, ক্লান্তি এবং আরও গুরুতর জটিলতার কারণ হতে পারে । বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের অস্বাভাবিক রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি থাকে ।

বিটা থ্যালাসেমিয়াকে উপসর্গের তীব্রতার উপর নির্ভর করে দু'ভাগে শ্রেণিবদ্ধ করা হয়:

থ্যালাসেমিয়া মেজর (ট্রান্সফিউশন-নির্ভর থ্যালাসেমিয়া বা কুলির অ্যানিমিয়া নামেও পরিচিত) এবং থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া (যা একটি অ-ট্রান্সফিউশন-নির্ভর থ্যালাসেমিয়া)। দুই প্রকারের মধ্যে থ্যালাসেমিয়া মেজর বেশি গুরুতর ।

থ্যালাসেমিয়া মেজরের লক্ষণ ও উপসর্গ জীবনের প্রথম 2 বছরের মধ্যেই দেখা যায় । শিশুদের প্রাণঘাতী অ্যানিমিয়া হয় । তাদের ওজন বাড়ে না এবং ত্বক এবং চোখ সাদা (জন্ডিস) হতে পারে । আক্রান্তদের প্লীহা, লিভার এবং হৃদপিণ্ড বৃদ্ধি পায় । থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত কিশোর-কিশোরীর বয়ঃসন্ধি বিলম্বিত হয় ।

থ্যালাসেমিয়া মেজর রোগীদের লোহিত রক্তকণিকার সরবরাহ পুনরায় পূরণ করতে ঘন ঘন রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় । সময়ের সঙ্গে সঙ্গে, দীর্ঘস্থায়ী রক্ত সঞ্চালনের ফলে আয়রনযুক্ত হিমোগ্লোবিন শরীরে আয়রন তৈরি করতে পারে ৷ যার ফলে লিভার, হার্ট এবং হরমোনের সমস্যা হয় । এই বিষয়ে ক্লিনিক্যাল ট্রায়াল আয়োজক স্নেহেন্দু কোনার বলেন, "বর্তমানে জিন থেরাপির উপর কিছু ক্লিনিক্যাল রিসার্চ হচ্ছে যেটা থ্যালাসেমিয়া নিরাময়ের জন্য সত্যি নির্ভরযোগ্য । এই ধরনের চিকিৎসায় রোগীর স্টেম কোষে একটি সাধারণ বিটা গ্লোবিন জিন প্রবেশ করানো হয় ।"

আরও পড়ুন: ক্লান্তি থেকে শুরু করে ঘাম বা ঘনঘন বমি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.