ETV Bharat / sukhibhava

Durga Puja Recipe: এবার পুজোয় ঘরেই বানান পনিরের সুস্বাদু পদ - Durga Puja Recipe

পনির খেতে ভালোবাসেন ? এবার পুজোয় বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু পদ (Durga Puja Recipe) ৷

Durga Puja Recipe News
এবার পুজোয় ঘরেই বানান পনিরের সুস্বাদু পদ
author img

By

Published : Sep 14, 2022, 1:19 PM IST

হায়দরাবাদ: পনির খেতে সবাই ভালোবাসে ৷ এবার বাড়িতেই বানিয়ে ফেলুন পনিরের জিভে জল আনা পদ (Durga Puja Recipe) ৷ পনিরের নানারকম পদই বেশ সুস্বাদু (Paneer at home for Puja) ৷ পনির টিক্কা, পনির মশালা, বাটার পনির, পনির কোফতা, পনির কাবাব ইত্যাদির জনপ্রিয়তা খুবই বেশি ৷ এসবই মুখে লেগে থাকার মতো ।

এটা ঠিক পনির খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যাও কম না । তবে যাঁরা চিকেন বা মাটন খান না, তাঁদের কাছে পনিরের সমস্ত পদই অমৃত । তবে আপনার ঘরে যদি কোনও অতিথি আসেন আর তিনি যদি ভেজ খান তাহলে তো আর চিন্তাই থাকে না । বাড়িতে পনির থাকলে বানিয়ে নিন সুন্দর পদ । মুডের উপরও অনেকসময় রান্নার পদ ঠিক হয় । এমন সব পরিস্থিতিতে ঘরোয়া উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের পনিরের একটি রেসিপি রেঁধে ফেলতে পারেন । দেখে নিন সেই অসাধারণ পদ ৷

আরও পড়ুন: বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন স্যুপ

উপকরণ:

এই স্পেশাল অন্য ধরনের পনির রান্না করতে গেলে ঘরোয়া কিছু উপাদানেই হবে সুস্বাদু ।

  • পনির 1 কাপ
  • দুধ 1 কাপ
  • তেল 1 টেবিলস্পুন
  • 1 চা চামচ গোটা জিরে
  • 1 চা চামচ হলুদ গুঁড়ো
  • 2টি তেজ পাতা
  • আধ চা চামচ মৌরি গুঁড়ো
  • 1 চা চামচ গরম মশলা
  • নুন স্বাদমতো
  • জাফরন এক চিমটে
  • 3টি এলাচ
  • 3টি দারুচিনি
  • 2 চা চামচ গোটা মৌরি
  • 1 চা চামচ মেথি
    Durga Puja Recipe News
    পনিরের পদ

পদ্ধতি:

  • স্পেশাল পনিরের পদ রান্না করতে গেলে প্রথমে একটি প্যানে তেল গরম করে নিন । তাতে গোটা জিরের ফোরন দিন । এরপর তাতে দুধ দিয়ে ফোটাতে দিন ।
  • দুধ ফুটতে থাকলে তাতে হলুদ গুঁড়ো, গরম মশালা পাউডার, তেজপাতা, জাফরন দিয়ে ভালো করে মিশিয়ে নিন । আঁচ কমিয়ে তাতে এবার পনিরের বড় বা মাঝারি সাইজের কিউব করে কেটে দিয়ে দিন ।
  • এরপর স্বাদমতো নুন ও পছন্দের সবজি দিয়ে দুধের মধ্যে রান্না করুন । ক্যপসিকাম, গাজর, মাশরুম দিলে ভালো হয় ৷ দুধ বেশ করে ফুটতে থাকলে বুঝবেন সব একসঙ্গে ভালো করে রান্না হচ্ছে ।
  • পনির বেশ নরম হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন । দুধের মিশ্রণটিও বেশ ঘন হয়ে এলে বুঝবেন রান্না সম্পূর্ণ হয়েছে । পাত্রে গরম গরম পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন ৷

হায়দরাবাদ: পনির খেতে সবাই ভালোবাসে ৷ এবার বাড়িতেই বানিয়ে ফেলুন পনিরের জিভে জল আনা পদ (Durga Puja Recipe) ৷ পনিরের নানারকম পদই বেশ সুস্বাদু (Paneer at home for Puja) ৷ পনির টিক্কা, পনির মশালা, বাটার পনির, পনির কোফতা, পনির কাবাব ইত্যাদির জনপ্রিয়তা খুবই বেশি ৷ এসবই মুখে লেগে থাকার মতো ।

এটা ঠিক পনির খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যাও কম না । তবে যাঁরা চিকেন বা মাটন খান না, তাঁদের কাছে পনিরের সমস্ত পদই অমৃত । তবে আপনার ঘরে যদি কোনও অতিথি আসেন আর তিনি যদি ভেজ খান তাহলে তো আর চিন্তাই থাকে না । বাড়িতে পনির থাকলে বানিয়ে নিন সুন্দর পদ । মুডের উপরও অনেকসময় রান্নার পদ ঠিক হয় । এমন সব পরিস্থিতিতে ঘরোয়া উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের পনিরের একটি রেসিপি রেঁধে ফেলতে পারেন । দেখে নিন সেই অসাধারণ পদ ৷

আরও পড়ুন: বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন স্যুপ

উপকরণ:

এই স্পেশাল অন্য ধরনের পনির রান্না করতে গেলে ঘরোয়া কিছু উপাদানেই হবে সুস্বাদু ।

  • পনির 1 কাপ
  • দুধ 1 কাপ
  • তেল 1 টেবিলস্পুন
  • 1 চা চামচ গোটা জিরে
  • 1 চা চামচ হলুদ গুঁড়ো
  • 2টি তেজ পাতা
  • আধ চা চামচ মৌরি গুঁড়ো
  • 1 চা চামচ গরম মশলা
  • নুন স্বাদমতো
  • জাফরন এক চিমটে
  • 3টি এলাচ
  • 3টি দারুচিনি
  • 2 চা চামচ গোটা মৌরি
  • 1 চা চামচ মেথি
    Durga Puja Recipe News
    পনিরের পদ

পদ্ধতি:

  • স্পেশাল পনিরের পদ রান্না করতে গেলে প্রথমে একটি প্যানে তেল গরম করে নিন । তাতে গোটা জিরের ফোরন দিন । এরপর তাতে দুধ দিয়ে ফোটাতে দিন ।
  • দুধ ফুটতে থাকলে তাতে হলুদ গুঁড়ো, গরম মশালা পাউডার, তেজপাতা, জাফরন দিয়ে ভালো করে মিশিয়ে নিন । আঁচ কমিয়ে তাতে এবার পনিরের বড় বা মাঝারি সাইজের কিউব করে কেটে দিয়ে দিন ।
  • এরপর স্বাদমতো নুন ও পছন্দের সবজি দিয়ে দুধের মধ্যে রান্না করুন । ক্যপসিকাম, গাজর, মাশরুম দিলে ভালো হয় ৷ দুধ বেশ করে ফুটতে থাকলে বুঝবেন সব একসঙ্গে ভালো করে রান্না হচ্ছে ।
  • পনির বেশ নরম হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন । দুধের মিশ্রণটিও বেশ ঘন হয়ে এলে বুঝবেন রান্না সম্পূর্ণ হয়েছে । পাত্রে গরম গরম পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.