ETV Bharat / sukhibhava

আমানতের পরিকল্পনা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ : চারটি কারণ - Investment planning

ভবিষ্যতে বিনিয়োগের কথা ভাবছেন ? নারী হিসেবে আপনিও এগিয়ে আসতে পারেন বিনিয়োগে । সাহস দিচ্ছে সুখীভব ।

আমানতের পরিকল্পনা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ : চারটি কারণ
আমানতের পরিকল্পনা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ : চারটি কারণ
author img

By

Published : Mar 8, 2021, 11:56 AM IST

মহিলারা আজ জীবনের নানা ক্ষেত্রে দ্রুত সামনের সারিতে উঠে আসছেন । বিশ্বের নানা প্রান্তে আজ কর্পোরেটের শীর্ষে আমরা দেখছি নারীদের জোরালো উপস্থিতি । অনেকেই বাণিজ্যে উদ্যোগী হচ্ছেন, অনেকে আবার সফল অ্যাথলিট । যেখানে আজ মধ্যবিত্ত পরিবারে দুজনে উপার্জন করাটাই ক্রমশ রীতি হয়ে দাঁড়াচ্ছে, সেখানে মহিলারা আরও বেশি সংখ্যায় শ্রমশক্তির অন্তর্ভূক্ত হচ্ছেন । যেখানে নারীরা আজ আয়ের পথ তৈরিতে নিজেদের যোগদান রাখছেন, আমি মনে করি যে আজ দীর্ঘমেয়াদী লক্ষ্য ও স্বপ্নপূরণের জন্য নারীদের মনোযোগ দিতে হবে তাঁদের অর্থাগমের দিকে ।

চারটি কারণ বলা হল, যাতে বোঝা যায় যে বিনিয়োগের পরিকল্পনা কেন আজকের নারীর জন্য গুরুত্বপূর্ণ ।

১. এতে অর্থনৈতিক স্বাধীনতা আসে

আর্থিক স্বাধীনতা অর্থনৈতিক স্বনির্ভরতার পথে নিয়ে যায় । যে নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেন, তাঁদের অর্থনৈতিক চাহিদা পূরণে নিজেদেরই সক্ষম হতে হবে । তার জন্য তাঁকে সঠিক বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে সম্পত্তি নির্মাণ করতে হবে ।

আর্থিক অবস্থা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও সময়সীমার ভিত্তিতে মহিলারা বহু ধরণের বিনিয়োগের বিকল্প বেছে নিতে পারেন, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে তাঁদের সম্পত্তির বৃদ্ধি হবে ।

মূল নিয়ম অনুযায়ী, আগেভাগে সুবিধা পেতে হলে তাড়াতাড়ি শুরুটাও হওয়া দরকার ।

আরও পড়ুন : নারীদিবসের ডায়রি 2021 : পরদায় নারীশক্তির উদযাপন

২. এটা নারীদের জীবনের লক্ষ্যপূরণ করতে সাহায্য করে

আজ নারীদের ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে বহু লক্ষ্য রয়েছে । সেটা বিশ্বভ্রমণ থেকে শুরু করে নিজের ব্যবসা শুরু করাও হতে পারে । আর এই সব লক্ষ্যপূরণের জন্য দরকার পর্যাপ্ত অর্থ, যে ব্যাপারে সাহায্য করতে পারে বিনিয়োগ পরিকল্পনা ।

সঠিক পরিকল্পনার মাধ্যমে নারীরা নির্দিষ্ট সময়ে তাঁদের লক্ষ্য পূরণ করতে পারেন। নিজেদের স্বপ্নপূরণের জন্য তাঁদের কারও মুখাপেক্ষী হওয়ারও প্রয়োজন নেই ।

৩.কেরিয়ারের বিরতিতে এটা কাজে লাগে

এটা অস্বীকার করার উপায় নেই যে পুরুষদের তুলনায় মহিলারা কেরিয়ারের মাঝে বেশি ব্রেক নেন । সেটা জীবনের নানা পর্যায়ে হতে পারে, যখন তাঁদের সন্তানের জন্ম হয়, অথবা যখন তাঁদের স্বামীরা এক শহর থেকে অন্য শহরে বদলি হন । সাম্প্রতিক কালে মহিলারা তাঁদের পেশাগত দক্ষতা বাড়াতে বা আরও শিক্ষালাভের জন্যও কেরিয়ারে বিরতি নিচ্ছেন ।

কেরিয়ারে ব্রেকের অর্থ, রোজগারেও বিরতি । এইরকম পরিস্থিতিতে সঞ্চয় এবং বিনিয়োগ থেকে পাওয়া অর্থ কাজে আসে ।

৪. অবসরের জন্যও এটা গুরুত্বপূর্ণ

এটা কোনও গোপন কথা নয় যে, গড়ে মহিলারা পুরুষদের থেকে বেশিদিন দীর্ঘজীবী হন । কিন্তু গৃহবধূ এবং কর্মরতা, দুধরণের মহিলারা প্রায়শই অবসরের সময় আর্থিক নিরাপত্তার জন্য তাঁদের স্বামীদের ওপর নির্ভর করেন ।

কিন্তু সঠিক বিনিয়োগ পরিকল্পনার সাহায্যে, মহিলারা সহজেই তাঁদের অবসরেরর বছরগুলোকে স্বচ্ছন্দ্য করে তুলতে পারেন ।

( লিখেছেন রেশমা বান্দা, হেড-ইকুইটি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-ইনভেস্টমেন্ট, বাজাজ আলিয়াঁজ লাইফ । মতামত লেখকের ব্যক্তিগত )

মহিলারা আজ জীবনের নানা ক্ষেত্রে দ্রুত সামনের সারিতে উঠে আসছেন । বিশ্বের নানা প্রান্তে আজ কর্পোরেটের শীর্ষে আমরা দেখছি নারীদের জোরালো উপস্থিতি । অনেকেই বাণিজ্যে উদ্যোগী হচ্ছেন, অনেকে আবার সফল অ্যাথলিট । যেখানে আজ মধ্যবিত্ত পরিবারে দুজনে উপার্জন করাটাই ক্রমশ রীতি হয়ে দাঁড়াচ্ছে, সেখানে মহিলারা আরও বেশি সংখ্যায় শ্রমশক্তির অন্তর্ভূক্ত হচ্ছেন । যেখানে নারীরা আজ আয়ের পথ তৈরিতে নিজেদের যোগদান রাখছেন, আমি মনে করি যে আজ দীর্ঘমেয়াদী লক্ষ্য ও স্বপ্নপূরণের জন্য নারীদের মনোযোগ দিতে হবে তাঁদের অর্থাগমের দিকে ।

চারটি কারণ বলা হল, যাতে বোঝা যায় যে বিনিয়োগের পরিকল্পনা কেন আজকের নারীর জন্য গুরুত্বপূর্ণ ।

১. এতে অর্থনৈতিক স্বাধীনতা আসে

আর্থিক স্বাধীনতা অর্থনৈতিক স্বনির্ভরতার পথে নিয়ে যায় । যে নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেন, তাঁদের অর্থনৈতিক চাহিদা পূরণে নিজেদেরই সক্ষম হতে হবে । তার জন্য তাঁকে সঠিক বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে সম্পত্তি নির্মাণ করতে হবে ।

আর্থিক অবস্থা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও সময়সীমার ভিত্তিতে মহিলারা বহু ধরণের বিনিয়োগের বিকল্প বেছে নিতে পারেন, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে তাঁদের সম্পত্তির বৃদ্ধি হবে ।

মূল নিয়ম অনুযায়ী, আগেভাগে সুবিধা পেতে হলে তাড়াতাড়ি শুরুটাও হওয়া দরকার ।

আরও পড়ুন : নারীদিবসের ডায়রি 2021 : পরদায় নারীশক্তির উদযাপন

২. এটা নারীদের জীবনের লক্ষ্যপূরণ করতে সাহায্য করে

আজ নারীদের ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে বহু লক্ষ্য রয়েছে । সেটা বিশ্বভ্রমণ থেকে শুরু করে নিজের ব্যবসা শুরু করাও হতে পারে । আর এই সব লক্ষ্যপূরণের জন্য দরকার পর্যাপ্ত অর্থ, যে ব্যাপারে সাহায্য করতে পারে বিনিয়োগ পরিকল্পনা ।

সঠিক পরিকল্পনার মাধ্যমে নারীরা নির্দিষ্ট সময়ে তাঁদের লক্ষ্য পূরণ করতে পারেন। নিজেদের স্বপ্নপূরণের জন্য তাঁদের কারও মুখাপেক্ষী হওয়ারও প্রয়োজন নেই ।

৩.কেরিয়ারের বিরতিতে এটা কাজে লাগে

এটা অস্বীকার করার উপায় নেই যে পুরুষদের তুলনায় মহিলারা কেরিয়ারের মাঝে বেশি ব্রেক নেন । সেটা জীবনের নানা পর্যায়ে হতে পারে, যখন তাঁদের সন্তানের জন্ম হয়, অথবা যখন তাঁদের স্বামীরা এক শহর থেকে অন্য শহরে বদলি হন । সাম্প্রতিক কালে মহিলারা তাঁদের পেশাগত দক্ষতা বাড়াতে বা আরও শিক্ষালাভের জন্যও কেরিয়ারে বিরতি নিচ্ছেন ।

কেরিয়ারে ব্রেকের অর্থ, রোজগারেও বিরতি । এইরকম পরিস্থিতিতে সঞ্চয় এবং বিনিয়োগ থেকে পাওয়া অর্থ কাজে আসে ।

৪. অবসরের জন্যও এটা গুরুত্বপূর্ণ

এটা কোনও গোপন কথা নয় যে, গড়ে মহিলারা পুরুষদের থেকে বেশিদিন দীর্ঘজীবী হন । কিন্তু গৃহবধূ এবং কর্মরতা, দুধরণের মহিলারা প্রায়শই অবসরের সময় আর্থিক নিরাপত্তার জন্য তাঁদের স্বামীদের ওপর নির্ভর করেন ।

কিন্তু সঠিক বিনিয়োগ পরিকল্পনার সাহায্যে, মহিলারা সহজেই তাঁদের অবসরেরর বছরগুলোকে স্বচ্ছন্দ্য করে তুলতে পারেন ।

( লিখেছেন রেশমা বান্দা, হেড-ইকুইটি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-ইনভেস্টমেন্ট, বাজাজ আলিয়াঁজ লাইফ । মতামত লেখকের ব্যক্তিগত )

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.