ETV Bharat / sukhibhava

Usage of INO therapy in COVID Treatment: করোনার জন্য ব্রহ্মাস্ত্র নতুন আইএনও থেরাপি, বলছেন ভারতীয় গবেষকরা - iNO therapy can be game changer in the fight against the pandemic

কোভিডের চিকিৎসার ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে নতুন ইনহেল নাইট্রিক অক্সাইড থেরাপি (Inhaling Nitric Oxide can be effective against SARS CoV 2 virus) ৷ এমনটাই বলছেন ভারতীয় চিকিৎসক এবং বিজ্ঞানীরা ৷

Usage of iNO therapy in COVID Treatment
করোনার জন্য ব্রহ্মাস্ত্র নতুন আইএনও থেরাপি বলছেন ভারতীয় গবেষকরা
author img

By

Published : Feb 5, 2022, 2:41 PM IST

কোচির অমৃতা হাসপাতালের বেশ কিছু চিকিৎসক এবং অমৃতা বিশ্ব বিদ্যাপীঠের স্কুল অফ বায়োটেকনোলজির বিজ্ঞানীদের সার্স কোভ-2 সংক্রান্ত গবেষণার ফল এবার সামনে নিয়ে এল একটি নয়া তথ্য ৷ তাঁদের লক্ষ্য ছিল, সার্স কোভ-2 ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেতে নাইট্রিক অক্সাইডের কোনও ভূমিকা আছে কী না তা খুঁজে বের করা ৷ গবেষকদের দাবি, যে সমস্ত করোনা রোগীদের জন্য় ইনহেল নাইট্রিক অক্সাইড থেরাপি বা আইএনও থেরাপি ব্যবহার করা হয়েছে, তাঁরা সাধরণের তুলনায় দ্রুত সেরে উঠেছেন ৷ শুধু তাই নয়, এক্ষেত্রে একজন রোগীও এখনও মারা যাননি ৷

এই অভিনব চিকিৎসার ধারণা কোথা থেকে এল, তা বলতে গিয়ে অমৃতা স্কুল অফ বায়োটেকনোলজির লাইফ সায়েন্সের ডিন বিপিন নায়ার জানান, তাঁদের লক্ষ্য ছিল এটা খুঁজে বের করা যে, সার্স কোভ-2-এর সংক্রমণের চিকিৎসায় কোনওভাবে নাইট্রিক অক্সাইড ব্যবহার করা যায় কী না ৷ কারণ এর আগেই সুইডিশ একটি গবেষক দল জানিয়েছিলেন, সার্স কোভ-2-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অস্ত্র হতে পারে নাইট্রিক অক্সাইড ৷ এটি এমন কিছু বায়োকেমিক্যাল পরিবর্তন ঘটায় যা ভাইরাসের স্পাইক প্রোটিনকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে ৷

নায়ার বলেন, "এই প্রোটিনটিই আমাদের শরীরের রিসেপ্টর এবং ইমিউন সিস্টেমের সঙ্গে মিথক্রিয়া করে বিপর্যয় সৃষ্টি করে ৷ বলা যেতে পারে এই স্পাইক প্রোটিনই হল প্রধান অপরাধী ৷" সবদিক বিবেচনা করার পর অমৃতা হাসপাতালের 25 জন করোনা রোগীকে বেছে নিয়ে তাঁদের দু‘টি বিভাগে ভাগ করে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন গবেষকরা ৷ প্রথম 14 জনকে দেওয়া হয় আইএনও থেরাপি, আর অন্যদের ক্ষেত্রে চলতে থাকে সাধারণ চিকিৎসা ৷ দেখা গিয়েছে, যাঁরা আইএনও থেরাপি পেয়েছেন তাঁরা অনেক দ্রুত সুস্থতার পথে অগ্রসর হচ্ছেন ৷

আরও পড়ুন:রোজকার এক্সারসাইজ আপনাকে মুক্তি দিতে পারে চোখের সমস্যা থেকেও, বলছে গবেষণা

গবেষকদের মতে, ওমিক্রনের বিরুদ্ধেও এটি খুবই কার্যকরী চিকিৎসা হিসাবে বিবেচিত হতে পারে ৷ অমৃতা স্কুল অফ বায়োটেকনোলজির গীতা কুমারের মতে কোভিডের চিকিৎসার ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে এই পদ্ধতি ৷ কারণ এতে খরচ যেমন কম, তেমনি এই পদ্ধতি দ্রুত কাজ করে (iNO therapy can be game changer in the fight against the pandemic) ৷ বিশেষত যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সময় ভাইরাসের সংস্পর্শে আসছেন, তাঁরা এটি সহজেই ব্যবহার করতে পারেন ৷ অমৃতা হাসপাতালের গবেষকরা এবার এই চিকিৎসা পদ্ধতিটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চান যাতে তাঁরা আরও ব্য়পকভাবে আইএনও থেরাপি ব্য়বহার করতে পারেন ৷

কোচির অমৃতা হাসপাতালের বেশ কিছু চিকিৎসক এবং অমৃতা বিশ্ব বিদ্যাপীঠের স্কুল অফ বায়োটেকনোলজির বিজ্ঞানীদের সার্স কোভ-2 সংক্রান্ত গবেষণার ফল এবার সামনে নিয়ে এল একটি নয়া তথ্য ৷ তাঁদের লক্ষ্য ছিল, সার্স কোভ-2 ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেতে নাইট্রিক অক্সাইডের কোনও ভূমিকা আছে কী না তা খুঁজে বের করা ৷ গবেষকদের দাবি, যে সমস্ত করোনা রোগীদের জন্য় ইনহেল নাইট্রিক অক্সাইড থেরাপি বা আইএনও থেরাপি ব্যবহার করা হয়েছে, তাঁরা সাধরণের তুলনায় দ্রুত সেরে উঠেছেন ৷ শুধু তাই নয়, এক্ষেত্রে একজন রোগীও এখনও মারা যাননি ৷

এই অভিনব চিকিৎসার ধারণা কোথা থেকে এল, তা বলতে গিয়ে অমৃতা স্কুল অফ বায়োটেকনোলজির লাইফ সায়েন্সের ডিন বিপিন নায়ার জানান, তাঁদের লক্ষ্য ছিল এটা খুঁজে বের করা যে, সার্স কোভ-2-এর সংক্রমণের চিকিৎসায় কোনওভাবে নাইট্রিক অক্সাইড ব্যবহার করা যায় কী না ৷ কারণ এর আগেই সুইডিশ একটি গবেষক দল জানিয়েছিলেন, সার্স কোভ-2-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অস্ত্র হতে পারে নাইট্রিক অক্সাইড ৷ এটি এমন কিছু বায়োকেমিক্যাল পরিবর্তন ঘটায় যা ভাইরাসের স্পাইক প্রোটিনকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে ৷

নায়ার বলেন, "এই প্রোটিনটিই আমাদের শরীরের রিসেপ্টর এবং ইমিউন সিস্টেমের সঙ্গে মিথক্রিয়া করে বিপর্যয় সৃষ্টি করে ৷ বলা যেতে পারে এই স্পাইক প্রোটিনই হল প্রধান অপরাধী ৷" সবদিক বিবেচনা করার পর অমৃতা হাসপাতালের 25 জন করোনা রোগীকে বেছে নিয়ে তাঁদের দু‘টি বিভাগে ভাগ করে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন গবেষকরা ৷ প্রথম 14 জনকে দেওয়া হয় আইএনও থেরাপি, আর অন্যদের ক্ষেত্রে চলতে থাকে সাধারণ চিকিৎসা ৷ দেখা গিয়েছে, যাঁরা আইএনও থেরাপি পেয়েছেন তাঁরা অনেক দ্রুত সুস্থতার পথে অগ্রসর হচ্ছেন ৷

আরও পড়ুন:রোজকার এক্সারসাইজ আপনাকে মুক্তি দিতে পারে চোখের সমস্যা থেকেও, বলছে গবেষণা

গবেষকদের মতে, ওমিক্রনের বিরুদ্ধেও এটি খুবই কার্যকরী চিকিৎসা হিসাবে বিবেচিত হতে পারে ৷ অমৃতা স্কুল অফ বায়োটেকনোলজির গীতা কুমারের মতে কোভিডের চিকিৎসার ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে এই পদ্ধতি ৷ কারণ এতে খরচ যেমন কম, তেমনি এই পদ্ধতি দ্রুত কাজ করে (iNO therapy can be game changer in the fight against the pandemic) ৷ বিশেষত যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সময় ভাইরাসের সংস্পর্শে আসছেন, তাঁরা এটি সহজেই ব্যবহার করতে পারেন ৷ অমৃতা হাসপাতালের গবেষকরা এবার এই চিকিৎসা পদ্ধতিটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চান যাতে তাঁরা আরও ব্য়পকভাবে আইএনও থেরাপি ব্য়বহার করতে পারেন ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.