হায়দরাবাদ: ত্বকের যত্নে অ্যালোভেরার গুণাগুণ অস্বীকার করা যায় না ৷ উজ্জ্বলতা আনতে, ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করতে অ্যালোভেরার একাধিক গুণ রয়েছে ৷ তাই ত্বক ভালো রাখতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অ্যালোভেরা ফেসপ্যাক জেল ৷ কীভাবে বানাবেন, রইল সহজ উপায় ৷
উজ্জ্বল ত্বকের জন্য অ্যালোভেরা ফেস মাস্ক
1) ত্বক চর্চায় হলুদের উপকারিতা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ তাতে যদি মেশান একটু অ্যালোভেরা, তাতে বিবর্ণ ত্বকে উজ্জ্বলতা আনতে খুব বেশি কষ্ট করতে হবে না ৷ হলুদ ও অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক তৈরি করুন এই ভাবে ৷ প্রথমে একটি পাত্রে 2-3 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ মধু এবং আধা চা চামচ হলুদ মেশাল। মাস্কটি আপনার মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। সপ্তাহে দু'বার ব্যবহার করলেই পার্থক্যটা বুঝতে পারবেন ৷ পাশাপাশি, ত্বক ময়েশ্চারাইজ করতে মাস্কে ব্যবহার করতে পারেন মধুও ৷
2) উজ্জ্বল ত্বক চান না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ৷ তাই উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরা জেলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার বা নিম পাতা বেটে মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন ৷
3) ভিটামিন-ই ক্যাপসুল ত্বকের জন্য ভীষণ উপকারী। অ্যালোভেরা জেলে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে ফেস মাস্ক তৈরি করতে পারেন। এই ফেস মাস্ক অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ, যা মুখের যে কোনও দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও, মুখে ভিটামিন ই ব্যবহার করলে ত্বক মসৃণ হওয়ার পাশাপাশি উজ্জ্বল দেখাবে।
4) অ্যালোভেরা জেলের সঙ্গে গাজর মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি সুস্থ থাকবে। অ্যালোভেরা জেল এবং গাজর দিয়ে ফেস মাস্ক তৈরি করতে গাজর মিক্সিতে বেটে নিন ৷ তাতে মেশান 1 চামচ অ্যালোভেরা জেল ৷ মেশাল ডিমের সাদা কুসুম ৷ ভালোভাবে মিশিয়ে ঘাড়ে-মুখে ব্যবহার করুন ৷ কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে নিন উষ্ণ জলে ৷
(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)
আরও পড়ুন: বায়ু দূষণ থেকে ফুসফুস-হার্টকে নিরাপদ রাখতে ডায়েটে রাখুন এই খাবারগুলি