ETV Bharat / sukhibhava

Hair Growth: চুল হবে ঘন, বাড়বে দ্রুত, প্রতিদিন ব্যবহার করুন ভেষজ এই উদ্ভিদ - চুল পড়ার সমস্যা

চুল পড়ার সমস্যা নিত্ত নৈমিত্তিক ব্যাপার ৷ আবার অনেকের চুল কম পড়লেও তা থাকে পাতলা ৷ আবার কেউ বলেন, নতুন চুল গজাচ্ছে না ৷ সমস্যার সমাধান সম্ভব ভেষজ উপায়ে ৷ ব্যবহার করুন এই ভেষজ উদ্ভিদ যা নতুন চুল গজাতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ উপকারী ৷

Etv Bharat
ভেষজ উদ্ভিদের ব্যবহারে চুল বাড়বে দ্রুত
author img

By

Published : Aug 6, 2023, 10:38 PM IST

হায়দরাবাদ: চুল পড়ার সমস্যায় ভোগেন না এমন একজনকে খুঁজে পাওয়া মুশকিল ৷ মানসিক চাপ , দূষণের পাশাপাশি রোজনামচা অভ্যাস অনেক সময় চুল পড়ার কারণ হিসাবে দেখা দেয় ৷ তা রোধ করতে প্রাকৃতিক উপায়ে বা চিকিৎসার মাধ্যম বেছে নেওয়া হয় ৷ তবে চুল যে হারে পড়ে, তেমন যদি চুল গজাতে থাকে, তাহলে কেমন হয়? আসলে চুল যেমন প্রতিদিন পড়ে তেমনি প্রতিদিন নতুন উৎপন্ন হয় ৷ সেই হার বাড়তে পারে যদি এই উপায় মেনে চলেন ৷ এমন কিছু ভেষজ উদ্ভিদ রয়েছে, যার ব্যবহারে চুল বাড়বে দ্রুত, হবে ঘন ৷

জবা- চুলের যত্নে জবা ফুল ভীষণ উপকারী ৷ ঝলমলে চুলের পাশাপাশি, জবা চুলের ফলিকলকে উদ্দীপিত করতে, তার আকার বাড়াতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

রোজমেরি বা গুল মেহেন্দি- ভেষজ এই উদ্ভিদে রয়েছে আর্সোলিক অ্যাসিড যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালনে সাহায্য করে ৷ মাথায় চুলকানি, চুল পড়া যেমন কমায়, তেমনি চুল বাড়তেও সাহায্য করে ৷ পাশাপাশি, নতুন চুলও তৈরি হয় এই ভেষজ উদ্ভিদের ব্যবহারের ফলে ৷

ব্রাহ্মী- যাকে বাকোপাও বলা হয়, আয়ুর্বেদ চিকিৎসায় এই গুণ অনেকখানি ৷ চুলের বৃদ্ধির জন্য দায়ী অ্যালকালয়েড প্রোটিন পাওয়া যায় ব্রাহ্মী পাতার মাধ্যমে ৷ তাই এই পাতা খাওয়ার পাশাপাশি তেল বানিয়ে চুলের জন্য ব্যবহার করুন ৷ ফল পাওয়া যাবে তাড়াতাড়ি ৷

ল্যাভেন্ডার- চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও চুলের বৃদ্ধিতে ল্যাভেন্ডার ভীষণ উপযোগী ভেষজ উদ্ভিদ ৷ চুল ঝড়া থেকেও রক্ষা করে ল্যাভেন্ডার তেল ৷

কোট বোতাম বা ট্রিড্যাক্স প্রোকামবেন্স প্ল্যান্ট- এটি একটি লতানো আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ ৷ এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং চুলের বৃদ্ধিতে এই উদ্ভিদের গুণাগুণ চোখে পড়ার মতো ৷

অ্যালোভেরা- অ্যালোভেরা জেল চুলের বৃদ্ধিতে ভীষণ উপকারী ৷ এটি চুলের গোড়ার মৃত কোষ দূর করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে ৷

জটামানসি- দ্রুত চুল গজাতে জটামানসী ব্যবহার করে দেখতে পারেন ৷ খুব তাড়াতাড়ি উপকার পাবেন ৷ ভেষজ এই উদ্ভিদের তেল ব্যবহার করুন প্রতিদিন রাতে শোবার আগে ৷

আরও পড়ুন: রোজ জাঙ্ক ফুড খাচ্ছেন ? ডেকে আনছেন নিজের বিপদ

জিনসেং- চুলের স্বাস্থ্যের জন্য জিনসেং ব্যবহার করতে পারেন ৷ এর ফলে যেমন চুলের বৃদ্ধি ঘটবে তেমনি, নতুন চুল গজাতেও সাহায্য করবে ভেষজ এই উদ্ভিদ ৷

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: চুল পড়ার সমস্যায় ভোগেন না এমন একজনকে খুঁজে পাওয়া মুশকিল ৷ মানসিক চাপ , দূষণের পাশাপাশি রোজনামচা অভ্যাস অনেক সময় চুল পড়ার কারণ হিসাবে দেখা দেয় ৷ তা রোধ করতে প্রাকৃতিক উপায়ে বা চিকিৎসার মাধ্যম বেছে নেওয়া হয় ৷ তবে চুল যে হারে পড়ে, তেমন যদি চুল গজাতে থাকে, তাহলে কেমন হয়? আসলে চুল যেমন প্রতিদিন পড়ে তেমনি প্রতিদিন নতুন উৎপন্ন হয় ৷ সেই হার বাড়তে পারে যদি এই উপায় মেনে চলেন ৷ এমন কিছু ভেষজ উদ্ভিদ রয়েছে, যার ব্যবহারে চুল বাড়বে দ্রুত, হবে ঘন ৷

জবা- চুলের যত্নে জবা ফুল ভীষণ উপকারী ৷ ঝলমলে চুলের পাশাপাশি, জবা চুলের ফলিকলকে উদ্দীপিত করতে, তার আকার বাড়াতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

রোজমেরি বা গুল মেহেন্দি- ভেষজ এই উদ্ভিদে রয়েছে আর্সোলিক অ্যাসিড যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালনে সাহায্য করে ৷ মাথায় চুলকানি, চুল পড়া যেমন কমায়, তেমনি চুল বাড়তেও সাহায্য করে ৷ পাশাপাশি, নতুন চুলও তৈরি হয় এই ভেষজ উদ্ভিদের ব্যবহারের ফলে ৷

ব্রাহ্মী- যাকে বাকোপাও বলা হয়, আয়ুর্বেদ চিকিৎসায় এই গুণ অনেকখানি ৷ চুলের বৃদ্ধির জন্য দায়ী অ্যালকালয়েড প্রোটিন পাওয়া যায় ব্রাহ্মী পাতার মাধ্যমে ৷ তাই এই পাতা খাওয়ার পাশাপাশি তেল বানিয়ে চুলের জন্য ব্যবহার করুন ৷ ফল পাওয়া যাবে তাড়াতাড়ি ৷

ল্যাভেন্ডার- চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও চুলের বৃদ্ধিতে ল্যাভেন্ডার ভীষণ উপযোগী ভেষজ উদ্ভিদ ৷ চুল ঝড়া থেকেও রক্ষা করে ল্যাভেন্ডার তেল ৷

কোট বোতাম বা ট্রিড্যাক্স প্রোকামবেন্স প্ল্যান্ট- এটি একটি লতানো আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ ৷ এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং চুলের বৃদ্ধিতে এই উদ্ভিদের গুণাগুণ চোখে পড়ার মতো ৷

অ্যালোভেরা- অ্যালোভেরা জেল চুলের বৃদ্ধিতে ভীষণ উপকারী ৷ এটি চুলের গোড়ার মৃত কোষ দূর করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে ৷

জটামানসি- দ্রুত চুল গজাতে জটামানসী ব্যবহার করে দেখতে পারেন ৷ খুব তাড়াতাড়ি উপকার পাবেন ৷ ভেষজ এই উদ্ভিদের তেল ব্যবহার করুন প্রতিদিন রাতে শোবার আগে ৷

আরও পড়ুন: রোজ জাঙ্ক ফুড খাচ্ছেন ? ডেকে আনছেন নিজের বিপদ

জিনসেং- চুলের স্বাস্থ্যের জন্য জিনসেং ব্যবহার করতে পারেন ৷ এর ফলে যেমন চুলের বৃদ্ধি ঘটবে তেমনি, নতুন চুল গজাতেও সাহায্য করবে ভেষজ এই উদ্ভিদ ৷

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.