ETV Bharat / sukhibhava

Health Tips For Married Woman: বিয়ের পর নিয়মিত যৌনমিলনে মোটা হন মহিলারা? দাবি খারিজ গবেষণায় - বিয়ের পর সেক্স করলে মোটা হয় মেয়েরা ধারণা ভুল

বিয়ের পর সঙ্গমে করলে মহিলারা মোটা হয়ে যান এমন ধারনা ভুল বলে দাবি করল সাম্প্রতিক গবেষণা । জানা গিয়েছে এই বিশেষ সময়ে মেয়েদের মোটা হওয়ার পিছনে রয়েছে অন্য কারণ (Important Health Tips) ৷ জানুন ৷

Health News
বিয়ের পর প্রতিনিয়ত যৌনমিলনে মোটা হয় মেয়েরা ধারণা ভুল
author img

By

Published : Sep 7, 2022, 12:56 PM IST

হায়দরাবাদ: একটা ধারণা সবার মনে রয়ে গিয়েছে যে বিয়ের পরে সঙ্গম মেয়েদের ওজন বাড়িয়ে তোলে (Girls get fat if they have sex after marriage) ৷ অনেকেই মনে করেন প্রতিনিয়ত যৌনমিলন করলে মোটা হওয়ার সম্ভবনা থাকে ৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধারনা একেবারেই ভুল এবং সম্পূর্ণ অবৈজ্ঞানিক । নিয়মিত যৌনমিলন করার সঙ্গে মোটা হওয়ার কোনও সম্পর্ক নেই ।

তাহলে আসল কারণটা কী ? বিয়ের পর অনেকেই মোটা হয়ে যান এই কথাটা অনেকক্ষেত্রেই সত্য । তবে এর পিছনে কারণ হল কারণ হল হরমোনাল পরিবর্তন ৷ তার জেরে বিয়ের পর মেয়েদের শরীর ভারী হয়ে যায় । তবে গবেষণা বলছে এভাবে মোটা হলে মানসিক সন্তুষ্টিও পাওয়া যায়। সুখী দাম্পত্য জীবনের নিরাপত্তা থেকে শুরু করে শারীরিক সুখের অনুভূতিতে মন তরতাজা থাকে । আর এতেই আসে মানসিক শান্তি । যারফলে ওজন বৃদ্ধি হয় । মানষিক দুশ্চিন্তা না থাকলে শরীরের স্বাস্থ্যও ফিরে আসে ৷ এছাড়াও রয়েছে খাওয়া-দাওয়ার বিষয়টি সমীক্ষা বলছে, সিঙ্গল মানুষরা পরিমাণে কম খান । কিন্তু বিবাহিত জীবনে বাড়তি খাওয়া-দাওয়ার একটা চল রয়েছে । মোটা হওয়ার সেটাও একটা কারণ । নতুন বিয়ে হওয়ার ফলে বিভিন্ন জায়গায় খেতে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় অনেকের মধ্যেই । আর তার জেরেই শরীরে মেদের সৃষ্টি হয় ৷

আরও পড়ুন: প্রথমবার যৌনমিলনের মুহূর্তে মনে রাখুন এই কয়েকটি টিপস, ভুলবেন না কিন্তু

বিয়ের পর মেয়েদের মোটা হওয়ার আরও একটি কারণ হল প্রেগনেন্সি । অন্তঃসত্ত্বা হওয়ার পর মেয়েদের শরীরে নানারকম বদল আসতে থাকে । ফলে অনেকেই এইসময় মোটা হয়ে যান । পরিশেষে বলা যায়, সঙ্গম করলে মোটা হওয়ার ধারণা সম্পূর্ণ ভুল । বরং নিয়মিত শারীরিক সম্পর্কে ওজন কিছুটা হলেও কমে ৷

হায়দরাবাদ: একটা ধারণা সবার মনে রয়ে গিয়েছে যে বিয়ের পরে সঙ্গম মেয়েদের ওজন বাড়িয়ে তোলে (Girls get fat if they have sex after marriage) ৷ অনেকেই মনে করেন প্রতিনিয়ত যৌনমিলন করলে মোটা হওয়ার সম্ভবনা থাকে ৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধারনা একেবারেই ভুল এবং সম্পূর্ণ অবৈজ্ঞানিক । নিয়মিত যৌনমিলন করার সঙ্গে মোটা হওয়ার কোনও সম্পর্ক নেই ।

তাহলে আসল কারণটা কী ? বিয়ের পর অনেকেই মোটা হয়ে যান এই কথাটা অনেকক্ষেত্রেই সত্য । তবে এর পিছনে কারণ হল কারণ হল হরমোনাল পরিবর্তন ৷ তার জেরে বিয়ের পর মেয়েদের শরীর ভারী হয়ে যায় । তবে গবেষণা বলছে এভাবে মোটা হলে মানসিক সন্তুষ্টিও পাওয়া যায়। সুখী দাম্পত্য জীবনের নিরাপত্তা থেকে শুরু করে শারীরিক সুখের অনুভূতিতে মন তরতাজা থাকে । আর এতেই আসে মানসিক শান্তি । যারফলে ওজন বৃদ্ধি হয় । মানষিক দুশ্চিন্তা না থাকলে শরীরের স্বাস্থ্যও ফিরে আসে ৷ এছাড়াও রয়েছে খাওয়া-দাওয়ার বিষয়টি সমীক্ষা বলছে, সিঙ্গল মানুষরা পরিমাণে কম খান । কিন্তু বিবাহিত জীবনে বাড়তি খাওয়া-দাওয়ার একটা চল রয়েছে । মোটা হওয়ার সেটাও একটা কারণ । নতুন বিয়ে হওয়ার ফলে বিভিন্ন জায়গায় খেতে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় অনেকের মধ্যেই । আর তার জেরেই শরীরে মেদের সৃষ্টি হয় ৷

আরও পড়ুন: প্রথমবার যৌনমিলনের মুহূর্তে মনে রাখুন এই কয়েকটি টিপস, ভুলবেন না কিন্তু

বিয়ের পর মেয়েদের মোটা হওয়ার আরও একটি কারণ হল প্রেগনেন্সি । অন্তঃসত্ত্বা হওয়ার পর মেয়েদের শরীরে নানারকম বদল আসতে থাকে । ফলে অনেকেই এইসময় মোটা হয়ে যান । পরিশেষে বলা যায়, সঙ্গম করলে মোটা হওয়ার ধারণা সম্পূর্ণ ভুল । বরং নিয়মিত শারীরিক সম্পর্কে ওজন কিছুটা হলেও কমে ৷

For All Latest Updates

TAGGED:

Health
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.