ETV Bharat / sukhibhava

Hair Care Tips: আপনার কি তৈলাক্ত চুল ? দেখে নিন মুক্তির উপায় - Hair Tips

তৈলাক্ত চুলের হাত থেকে রক্ষা পেতে কী করবেন (Hair Care Tips) ? রইল কিছু টিপস ।

Hair Tips News
আপনার কী তৈলাক্ত চুল ? দেখে নিন মুক্তির উপায়
author img

By

Published : Aug 31, 2022, 6:04 PM IST

হায়দরাবাদ: ত্বকের মতো চুল ভালো রাখাও খুব গুরুত্বপূর্ণ । আর চুলের যত্ন নিতে সময় সুষম খাদ্যের ভীষণ জরুরি (Hair Tips)। তারসঙ্গে চুলের ধরণ বুঝে সঠিক প্রোডাক্টও ব্যবহার করতে হবে । তৈলাক্ত চুল ভালো রাখা যদিও খুব কঠিন (Follow This Tips For Oily Hair)। আবার তৈলাক্ত চুলে তেল দেওয়াও যায় না । ফলে বিভিন্ন সমস্যা দেখা যায় ৷ দেখে নিন তৈলাক্ত চুলকে কীভাবে যত্নে রাখবেন ?

1) স্বাস্থ্যকর চুলের জন্য নারকেলের দুধ খুবই ভালো । এই নারকেলের দুধের সঙ্গে একটি লেবুর রস এবং ল্যাভেন্ডার তেল মিশিয়ে রেখে দিন ৷ একটু পরে শ্যম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।

2) যদিও এটা ভাবা ঠিক নয় যে তৈলাক্ত চুলে কন্ডিশনারের প্রয়োজন হয় না । যাঁদের তৈলাক্ত চুল তাঁরা স্কাল্প বাঁচিয়ে চুলে কন্ডিশনার দিতেই পারেন । কন্ডিশনার চুলের ফাঁস পড়ে যাওয়া থেকে বাঁচায় ৷

3) ঘরোয়া উপায়েও আপনি কন্ডিশনার তৈরি করে নিতে পারেন । কয়েকটা পেঁয়াজ ও কিছু বাঁধাকপি একসঙ্গে কুচিয়ে সারারাত রেখে দিতে হবে । সকালে, পেঁয়াজের গন্ধ দূর হলে কয়েক ফোঁটা ভেষজ তেল যোগ করে তারপর মাথায় লাগাতে হবে । 30 মিনিট পর শ্যাম্পু করতে হবে । এতে চুল হবে উজ্জ্বল । ়

আরও পড়ুন: শুধু সকালের প্রম নয়, ত্বকেরও যত্ন নিন কফি দিয়ে

5) তৈলাক্ত চুলের জন্য খুশকি একটা সমস্যা ৷ এই খুশকি দূর করতে আপনি ঘরোয়া পদ্ধতি ব্য়বহার করতে পারেন । দুই চামচ মেথির বীজ সারারাত জলে ভিজিয়ে সকালে বীজের পেস্ট তৈরি করে লেবুর রসে মিশিয়ে মাথায় লাগাতে হবে । 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে ৷ এতে আপনার চুল হববে সতেজ এবং খুশকি থেকে মুক্তি পেতেও সাহায্য করবে ৷

হায়দরাবাদ: ত্বকের মতো চুল ভালো রাখাও খুব গুরুত্বপূর্ণ । আর চুলের যত্ন নিতে সময় সুষম খাদ্যের ভীষণ জরুরি (Hair Tips)। তারসঙ্গে চুলের ধরণ বুঝে সঠিক প্রোডাক্টও ব্যবহার করতে হবে । তৈলাক্ত চুল ভালো রাখা যদিও খুব কঠিন (Follow This Tips For Oily Hair)। আবার তৈলাক্ত চুলে তেল দেওয়াও যায় না । ফলে বিভিন্ন সমস্যা দেখা যায় ৷ দেখে নিন তৈলাক্ত চুলকে কীভাবে যত্নে রাখবেন ?

1) স্বাস্থ্যকর চুলের জন্য নারকেলের দুধ খুবই ভালো । এই নারকেলের দুধের সঙ্গে একটি লেবুর রস এবং ল্যাভেন্ডার তেল মিশিয়ে রেখে দিন ৷ একটু পরে শ্যম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।

2) যদিও এটা ভাবা ঠিক নয় যে তৈলাক্ত চুলে কন্ডিশনারের প্রয়োজন হয় না । যাঁদের তৈলাক্ত চুল তাঁরা স্কাল্প বাঁচিয়ে চুলে কন্ডিশনার দিতেই পারেন । কন্ডিশনার চুলের ফাঁস পড়ে যাওয়া থেকে বাঁচায় ৷

3) ঘরোয়া উপায়েও আপনি কন্ডিশনার তৈরি করে নিতে পারেন । কয়েকটা পেঁয়াজ ও কিছু বাঁধাকপি একসঙ্গে কুচিয়ে সারারাত রেখে দিতে হবে । সকালে, পেঁয়াজের গন্ধ দূর হলে কয়েক ফোঁটা ভেষজ তেল যোগ করে তারপর মাথায় লাগাতে হবে । 30 মিনিট পর শ্যাম্পু করতে হবে । এতে চুল হবে উজ্জ্বল । ়

আরও পড়ুন: শুধু সকালের প্রম নয়, ত্বকেরও যত্ন নিন কফি দিয়ে

5) তৈলাক্ত চুলের জন্য খুশকি একটা সমস্যা ৷ এই খুশকি দূর করতে আপনি ঘরোয়া পদ্ধতি ব্য়বহার করতে পারেন । দুই চামচ মেথির বীজ সারারাত জলে ভিজিয়ে সকালে বীজের পেস্ট তৈরি করে লেবুর রসে মিশিয়ে মাথায় লাগাতে হবে । 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে ৷ এতে আপনার চুল হববে সতেজ এবং খুশকি থেকে মুক্তি পেতেও সাহায্য করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.