ETV Bharat / sukhibhava

Dhanteras 2023:  ধনতেরাসে নিয়ম মেনে এই সমস্ত জিনিস কিনলেই মিলবে উপকার, জেনে নিন বিস্তারিত - Dhanteras

ধনতেরাসের দিনে কেনাকাটা শুভ বলে মনে করা হয় ৷ অনেকেই এই দিনে সোনা-রূপো থেকে শুরু করে বাসনকোসন পর্যন্ত অনেক কিছু কেনেন । এই দিনে লক্ষ্মী-গণেশের পাশাপাশি সম্পদের দেবতা হিসেবে বিবেচিত কুবেরেরও পুজো করার প্রথা রয়েছে । কিন্তু ধনতেরাসের দিনে পুজো বা কেনাকাটা সংক্রান্ত কিছু জিনিস রয়েছে যা এড়িয়ে চলা উচিত ।

ETV Bharat
ধনতেরাসে কী কিনবেন আর কী নয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 8:00 AM IST

Updated : Nov 9, 2023, 9:18 AM IST

হায়দরাবাদ: সম্পদ, শস্য, সমৃদ্ধি এবং সমৃদ্ধির প্রতীক ধনতেরাসের উৎসব প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে উদযাপিত হয় ৷ যা এ বছর অনুষ্ঠিত হবে 10 নভেম্বর, শুক্রবার । সম্পদের দেবতা যক্ষ রাজা কুবেরের সম্মানে প্রতি বছর ধনতেরাস উৎসব পালিত হয় । তাই এটি 'ধন ত্রয়োদশী' নামেও পরিচিত । বিশেষজ্ঞদের একাংশের মতে এই দিন কুবেরের সঙ্গে ধন্বন্তরীর পুজো করা উচিত ৷ এটি আর্থিক লাভের পাশাপাশি এটি সুস্বাস্থ্যের আশীর্বাদও নিয়ে আসে । এই দিনে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের উপর ।

Dhanteras
কুবের ও ধন্বন্তরী

কে এই ধন্বন্তরী : কথিত আছে যে, দেবতা ও অসুর একসঙ্গে সমুদ্র মন্থন করলে 14টি রত্ন পাওয়া গিয়েছিল । অবশেষে ভগবান ধন্বন্তরী অমৃতের পাত্র হাতে নিয়ে বেরিয়ে আসেন । যাকে বলা হয় সমুদ্র মন্থন থেকে উদ্ভূত শেষ দুটি রত্ন । চার হাত বিশিষ্ট ভগবান ধন্বন্তরীকে আয়ুর্বেদের জনক বলে মনে করা হয় । তাঁর এক হাতে ওষুধের পাত্র, অন্য হাতে ভেষজ, তৃতীয় হাতে শঙ্খ এবং চতুর্থ হাতে আয়ুর্বেদ বই । তাই বিশ্বাস যে, তাঁর পূজা করলে সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায় ।

ভুল করেও এই কাজগুলি ধনতেরাসের দিন করবেন না :

1.বাড়িতে খালি পাত্র আনবেন না ৷ ধনতেরাসের দিনও পাত্র কেনার চল রয়েছে ৷ এই দিনে পিতল বা পিতলের বাসন কেনার প্রথা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ইস্পাত বা ধাতব পাত্রও কেনা হয় ৷ তবে এই দিনে খালি বাসন ঘরে আনা উচিত নয় ৷ ধনতেরাস উপলক্ষে কোনও পাত্র কিনলে তাতে চাল, গম বা অন্য কোনও শস্য ভরে তবেই বাড়িতে আনুন ৷

2. লোহা কিনবেন না ৷ এই দিনে সোনা, রূপা, গহনা, বাসনপত্র-সহ অনেক কিছু কেনা হয় কিন্তু ধনতেরাসের দিনে লোহা কেনা উচিত নয় ।

3. ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত সম্পদের দেবী লক্ষ্মী ও গণেশেরও পুজো করা হয় ৷ প্রতি বছর এই উপলক্ষে মানুষ লক্ষ্মী-গণেশের মূর্তি কেনেন । তবে এই সময়ে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর পৃথক মূর্তি কিনুন । এমন মূর্তি বা ছবি বাজারে পাওয়া যায় যেখানে লক্ষ্মী ও গণেশ একসঙ্গে বসে আছেন, তবে এই মূর্তির পরিবর্তে আলাদা আলাদা মূর্তি কিনুন ।

Dhanteras
ধনতেরাসে লক্ষ্মী-গণেশের মূর্তি কিনুন আলাদা আলাদা

ধনতেরাসে কী করবেন ?

1. ধনতেরাসের আগে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে পুজোর কাজ শুরু করুন ৷

2. ধনতেরাসে সোনা, রূপো ও পিতলের বাসন কেনা উচিত ।

3. এই দিনে দীপাবলির জন্য গণেশ ও লক্ষ্মীর মূর্তিও কেনা হয় ।

4. ধনতেরাসের দিন অভাবীকে দান করলেও বিশেষ উপকার পাওয়া যায় ।

5. মূল ফটকের দুই পাশে স্বস্তিক প্রতীক রাখতে হবে ।

6. ধনতেরাসের দিন থেকে প্রতিদিন মূল দরজার বাম দিকে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে ।

7. টাকা সংক্রান্ত কোনও যন্ত্র কিনলে সেই যন্ত্রটিও ধনতেরাসের দিনে পুজো করা উচিত।

8. লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পাশাপাশি ধন্বন্তরীরও পুজো করা হয় এই দিন ।

9. ধনতেরাসের সন্ধ্যায় উত্তরদিকে কুবের ও ধন্বন্তরীর মূর্তি স্থাপন করুন ৷ উভয়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ।

10.সম্পদের দেবতা কুবেরকে সাদা মিষ্টি এবং ভগবান ধন্বন্তরীকে হলুদ মিষ্টি নিবেদন করুন ।

11.পুজোয় প্রথমে কুবেরের মন্ত্র জপ করতে হবে এবং তারপর ভগবান ধন্বন্তরীর পুজো করে প্রসাদ বিতরণ করতে হবে ।

আরও পড়ুন : সোনা কেনার সময় মাথায় রাখতে হবে এই নির্দেশাবলী

হায়দরাবাদ: সম্পদ, শস্য, সমৃদ্ধি এবং সমৃদ্ধির প্রতীক ধনতেরাসের উৎসব প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে উদযাপিত হয় ৷ যা এ বছর অনুষ্ঠিত হবে 10 নভেম্বর, শুক্রবার । সম্পদের দেবতা যক্ষ রাজা কুবেরের সম্মানে প্রতি বছর ধনতেরাস উৎসব পালিত হয় । তাই এটি 'ধন ত্রয়োদশী' নামেও পরিচিত । বিশেষজ্ঞদের একাংশের মতে এই দিন কুবেরের সঙ্গে ধন্বন্তরীর পুজো করা উচিত ৷ এটি আর্থিক লাভের পাশাপাশি এটি সুস্বাস্থ্যের আশীর্বাদও নিয়ে আসে । এই দিনে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের উপর ।

Dhanteras
কুবের ও ধন্বন্তরী

কে এই ধন্বন্তরী : কথিত আছে যে, দেবতা ও অসুর একসঙ্গে সমুদ্র মন্থন করলে 14টি রত্ন পাওয়া গিয়েছিল । অবশেষে ভগবান ধন্বন্তরী অমৃতের পাত্র হাতে নিয়ে বেরিয়ে আসেন । যাকে বলা হয় সমুদ্র মন্থন থেকে উদ্ভূত শেষ দুটি রত্ন । চার হাত বিশিষ্ট ভগবান ধন্বন্তরীকে আয়ুর্বেদের জনক বলে মনে করা হয় । তাঁর এক হাতে ওষুধের পাত্র, অন্য হাতে ভেষজ, তৃতীয় হাতে শঙ্খ এবং চতুর্থ হাতে আয়ুর্বেদ বই । তাই বিশ্বাস যে, তাঁর পূজা করলে সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায় ।

ভুল করেও এই কাজগুলি ধনতেরাসের দিন করবেন না :

1.বাড়িতে খালি পাত্র আনবেন না ৷ ধনতেরাসের দিনও পাত্র কেনার চল রয়েছে ৷ এই দিনে পিতল বা পিতলের বাসন কেনার প্রথা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ইস্পাত বা ধাতব পাত্রও কেনা হয় ৷ তবে এই দিনে খালি বাসন ঘরে আনা উচিত নয় ৷ ধনতেরাস উপলক্ষে কোনও পাত্র কিনলে তাতে চাল, গম বা অন্য কোনও শস্য ভরে তবেই বাড়িতে আনুন ৷

2. লোহা কিনবেন না ৷ এই দিনে সোনা, রূপা, গহনা, বাসনপত্র-সহ অনেক কিছু কেনা হয় কিন্তু ধনতেরাসের দিনে লোহা কেনা উচিত নয় ।

3. ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত সম্পদের দেবী লক্ষ্মী ও গণেশেরও পুজো করা হয় ৷ প্রতি বছর এই উপলক্ষে মানুষ লক্ষ্মী-গণেশের মূর্তি কেনেন । তবে এই সময়ে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর পৃথক মূর্তি কিনুন । এমন মূর্তি বা ছবি বাজারে পাওয়া যায় যেখানে লক্ষ্মী ও গণেশ একসঙ্গে বসে আছেন, তবে এই মূর্তির পরিবর্তে আলাদা আলাদা মূর্তি কিনুন ।

Dhanteras
ধনতেরাসে লক্ষ্মী-গণেশের মূর্তি কিনুন আলাদা আলাদা

ধনতেরাসে কী করবেন ?

1. ধনতেরাসের আগে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে পুজোর কাজ শুরু করুন ৷

2. ধনতেরাসে সোনা, রূপো ও পিতলের বাসন কেনা উচিত ।

3. এই দিনে দীপাবলির জন্য গণেশ ও লক্ষ্মীর মূর্তিও কেনা হয় ।

4. ধনতেরাসের দিন অভাবীকে দান করলেও বিশেষ উপকার পাওয়া যায় ।

5. মূল ফটকের দুই পাশে স্বস্তিক প্রতীক রাখতে হবে ।

6. ধনতেরাসের দিন থেকে প্রতিদিন মূল দরজার বাম দিকে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে ।

7. টাকা সংক্রান্ত কোনও যন্ত্র কিনলে সেই যন্ত্রটিও ধনতেরাসের দিনে পুজো করা উচিত।

8. লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পাশাপাশি ধন্বন্তরীরও পুজো করা হয় এই দিন ।

9. ধনতেরাসের সন্ধ্যায় উত্তরদিকে কুবের ও ধন্বন্তরীর মূর্তি স্থাপন করুন ৷ উভয়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ।

10.সম্পদের দেবতা কুবেরকে সাদা মিষ্টি এবং ভগবান ধন্বন্তরীকে হলুদ মিষ্টি নিবেদন করুন ।

11.পুজোয় প্রথমে কুবেরের মন্ত্র জপ করতে হবে এবং তারপর ভগবান ধন্বন্তরীর পুজো করে প্রসাদ বিতরণ করতে হবে ।

আরও পড়ুন : সোনা কেনার সময় মাথায় রাখতে হবে এই নির্দেশাবলী

Last Updated : Nov 9, 2023, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.