যত সময় যাচ্ছে ততই করোনা নিয়ে নতুন নতুন তথ্য আবিস্কার করছেন গবেষকরা ৷ তাঁরা মনে করেন করোনা একটি 'মাল্টি সিস্টেম কন্ডিশন' তৈরি করে ৷ আর তা থেকেই নানা রোগের সৃষ্টি হতে পারে ৷ লন্ডনের কিংস কলেজের গবেষকরা 4 লক্ষ 28 হাজারেরও বেশি কোভিড রোগী এবং একই সংখ্যক সাধারণ মানুষের মেডিক্যাল রিপোর্ট বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছেন ৷
দেখা গিয়েছে করোনা রোগীদের ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেকটাই বেশি (COVID Cause Diabetes And Heart Diseases) ৷ চিকিৎসক বিষয়ক একটি জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় দেখা গিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথম চার সপ্তাহ ডায়াবেটিসের শিকার হওয়ার ঝুঁকি থাকে প্রায় 81 শতাংশ ৷ এমনকী 12 সপ্তাহ পরেও প্রায় 27 শতাংশ ঝুঁকি থেকে যায় ৷
প্রধানত ফুসফুসে রক্ত জমাট বাঁধা এবং অনিয়মিত হৃদস্পন্দনের কারণে কোভিড সার্বিকভাবে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও প্রায় ৬ গুণ বৃদ্ধি করে ৷ তবে পাঁচ সপ্তাহ পর থেকে হৃদরোগের ঝুঁকি ক্রমশ কমতে থাকে ৷ 12 সপ্তাহ থেকে এক বছরের মধ্যে তা অনেকটাই কমে আসে ।
গবেষকদের মতে, কোভিড সার্বিকভাবে কার্ডিওভাসকুলার এবং ডায়াবেটিস রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় ঠিকই তবে তার মেয়াদ খুব একটা দীর্ঘ হয় না ৷ গবেষণাপত্রটির এক লেখক অজয় শাহ বলেন, "স্বভাবতই বোঝা যাচ্ছে করোনা থেকে সেরে ওঠার পরে প্রথম তিন মাস বিশেষ সতর্কতা নিতেই হবে ৷"
আরও পড়ুন: অযথা ভয় নয়! জেনে নিন মাঙ্কিপক্স নিয়ে যা যা জানা দরকার
তাঁর আশা বহু মানুষের উপর করা এই গবেষণা চিকিৎসকদের কোভিড নিয়ে নতুন করে ভাবতে সাহায্য় করবে ৷ শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন করোনার প্রথম তিন মাস স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা খুব জরুরি ৷ একমাত্র এভাবেই কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি এবং ডায়াবেটিসের ঝুঁকি কমানো যেতে পারে বলে মত গবেষকদের ৷