ETV Bharat / sukhibhava

Argument on Ultra-Processed Foods : অতি প্রক্রিয়াজাত খাবার কতটা ক্ষতিকারক? কী বলছে যুক্তি পাল্টা যুক্তি - Experts Opinion on Ultra Processed Foods

আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশনের একটি গবেষণায় একটি যথোপযুক্ত 'ডায়েটারি গাইডলাইন' তৈরি করার জন্য অতি প্রক্রিয়াজাত খাবারের পক্ষে এবং বিপক্ষের যুক্তিগুলিকে ফের একবার খতিয়ে দেখা হয়েছে ৷ আসুন দেখে নেওয়া যাক অতি প্রক্রিয়াজাত খাবার নিয়ে বিশেষজ্ঞরা ঠিক কী মতামত পোষণ করছেন ( Experts Opinion on Ultra Processed Foods ) ৷

Argument on Ultra-Processed Foods
অতি প্রক্রিয়াজাত খাবার কতটা ক্ষতিকারক? কী বলছে যুক্তি পাল্টা যুক্তি
author img

By

Published : Jun 20, 2022, 8:24 PM IST

হায়দরাবাদ : আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশনের একটি গবেষণায় একটি যথোপযুক্ত 'ডায়েটারি গাইডলাইন' তৈরি করার জন্য অতি প্রক্রিয়াজাত খাবারের পক্ষে এবং বিপক্ষের যুক্তিগুলিকে ফের একবার খতিয়ে দেখা হয়েছে ৷ সম্প্রতি এই নিয়ে ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের এমডি কার্লোস এ মন্টিরো এবং ডেনমার্কের নোভো নরডিস্ক ফাউন্ডেশনের এমডি আর্নে আস্টরুপ একটি বিতর্কেও অংশ নেন ৷ আসুন দেখে নেওয়া যাক অতি প্রক্রিয়াজাত খাবার নিয়ে বিশেষজ্ঞরা ঠিক কী মতামত পোষণ করছেন (Experts Opinion on Ultra Processed Foods) ৷

আগেই বিভিন্ন গবেষণায় ওজন বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকির সঙ্গে অতি প্রক্রিয়াজাত খাবারকে সরাসরি যুক্ত করে দেওয়া হয়েছে কারণ এই ধরনের খাবারে প্রায়শই লবণ, চিনি এবং চর্বি বেশি থাকে ৷ তাই মন্টিরোর যুক্তি হল যা বিদ্যমান প্রমাণ রয়েছে সেগুলিই সরকারি নীতি নির্ধারণের সময় অতি-প্রক্রিয়াজাত খাবারগুলিকে তালিকার অন্তর্ভুক্ত না-করার জন্য যথেষ্ট ৷ মন্টিরো বিবৃতি অনুযায়ী, জাতীয় স্তরে মান্যতা লাভ করা বহু গবেষণাই প্রমাণ করেছে আল্ট্রা-প্রসেসড খাবারের খাদ্যতালিকাগত প্রভাবগুলি কতখানি খারাপ ৷ এর জন্য তাজা খাবারের অগ্রাধিকারের ওপরেই জোর দেওয়া উচিত এবং অতি-প্রক্রিয়াজাত কেন এড়িয়ে চলা প্রয়োজন তা স্পষ্ট করে সকলকে জানানো উচিত ৷

অন্যদিকে আস্টরুপের যুক্তি হল, শুধু প্রক্রিয়াকরণ পদ্ধতি অনুসারে খাবারের শ্রেণীবিভাগ করে দিলে তাতে আদতে লাভের লাভ কিছুই হবে না বরং উলটো ফলও হতে পারে ৷ যেমন পুষ্টিগুণের কারণে উদ্ভিদ-ভিত্তিক খাবারের উপর জোর দেওয়া হয়, কিন্তু অনেক উদ্ভিদ-ভিত্তিক খাবার, দুগ্ধজাত খাবার বা মাংস-জাত খাবারকেও অতিপ্রক্রিয়াজাত খাবারের তালিকায় ফেলে দেওয়া হয় ৷ তিনি আরও দাবি করেছেন যে ফ্রাই, বার্গার এবং পিৎজার মতো অস্বাস্থ্যকর খাবারগুলি যদি ফাস্ট-ফুড রেস্তোরাঁ থেকে কেনা হয় তবে তা অতি-প্রক্রিয়াজাত বলে বিবেচিত হবে, তবে একই উপাদান দিয়ে বাড়িতে তৈরি করা হলে সেগুলিকে কম প্রক্রিয়াজাত হিসাবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন : ভ্যাকসিন থেকে পাওয়া ইমিউনিটি দীর্ঘস্থায়ী নয়: গবেষণা

আস্টরুপের দাবি, "স্পষ্টতই, খাদ্য প্রক্রিয়াকরণের অনেক পদ্ধতি স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে ৷ তবে সবকিছু আল্ট্রা প্রসেসিং-এর ধারণার সঙ্গে এক করে ফেলা উচিত নয় ৷ নিউট্রিশন প্রোফাইলিং সিস্টেমে ইতিমধ্যেই দীর্ঘ রোগের ঝুঁকির কারণ হতে পারে যে নির্ধারকগুলি সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে ৷" তাঁর পরিষ্কার দাবি হল "NOVA শ্রেণীবিভাগ বিদ্যমান পুষ্টির প্রোফাইলিং সিস্টেমে সামান্য যোগ করে ৷ বেশ কিছু স্বাস্থ্যকর তথা পুষ্টিকর খাবারকেও অস্বাস্থ্যকর হিসাবে চিহ্নিত করে ৷"

হায়দরাবাদ : আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশনের একটি গবেষণায় একটি যথোপযুক্ত 'ডায়েটারি গাইডলাইন' তৈরি করার জন্য অতি প্রক্রিয়াজাত খাবারের পক্ষে এবং বিপক্ষের যুক্তিগুলিকে ফের একবার খতিয়ে দেখা হয়েছে ৷ সম্প্রতি এই নিয়ে ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের এমডি কার্লোস এ মন্টিরো এবং ডেনমার্কের নোভো নরডিস্ক ফাউন্ডেশনের এমডি আর্নে আস্টরুপ একটি বিতর্কেও অংশ নেন ৷ আসুন দেখে নেওয়া যাক অতি প্রক্রিয়াজাত খাবার নিয়ে বিশেষজ্ঞরা ঠিক কী মতামত পোষণ করছেন (Experts Opinion on Ultra Processed Foods) ৷

আগেই বিভিন্ন গবেষণায় ওজন বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকির সঙ্গে অতি প্রক্রিয়াজাত খাবারকে সরাসরি যুক্ত করে দেওয়া হয়েছে কারণ এই ধরনের খাবারে প্রায়শই লবণ, চিনি এবং চর্বি বেশি থাকে ৷ তাই মন্টিরোর যুক্তি হল যা বিদ্যমান প্রমাণ রয়েছে সেগুলিই সরকারি নীতি নির্ধারণের সময় অতি-প্রক্রিয়াজাত খাবারগুলিকে তালিকার অন্তর্ভুক্ত না-করার জন্য যথেষ্ট ৷ মন্টিরো বিবৃতি অনুযায়ী, জাতীয় স্তরে মান্যতা লাভ করা বহু গবেষণাই প্রমাণ করেছে আল্ট্রা-প্রসেসড খাবারের খাদ্যতালিকাগত প্রভাবগুলি কতখানি খারাপ ৷ এর জন্য তাজা খাবারের অগ্রাধিকারের ওপরেই জোর দেওয়া উচিত এবং অতি-প্রক্রিয়াজাত কেন এড়িয়ে চলা প্রয়োজন তা স্পষ্ট করে সকলকে জানানো উচিত ৷

অন্যদিকে আস্টরুপের যুক্তি হল, শুধু প্রক্রিয়াকরণ পদ্ধতি অনুসারে খাবারের শ্রেণীবিভাগ করে দিলে তাতে আদতে লাভের লাভ কিছুই হবে না বরং উলটো ফলও হতে পারে ৷ যেমন পুষ্টিগুণের কারণে উদ্ভিদ-ভিত্তিক খাবারের উপর জোর দেওয়া হয়, কিন্তু অনেক উদ্ভিদ-ভিত্তিক খাবার, দুগ্ধজাত খাবার বা মাংস-জাত খাবারকেও অতিপ্রক্রিয়াজাত খাবারের তালিকায় ফেলে দেওয়া হয় ৷ তিনি আরও দাবি করেছেন যে ফ্রাই, বার্গার এবং পিৎজার মতো অস্বাস্থ্যকর খাবারগুলি যদি ফাস্ট-ফুড রেস্তোরাঁ থেকে কেনা হয় তবে তা অতি-প্রক্রিয়াজাত বলে বিবেচিত হবে, তবে একই উপাদান দিয়ে বাড়িতে তৈরি করা হলে সেগুলিকে কম প্রক্রিয়াজাত হিসাবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন : ভ্যাকসিন থেকে পাওয়া ইমিউনিটি দীর্ঘস্থায়ী নয়: গবেষণা

আস্টরুপের দাবি, "স্পষ্টতই, খাদ্য প্রক্রিয়াকরণের অনেক পদ্ধতি স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে ৷ তবে সবকিছু আল্ট্রা প্রসেসিং-এর ধারণার সঙ্গে এক করে ফেলা উচিত নয় ৷ নিউট্রিশন প্রোফাইলিং সিস্টেমে ইতিমধ্যেই দীর্ঘ রোগের ঝুঁকির কারণ হতে পারে যে নির্ধারকগুলি সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে ৷" তাঁর পরিষ্কার দাবি হল "NOVA শ্রেণীবিভাগ বিদ্যমান পুষ্টির প্রোফাইলিং সিস্টেমে সামান্য যোগ করে ৷ বেশ কিছু স্বাস্থ্যকর তথা পুষ্টিকর খাবারকেও অস্বাস্থ্যকর হিসাবে চিহ্নিত করে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.