ETV Bharat / sukhibhava

Long COVID Symptoms : কোভিডের প্রভাব সারতে লাগতে পারে দুই বছর: গবেষণা - কোভিডের প্রভাব সারতে লাগতে পারে দুই বছর সময় গবেষণা

হাসপাতালে ভর্তি হয়ে যাঁরা কোভিডের আক্রমণ থেকে বেঁচে গিয়েছেন, তাঁদের মধ্যেও একটি নির্দিষ্ট সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাথমিক সংক্রমণ থেকে তাঁরা সেরে উঠেছেন ঠিকই কিন্তু এটি থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের জন্য দুই বছরেরও বেশি সময় প্রয়োজন। গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে (COVID patients continue to suffer for 2 years )৷

long covid symptoms
কোভিডের প্রভাব সারতে লাগতে পারে দুই বছর সময় : গবেষণা
author img

By

Published : May 12, 2022, 5:35 PM IST

হায়দরাবাদ : 2020 সালে মহামারীর প্রথম পর্বে চিনে কোভিড আক্রান্ত 1,192 জন অংশগ্রহণকারীর ওপর একটি সমীক্ষা চালিয়েছিল দ্য ল্যানসেটের ৷ দেখা গিয়েছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সময়ের সঙ্গে সঙ্গে সাধারণত উন্নত হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের তুলনায় করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য অনেকটাই খারাপ থেকে গিয়েছে ।

এটি বিশেষত লং কোভিড-এর সমস্যায় ভুগেছেন এমন অংশগ্রহণকারীদের ক্ষেত্রে আরও প্রবল ৷ যাঁদের অসুস্থ হওয়ার দুই বছর পরেও ক্লান্তি, শ্বাসকষ্ট এবং ঘুমের অসুবিধা-সহ অন্তত একটি দু‘টি উপসর্গ থেকেই যায় । গবেষণার প্রধান লেখক অধ্যাপক বিন কাও বলেছেন, "আমাদের অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে হাসপাতালে ভর্তি হয়ে যাঁরা কোভিডের আক্রমণ থেকে বেঁচে গিয়েছেন তাঁদের মধ্যেও একটি নির্দিষ্ট সংখ্যক(প্রায় 50%) মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাথমিক সংক্রমণ থেকে তাঁরা সেরে উঠেছেন ঠিকই কিন্তু এটি থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের জন্য দুই বছরেরও বেশি সময় প্রয়োজন(COVID patients continue to suffer for 2 years)।"

প্রাথমিকভাবে অসুস্থ হওয়ার ছয় মাস পরে, 68 শতাংশ অংশগ্রহণকারীদের মধ্যেই অন্তত একটি দীর্ঘ কোভিড উপসর্গের খোঁজ মিলেছে । সংক্রমণের দুই বছর পরে, লক্ষণগুলির রিপোর্ট 55 শতাংশে নেমে এসেছিল। এর মধ্যে ক্লান্তি বা পেশীর দুর্বলতা এমন লক্ষণ যা ছয় মাসে 52 শতাংশ থেকে দুই বছরে 30 শতাংশে নেমে এসেছে ।

আরও পড়ুন : ওজন নিয়ে টেনশন ? আটটি সহজ যোগব্যায়ামে হতে পারে মুশকিল আসান

করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সাধারণ অংশগ্রহণকারীদের তুলনায় জয়েন্টে ব্যথা, ধড়ফড়ানি, মাথা ঘোরা, এবং মাথাব্যথা, ব্যথা বা অস্বস্তি এবং উদ্বেগ, বিষন্নতা-সহ আরও বেশ কয়েকটি লক্ষণের সম্ভাবনা অনেক বেশি ছিল । দীর্ঘ কোভিডের শিকার যাঁরা তাঁরাও একইভাবে এই ধরনের সমস্য়ার শিকার সাধারণের তুলনায় বেশি হয়েছেন ৷ কাও জানান, দীর্ঘ মেয়াদী এই লক্ষণগুলির সম্পর্কে জানতে পারলে তা আগামিদিনে চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করতে পারে ৷

হায়দরাবাদ : 2020 সালে মহামারীর প্রথম পর্বে চিনে কোভিড আক্রান্ত 1,192 জন অংশগ্রহণকারীর ওপর একটি সমীক্ষা চালিয়েছিল দ্য ল্যানসেটের ৷ দেখা গিয়েছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সময়ের সঙ্গে সঙ্গে সাধারণত উন্নত হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের তুলনায় করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য অনেকটাই খারাপ থেকে গিয়েছে ।

এটি বিশেষত লং কোভিড-এর সমস্যায় ভুগেছেন এমন অংশগ্রহণকারীদের ক্ষেত্রে আরও প্রবল ৷ যাঁদের অসুস্থ হওয়ার দুই বছর পরেও ক্লান্তি, শ্বাসকষ্ট এবং ঘুমের অসুবিধা-সহ অন্তত একটি দু‘টি উপসর্গ থেকেই যায় । গবেষণার প্রধান লেখক অধ্যাপক বিন কাও বলেছেন, "আমাদের অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে হাসপাতালে ভর্তি হয়ে যাঁরা কোভিডের আক্রমণ থেকে বেঁচে গিয়েছেন তাঁদের মধ্যেও একটি নির্দিষ্ট সংখ্যক(প্রায় 50%) মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাথমিক সংক্রমণ থেকে তাঁরা সেরে উঠেছেন ঠিকই কিন্তু এটি থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের জন্য দুই বছরেরও বেশি সময় প্রয়োজন(COVID patients continue to suffer for 2 years)।"

প্রাথমিকভাবে অসুস্থ হওয়ার ছয় মাস পরে, 68 শতাংশ অংশগ্রহণকারীদের মধ্যেই অন্তত একটি দীর্ঘ কোভিড উপসর্গের খোঁজ মিলেছে । সংক্রমণের দুই বছর পরে, লক্ষণগুলির রিপোর্ট 55 শতাংশে নেমে এসেছিল। এর মধ্যে ক্লান্তি বা পেশীর দুর্বলতা এমন লক্ষণ যা ছয় মাসে 52 শতাংশ থেকে দুই বছরে 30 শতাংশে নেমে এসেছে ।

আরও পড়ুন : ওজন নিয়ে টেনশন ? আটটি সহজ যোগব্যায়ামে হতে পারে মুশকিল আসান

করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সাধারণ অংশগ্রহণকারীদের তুলনায় জয়েন্টে ব্যথা, ধড়ফড়ানি, মাথা ঘোরা, এবং মাথাব্যথা, ব্যথা বা অস্বস্তি এবং উদ্বেগ, বিষন্নতা-সহ আরও বেশ কয়েকটি লক্ষণের সম্ভাবনা অনেক বেশি ছিল । দীর্ঘ কোভিডের শিকার যাঁরা তাঁরাও একইভাবে এই ধরনের সমস্য়ার শিকার সাধারণের তুলনায় বেশি হয়েছেন ৷ কাও জানান, দীর্ঘ মেয়াদী এই লক্ষণগুলির সম্পর্কে জানতে পারলে তা আগামিদিনে চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.