ETV Bharat / state

Death in Rehabilitation Center: নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জে - রায়গঞ্জে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন চেতন ৷ হঠাৎ নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন বাড়িতে, চেতন আর নেই ৷ হঠাৎ কী এমন হল ? পরিবারের সদস্যরা খুনের অভিযোগ তুলেছেন (Death in Rehabilitation Center) ৷

ETV Bharat
মৃত যুবক
author img

By

Published : Jan 6, 2023, 10:07 PM IST

নেশামুক্তি কেন্দ্রে দাদার মৃত্যুতে ভাইয়ের প্রতিক্রিয়া

রায়গঞ্জ, 6 জানুয়ারি: একটি বেসরকারি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের (youth Unnatural Death in Rehabilitation Center in Raiganj) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কাশীবাটি এলাকায় । মৃত ওই যুবকের নাম চেতন সিং, বাঙালবাড়ি এলাকার বাসিন্দা । এদিন যুবকের মৃত্যুকে ঘিরে ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় রায়গঞ্জ থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিনমাস আগে চেতনকে রায়গঞ্জ থানার কাশীবাটি এলাকার ওই বেসরকারি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয় । ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন চেতন ৷ এর মধ্যেই বৃহস্পতিবার হঠাৎ নেশামুক্তি কেন্দ্র থেকে তাঁর পরিবারকে ফোন করে জানানো হয় চেতন মারা গিয়েছে । তড়িঘড়ি পরিবারের সদস্যরা রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিকেল কলেজে গিয়ে দেখেন চেতনের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : কীভাবে শৈশবকে গ্রাস করে মদের নেশা, জানাল গবেষণা

এই খবর জানাজানি হতেই ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় তাঁর আত্মীয় ও প্রতিবেশীরা । এই ঘটনায় নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে মৃতের বাড়ির লোক দেখা করতে গেলে কাউকে না পাওয়ায় তাঁরা সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করেন ।

মৃত চেতনের ভাই চন্দন সিং-য়ের অভিযোগ, "দাদাকে খুন করা হয়েছে । দাদা অনেকটাই সুস্থ হয়ে উঠছিল । এই ঘটনায় এই বেসরকারি হোমের কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । যারা আমার দাদাকে খুন করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ৷ পাশাপাশি চাইছি এই নেশামুক্তি কেন্দ্রও বন্ধ করে দেওয়া হোক ৷ এভাবে আর কাউকে মরতে হোক তা আমরা চাই না ৷"

আরও পড়ুন : ধূমপানের নেশা থেকে মুক্তি পেতে এই বিশেষ পদক্ষেপগুলি নিন

নেশামুক্তি কেন্দ্রে দাদার মৃত্যুতে ভাইয়ের প্রতিক্রিয়া

রায়গঞ্জ, 6 জানুয়ারি: একটি বেসরকারি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের (youth Unnatural Death in Rehabilitation Center in Raiganj) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কাশীবাটি এলাকায় । মৃত ওই যুবকের নাম চেতন সিং, বাঙালবাড়ি এলাকার বাসিন্দা । এদিন যুবকের মৃত্যুকে ঘিরে ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় রায়গঞ্জ থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিনমাস আগে চেতনকে রায়গঞ্জ থানার কাশীবাটি এলাকার ওই বেসরকারি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয় । ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন চেতন ৷ এর মধ্যেই বৃহস্পতিবার হঠাৎ নেশামুক্তি কেন্দ্র থেকে তাঁর পরিবারকে ফোন করে জানানো হয় চেতন মারা গিয়েছে । তড়িঘড়ি পরিবারের সদস্যরা রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিকেল কলেজে গিয়ে দেখেন চেতনের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : কীভাবে শৈশবকে গ্রাস করে মদের নেশা, জানাল গবেষণা

এই খবর জানাজানি হতেই ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় তাঁর আত্মীয় ও প্রতিবেশীরা । এই ঘটনায় নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে মৃতের বাড়ির লোক দেখা করতে গেলে কাউকে না পাওয়ায় তাঁরা সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করেন ।

মৃত চেতনের ভাই চন্দন সিং-য়ের অভিযোগ, "দাদাকে খুন করা হয়েছে । দাদা অনেকটাই সুস্থ হয়ে উঠছিল । এই ঘটনায় এই বেসরকারি হোমের কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । যারা আমার দাদাকে খুন করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ৷ পাশাপাশি চাইছি এই নেশামুক্তি কেন্দ্রও বন্ধ করে দেওয়া হোক ৷ এভাবে আর কাউকে মরতে হোক তা আমরা চাই না ৷"

আরও পড়ুন : ধূমপানের নেশা থেকে মুক্তি পেতে এই বিশেষ পদক্ষেপগুলি নিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.