ETV Bharat / state

Youth Chained in Chopra : অসহায় ঠাকুরদা-ঠাকুমা, শিকলবন্দি জীবন কাটছে চোপড়ার যুবকের

মানসিক ভারসাম্যহীন ছেলেকে ছেড়ে চলে গিয়েছে মা ৷ ঠাকুরদা-ঠাকুমা বাধ্য হয়ে শিকলে আটকে রেখেছে বছর 22-এর যুবককে (youth chained by grand father and grand mother in chopra, uttar dinajpur)

author img

By

Published : Dec 31, 2021, 7:53 PM IST

Youth Chained in Chopra
অসহায় ঠাকুরদা-ঠাকুমা, শিকলবন্দি জীবন কাটছে চোপড়ার যুবকের

রায়গঞ্জ, 31 ডিসেম্বর : উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুরভীপল্লির বাসিন্দা 22 বছরের গোপাল জানা ৷ দীর্ঘদিন ধরেই তিনি মানসিক ভারসাম্যহীন ৷ মানসিক অসুস্থ ছেলেকে ফেলে চলে গিয়েছে মা ৷ বাবাও মারা গিয়েছেন ৷ কিন্তু নাতিকে ছেড়ে যেতে পারেননি বৃদ্ধ ঠাকুমা-ঠাকুরদা ৷ এখন তাঁরাই দেখাশোনা করেন গোপালের ৷ কিন্তু যাতে অন্য কোথাও চলে না যান তার জন্য গোপালকে শিকল বেঁধে রাখেছেন ওই বৃদ্ধ-বৃদ্ধা (youth chained by grand father and grand mother in chopra, uttar dinajpur) ৷ আর্থিক সঙ্গতি না থাকায় প্রবল কষ্টের মধ্যেই প্রায় অনাহারে-অর্ধহারে বর্তমানে মানসিকভাবে অসুস্থ নাতিকে নিয়ে দিন কাটছে ওই বৃদ্ধ-বৃদ্ধার ৷ অর্থের অভাবে গোপালের চিকিৎসাও করাতে পারছেন না বৃদ্ধ-বৃদ্ধা ৷ সম্বল বলতে শুধু রাজ্যের দেওয়া বার্ধক্য ভাতা ৷ এই পরিস্থিতিতে সরকারের সাহায্যের অপেক্ষোয় রয়েছে এই পরিবারটি ৷

আরও পড়ুন : আর নয় শিকলবন্দি জীবন, সাহায্যের বার্তা নিয়ে শাহাজানের বাড়ি গেলেন প্রশাসনিক কর্তারা

প্রতিবেশীরাও স্থানীয় প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন এই অসহায় বৃদ্ধ-বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য ৷ এবিষয়ে, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে ওই যুবকের বৃদ্ধ ঠাকুমা ও ঠাকুরদার বার্ধক্য ভাতা করে দেওয়া হয়েছে । এছাড়াও সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে মাঝেমধ্যেই সহায়তা করা হচ্ছে তাঁদের ৷ প্রয়োজনে আরও সাহায্য করা হবে তাঁদের ৷

রায়গঞ্জ, 31 ডিসেম্বর : উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুরভীপল্লির বাসিন্দা 22 বছরের গোপাল জানা ৷ দীর্ঘদিন ধরেই তিনি মানসিক ভারসাম্যহীন ৷ মানসিক অসুস্থ ছেলেকে ফেলে চলে গিয়েছে মা ৷ বাবাও মারা গিয়েছেন ৷ কিন্তু নাতিকে ছেড়ে যেতে পারেননি বৃদ্ধ ঠাকুমা-ঠাকুরদা ৷ এখন তাঁরাই দেখাশোনা করেন গোপালের ৷ কিন্তু যাতে অন্য কোথাও চলে না যান তার জন্য গোপালকে শিকল বেঁধে রাখেছেন ওই বৃদ্ধ-বৃদ্ধা (youth chained by grand father and grand mother in chopra, uttar dinajpur) ৷ আর্থিক সঙ্গতি না থাকায় প্রবল কষ্টের মধ্যেই প্রায় অনাহারে-অর্ধহারে বর্তমানে মানসিকভাবে অসুস্থ নাতিকে নিয়ে দিন কাটছে ওই বৃদ্ধ-বৃদ্ধার ৷ অর্থের অভাবে গোপালের চিকিৎসাও করাতে পারছেন না বৃদ্ধ-বৃদ্ধা ৷ সম্বল বলতে শুধু রাজ্যের দেওয়া বার্ধক্য ভাতা ৷ এই পরিস্থিতিতে সরকারের সাহায্যের অপেক্ষোয় রয়েছে এই পরিবারটি ৷

আরও পড়ুন : আর নয় শিকলবন্দি জীবন, সাহায্যের বার্তা নিয়ে শাহাজানের বাড়ি গেলেন প্রশাসনিক কর্তারা

প্রতিবেশীরাও স্থানীয় প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন এই অসহায় বৃদ্ধ-বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য ৷ এবিষয়ে, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে ওই যুবকের বৃদ্ধ ঠাকুমা ও ঠাকুরদার বার্ধক্য ভাতা করে দেওয়া হয়েছে । এছাড়াও সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে মাঝেমধ্যেই সহায়তা করা হচ্ছে তাঁদের ৷ প্রয়োজনে আরও সাহায্য করা হবে তাঁদের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.