ETV Bharat / state

যুবতিকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামীসহ 4 - Kaliagunj

দশমাস আগে কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা গৌরাঙ্গ পালের সঙ্গে ইটাহার থানার শীতলা পালের বিয়ে হয় । বিয়েতে পণ চেয়েছিল গৌরাঙ্গের পরিবার ৷ সমস্ত পণ মিটিয়েও দেওয়া হয়েছিল বলে জানিয়েছে শীতলার পরিবারের সদস্যরা ৷ অভিযোগ, বিয়ের দুই-তিন মাস পর থেকে শীতলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামীসহ তাঁর শ্বশুরবাড়ি লোকেরা ।

মৃত শীতলা পাল
author img

By

Published : Aug 26, 2019, 9:32 PM IST

কালিয়াগঞ্জ, ২৬ অগাস্ট : যুবতিকে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে । মৃতের নাম শীতলা পাল (22) ৷ কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ এলাকার ঘটনা । শীতলার পরিবারের তরফে কালিয়াগঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । মৃতের স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের নাম গৌরাঙ্গ পাল, দিলীপ পাল, বাবলি পাল, ও নিতাই পাল ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ ।

দশমাস আগে কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা গৌরাঙ্গ পালের সঙ্গে ইটাহারের শীতলা পালের বিয়ে হয় । অভিযোগ, বিয়েতে পণ চেয়েছিল গৌরাঙ্গের পরিবার ৷ সমস্ত পণ মিটিয়েও দেওয়া হয়েছিল বলে জানান শীতলার পরিবারে সদস্যরা ৷ তা সত্ত্বেও বিয়ের দুই-তিন মাস পর থেকে স্বামী সহ তার শ্বশুরবাড়ি লোকেরা শীতলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে অভিযোগ তোলেন শীতলার পরিবারের সদস্যরা । প্রায়ই তাঁকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলা হত ৷ এমন কী, টাকা না আনলে মারধর করা হত বলেও অভিযোগ ।

গতকাল শীতলাকে ফের বাবার বাড়ির থেকে টাকা আনতে বলা হয় ৷ কিন্তু টাকা না আনায় স্বামীসহ শ্বশুরবাড়ি লোকেরা তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷ তারপর গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ ওঠে । মেয়ের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে আসেন শীতলার পরিবারের লোকেরা ।

মৃতের বাবা রঞ্জিত পাল বলেন , "বিয়েতে যা যা পণ চেয়েছিল সবই দেওয়া হয়েছে ৷ আমার মেয়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেছে ওরা ৷ গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে ৷ যারা খুন করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই ৷"

কালিয়াগঞ্জ, ২৬ অগাস্ট : যুবতিকে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে । মৃতের নাম শীতলা পাল (22) ৷ কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ এলাকার ঘটনা । শীতলার পরিবারের তরফে কালিয়াগঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । মৃতের স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের নাম গৌরাঙ্গ পাল, দিলীপ পাল, বাবলি পাল, ও নিতাই পাল ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ ।

দশমাস আগে কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা গৌরাঙ্গ পালের সঙ্গে ইটাহারের শীতলা পালের বিয়ে হয় । অভিযোগ, বিয়েতে পণ চেয়েছিল গৌরাঙ্গের পরিবার ৷ সমস্ত পণ মিটিয়েও দেওয়া হয়েছিল বলে জানান শীতলার পরিবারে সদস্যরা ৷ তা সত্ত্বেও বিয়ের দুই-তিন মাস পর থেকে স্বামী সহ তার শ্বশুরবাড়ি লোকেরা শীতলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে অভিযোগ তোলেন শীতলার পরিবারের সদস্যরা । প্রায়ই তাঁকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলা হত ৷ এমন কী, টাকা না আনলে মারধর করা হত বলেও অভিযোগ ।

গতকাল শীতলাকে ফের বাবার বাড়ির থেকে টাকা আনতে বলা হয় ৷ কিন্তু টাকা না আনায় স্বামীসহ শ্বশুরবাড়ি লোকেরা তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷ তারপর গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ ওঠে । মেয়ের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে আসেন শীতলার পরিবারের লোকেরা ।

মৃতের বাবা রঞ্জিত পাল বলেন , "বিয়েতে যা যা পণ চেয়েছিল সবই দেওয়া হয়েছে ৷ আমার মেয়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেছে ওরা ৷ গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে ৷ যারা খুন করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই ৷"

Intro:রায়গঞ্জ, ২৬ আগষ্ট, প্রসুন মৈত্র: বিয়ের দশ মাসের মাথায় এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার হাট কালিয়াগঞ্জ এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম শিতলা পাল (২২)। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার হাট কালিয়াগঞ্জ এলাকায় বাসিন্দা গৌরাঙ্গ পালের সাথে ইটাহার থানার শিতলা পালের দশ মাস আগে বিয়ে হয়। বিয়েতে শিতলার পরিবারের পক্ষ থেকে যা যা পন হিসেবে চেয়ে ছিল সবই দেওয়া হয়। বিয়ের দুই-তিন মাস পর থেকে শিতলার উপর শারিরীক ও মানসিক অত্যাচার চালাতো স্বামী সহ তার শ্বশুরবাড়ি লোকেরা। প্রায় শিতলাকে তার বাপের বাড়ির থেকে টাকা আনতে বলতো। শিতলা বাপের বাড়ির থেকে টাকা না আনলে তাকে ধরে স্বামী সহ তার শ্বশুরবাড়ি লোকেরা তাকে মারধোর করতো বলে অভিযোগ। গতকাল আবার শিতলাকে বাপের বাড়ির থেকে টাকা আনতে বললে শিতলা টাকা না আনায় স্বামী সহ তার শ্বশুরবাড়ি লোকেরা তাকে মারধোর করে গলায় ফাঁস দিয়ে খুন করে বলে অভিযোগ। শিতলার পরিবারের লোকদের খবর দেওয়া হয়। মেয়ের মৃত্যুর খবর পেয়ে কুনোর হাসপাতালে ছুটে আসে শিতলার পরিবারের লোকেরা। হাসপাতালে শিতলার বারা রঞ্জিত পাল এসে দেখে মেয়ের গলায় ফাঁস লাগানো। বাবা রঞ্জিত পালের অভিযোগ, মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেছে স্বামী সহ তার শ্বশুরবাড়ি লোকেরা। বিয়েতে যা যা পন হিসেবে চেয়েছিল তা সবই দেওয়া হয়েছে। আমার মেয়ে যারা খুন করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন মৃত গৃহবধূর বাবা রঞ্জিতবাবু। ওই ঘটনায় রঞ্জিতবাবু শিতলার স্বামী সহ তার শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে গৌরাঙ্গ পাল, দিলীপ পাল, বাবলি পাল ও নিতাই পালকে কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। শিতলার মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

বাইট : রঞ্জিত পাল ( মৃত শিতলার বাবা)Body:abcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.