ETV Bharat / state

লকডাউনে ঘরে থাকার আবেদন জানিয়ে দেওয়াল লিখন রায়গঞ্জে

কোরোনা সচেতনতায় এবার দেওয়াল লিখন রায়গঞ্জের এক গ্রাম পঞ্চায়েতের ।

author img

By

Published : Apr 7, 2020, 9:12 PM IST

lockdown period
দেওয়াল লিখন

রায়গঞ্জ, 7 এপ্রিল : লকডাউনে সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়ে দেওয়াল লিখন শুরু করল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত। একই সঙ্গে কোরোনা ভাইরাসের মোকাবিলায় কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সেই বিষয়গুলিও দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে ।

কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস বলেন, কোরোনা মোকাবিলায় দেশে লকডাউন চললেও সাধারন মানুষ তা উপেক্ষা করে অকারণে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ছেন। সাধারণ মানুষ যাতে লকডাউন মেনে ঘরে থাকে সেই বিষয়ে সচেতন করতেই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে আপাতত একটি করে দেওয়াল লিখন করা হবে বলে প্রশান্তবাবু জানিয়েছেন।

কোরোনা মোকাবিলায় সরকারিভাবে ব্যাপক প্রচারের পরও সাধারণ তেমন আমল না দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন। মানুষকে সতর্ক করতেই এই উদ্যোগ বলে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন।

রায়গঞ্জ, 7 এপ্রিল : লকডাউনে সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়ে দেওয়াল লিখন শুরু করল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত। একই সঙ্গে কোরোনা ভাইরাসের মোকাবিলায় কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সেই বিষয়গুলিও দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে ।

কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস বলেন, কোরোনা মোকাবিলায় দেশে লকডাউন চললেও সাধারন মানুষ তা উপেক্ষা করে অকারণে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ছেন। সাধারণ মানুষ যাতে লকডাউন মেনে ঘরে থাকে সেই বিষয়ে সচেতন করতেই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে আপাতত একটি করে দেওয়াল লিখন করা হবে বলে প্রশান্তবাবু জানিয়েছেন।

কোরোনা মোকাবিলায় সরকারিভাবে ব্যাপক প্রচারের পরও সাধারণ তেমন আমল না দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন। মানুষকে সতর্ক করতেই এই উদ্যোগ বলে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.