ETV Bharat / state

"আমাদের হয়রানি করবেন না", বিশ্ব নার্স দিবসে বার্তা রায়গঞ্জের রিমার - Corona

বিশ্ব সেবিকা দিবসে নার্সদের অযথা হয়রানি না করার বার্তা দিলেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের এক নার্স । আজ এই বিশেষ দিনে কোনও কর্মসূচি নয়, রোগীদের সেবার কাজেই নিজেদের ব্যস্ত রাখছেন তাঁরা ।

বিশ্ব সেবিকা দিবস
বিশ্ব সেবিকা দিবস
author img

By

Published : May 12, 2020, 5:43 PM IST

রায়গঞ্জ, 12 মে : অযথা নার্সদের হয়রানি করবেন না । নার্সরা থাকলে আপনারা সুরক্ষিত থাকবেন । বিশ্ব সেবিকা দিবসে এমনই বার্তা দিলেন এক নার্স । তিনি রিমা ভাওয়াল । রায়গঞ্জের তুলসিতলা এলাকার বাসিন্দা । রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরতা ।

প্রতি বছর 12 মে দিনটিতে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব নার্স দিবস পালন করেন নার্সিং স্টাফরা । তবে এবছর কোরোনা মোকাবিলায় দিনরাত এক করে কাজ করে চলেছেন তাঁরা । কোনও কর্মসূচি নয়, বরং রোগীদের সেবা-শুশ্রুষাতেই দিনটি উদযাপন করলেন তাঁরা । গ্রিন জ়োনে থাকার পরও উত্তর দিনাজপুরেও মিলেছে কোরোনা আক্রান্তের খোঁজ । যে কোরোনা থেকে বাঁচতে মানুষ আজ গৃহবন্দী, সেই কোরোনা মোকাবিলায় মানুষকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা । প্রাণের ঝুঁকি নিয়ে অনবরত কাজ করে চলেছেন । সরকারি নিয়ম মেনে অনেকেই বাড়ি ফিরছেন না । থাকছেন কোয়ার্টার বা হোটেলের রুমে ।

রিমা ভাওয়াল বলেন, "পরিবারের কথা খুব মনে পড়ে । কিন্তু, উপায় নেই । সাধারণ মানুষের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ । তাই প্রতি মুহূর্তে সজাগ সকলে ।" তবে, এত কিছুর পরও অনেক স্বাস্থ্যকর্মী, নার্সদের হেনস্থা হতে হয়েছে বিভিন্ন জায়গায় । এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি । বলেন, "নার্সদের হয়রানি করবেন না । নার্সরা থাকলে আপনারাও সুরক্ষিত থাকবেন ।"

রায়গঞ্জ, 12 মে : অযথা নার্সদের হয়রানি করবেন না । নার্সরা থাকলে আপনারা সুরক্ষিত থাকবেন । বিশ্ব সেবিকা দিবসে এমনই বার্তা দিলেন এক নার্স । তিনি রিমা ভাওয়াল । রায়গঞ্জের তুলসিতলা এলাকার বাসিন্দা । রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরতা ।

প্রতি বছর 12 মে দিনটিতে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব নার্স দিবস পালন করেন নার্সিং স্টাফরা । তবে এবছর কোরোনা মোকাবিলায় দিনরাত এক করে কাজ করে চলেছেন তাঁরা । কোনও কর্মসূচি নয়, বরং রোগীদের সেবা-শুশ্রুষাতেই দিনটি উদযাপন করলেন তাঁরা । গ্রিন জ়োনে থাকার পরও উত্তর দিনাজপুরেও মিলেছে কোরোনা আক্রান্তের খোঁজ । যে কোরোনা থেকে বাঁচতে মানুষ আজ গৃহবন্দী, সেই কোরোনা মোকাবিলায় মানুষকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা । প্রাণের ঝুঁকি নিয়ে অনবরত কাজ করে চলেছেন । সরকারি নিয়ম মেনে অনেকেই বাড়ি ফিরছেন না । থাকছেন কোয়ার্টার বা হোটেলের রুমে ।

রিমা ভাওয়াল বলেন, "পরিবারের কথা খুব মনে পড়ে । কিন্তু, উপায় নেই । সাধারণ মানুষের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ । তাই প্রতি মুহূর্তে সজাগ সকলে ।" তবে, এত কিছুর পরও অনেক স্বাস্থ্যকর্মী, নার্সদের হেনস্থা হতে হয়েছে বিভিন্ন জায়গায় । এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি । বলেন, "নার্সদের হয়রানি করবেন না । নার্সরা থাকলে আপনারাও সুরক্ষিত থাকবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.