ETV Bharat / state

পণে সাইকেল ও আংটির দাবি না মেটায় বিবিকে পিটিয়ে খুনের অভিযোগ

পণের জন্য যুবতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার শাসন গ্রামের । মৃতার নাম মঞ্জুরা বেগম(৩০) । অভিযুক্ত শওহরের নাম সইবুল আলি ।

husband killed his wife for Dowry
পণের দাবিতে 'খুন'
author img

By

Published : Dec 12, 2019, 6:05 PM IST

রায়গঞ্জ, 12 ডিসেম্বর: বিয়ের পাঁচ বছর পরও পণের দাবি মেটায়নি যুবতির বাড়ির লোকজন । তার জেরে যুবতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার শাসন গ্রামের । মৃতার নাম মঞ্জুরা বেগম(৩০) । অভিযুক্ত শওহরের নাম সইবুল আলি । যুবতির শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার । ঘটনার পর থেকে পলাতক সইবুল আলি ও তার পরিবারের লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ।

দেখুন ভিডিয়ো

পাঁচ বছর আগে রায়গঞ্জ থানার রূপাহারের বাসিন্দা মঞ্জুরা বেগমের সঙ্গে নিকাহ হয় হেমতাবাদ থানার শাসন গ্রামের বাসিন্দা সইবুলের । দু'টি সন্তান তাঁদের । যুবতির পরিবারের অভিযোগ, পণ বাবদ সাইকেল ও আংটির দাবি না মেটায় মঞ্জুরাকে পিটিয়ে খুন করেছে সইবুল ও তার বাড়ির লোকজন । রায়গঞ্জ জেলা হাসপাতালে গুরুতর জখম মঞ্জুরাকে ভরতি করা হয়েছিল । সেখানেই মৃত্যু হয় তার ।


অভিযোগ, বিয়ের পর থেকেই আব্বার বাড়ি থেকে টাকা আনার জন্য মঞ্জুরার উপর চাপ দিতে সইবুল । এজন্য তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলত । মঞ্জুরার দাদা রফিকুল মহম্মদের অভিযোগ, পণের জন্য মঞ্জুরাকে মারধর করত সইবুল । বুধবার রাতে সইবুল ও তার পরিবারের লোকজন মঞ্জুরাকে প্রচণ্ড মারধর করে । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

রায়গঞ্জ, 12 ডিসেম্বর: বিয়ের পাঁচ বছর পরও পণের দাবি মেটায়নি যুবতির বাড়ির লোকজন । তার জেরে যুবতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার শাসন গ্রামের । মৃতার নাম মঞ্জুরা বেগম(৩০) । অভিযুক্ত শওহরের নাম সইবুল আলি । যুবতির শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার । ঘটনার পর থেকে পলাতক সইবুল আলি ও তার পরিবারের লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ।

দেখুন ভিডিয়ো

পাঁচ বছর আগে রায়গঞ্জ থানার রূপাহারের বাসিন্দা মঞ্জুরা বেগমের সঙ্গে নিকাহ হয় হেমতাবাদ থানার শাসন গ্রামের বাসিন্দা সইবুলের । দু'টি সন্তান তাঁদের । যুবতির পরিবারের অভিযোগ, পণ বাবদ সাইকেল ও আংটির দাবি না মেটায় মঞ্জুরাকে পিটিয়ে খুন করেছে সইবুল ও তার বাড়ির লোকজন । রায়গঞ্জ জেলা হাসপাতালে গুরুতর জখম মঞ্জুরাকে ভরতি করা হয়েছিল । সেখানেই মৃত্যু হয় তার ।


অভিযোগ, বিয়ের পর থেকেই আব্বার বাড়ি থেকে টাকা আনার জন্য মঞ্জুরার উপর চাপ দিতে সইবুল । এজন্য তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলত । মঞ্জুরার দাদা রফিকুল মহম্মদের অভিযোগ, পণের জন্য মঞ্জুরাকে মারধর করত সইবুল । বুধবার রাতে সইবুল ও তার পরিবারের লোকজন মঞ্জুরাকে প্রচণ্ড মারধর করে । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ১২ ডিসেম্বর, প্রসুন মৈত্র: বিয়ের পাঁচ বছর পরেও সাইকেল আর আংটির দাবি না মেটায় গৃহবধূকে মারধর করে পিটিয়ে খুন করে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার শাসন গ্রামে। মৃতা গৃহবধূর নাম মঞ্জুরা বেগম ( ৩০) । অভিযুক্ত স্বামী সইবুল আলি সহ পরিবারের লোকেদের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতা মঞ্জুরা বেগমের পরিবার। ঘটনার পর থেকে পলাতক সইবুল আলি সহ মঞ্জুরা বেগমের শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে রায়গঞ্জ থানার রূপাহারের বাসিন্দা মঞ্জুরা বেগমের সাথে বিয়ে হয় হেমতাবাদ থানার শাসন গ্রামের বাসিন্দা সইবুল আলির। অভিযোগ, বিয়ের পর থেকেই বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে সইবুল। স্ত্রী মঞ্জুরা বেগমের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। মৃতা গৃহবধূ মঞ্জুরার দাদা রফিকুল আলম অভিযোগ করে বলেন, এরমধ্যে একটি সাইকেল ও আংটির জন্য মঞ্জুরাকে ব্যাপক মারধর করত। বুধবার রাতে সইবুল ও তার পরিবারের লোকজন মঞ্জুরাকে ব্যাপক মারধর করে পিটিয়ে খুন করে মেরে ফেলে বলে অভিযোগ মৃতার দাদা রফিকুলের। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সইবুর আলি সহ শ্বশুরবাড়ির লোকজন।

বাইট ১) রফিকুল আলি ( মৃতার দাদা)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.