ETV Bharat / state

নির্বাচন এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো নড়েচড়ে বসে : শ্রীকুমার

সিবিআই প্রসঙ্গে এবারে কটাক্ষ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়ের ৷ ভোটের আগেই তৎপর হয়ে উঠেছে সিবিআই অভিযোগ করেন তিনি ৷

শ্রীকুমার মুখোপাধ্যায়
শ্রীকুমার মুখোপাধ্যায়
author img

By

Published : Feb 22, 2021, 4:49 PM IST

রায়গঞ্জ, 22 ফেব্রুয়ারী : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তাঁর শ্যালিকার বিরুদ্ধে সিবিআইয়ের নোটিস জারি প্রসঙ্গে কটাক্ষ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ৷ এদিন তিনি বলেন, " নির্বাচন এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো নড়েচড়ে বসে ৷ এরফলেই সিবিআই সহ সমস্ত তদন্তকারী সংস্থা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে ৷"

আরও পড়ুন : প্রাথমিকে নিয়োগের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

ভোটের আগে ফের সিবিআইয়ের তৎপরতা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ এদিন তিনি আরও বলেন, "সিবিআই সহ সমস্ত তদন্তকারী প্রতিষ্ঠানগুলোর উপর মানুষ ভরসা হারাচ্ছে । নারদ-সারদা থেকে শুরু করে কয়লা বা বালি পাচার কাণ্ডে বহুদিন আগেই তদন্ত শুরু করা উচিত ছিল সিবিআইয়ের । কিন্তু তা করেনি । এখন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আবার সিবিআই নতুন করে তদন্ত শুরু করায় মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে । তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেকের স্ত্রী বলে কোনও কথা নয়, যেকোনও ব্যক্তির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠলে তার তদন্ত হওয়া উচিত । "

ভিডিয়োতে শুনুন প্রাক্তন মন্ত্রীর বক্তব্য

এছাড়াও এদিন তিনি বলেন, "বহুদিন আগেই কাস্টমস এয়ারপোর্টে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বিপুল পরিমান সোনা সহ আটক করেছিল । কিন্তু কোনও গ্রেপ্তার বা ঘটনার তদন্ত হয়নি । আজ যখন রাজ্যে বিধানসভা দোরগোড়ায় সেইসময় কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই তৎপর হয়ে উঠেছে ।"

রায়গঞ্জ, 22 ফেব্রুয়ারী : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তাঁর শ্যালিকার বিরুদ্ধে সিবিআইয়ের নোটিস জারি প্রসঙ্গে কটাক্ষ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ৷ এদিন তিনি বলেন, " নির্বাচন এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো নড়েচড়ে বসে ৷ এরফলেই সিবিআই সহ সমস্ত তদন্তকারী সংস্থা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে ৷"

আরও পড়ুন : প্রাথমিকে নিয়োগের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

ভোটের আগে ফের সিবিআইয়ের তৎপরতা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ এদিন তিনি আরও বলেন, "সিবিআই সহ সমস্ত তদন্তকারী প্রতিষ্ঠানগুলোর উপর মানুষ ভরসা হারাচ্ছে । নারদ-সারদা থেকে শুরু করে কয়লা বা বালি পাচার কাণ্ডে বহুদিন আগেই তদন্ত শুরু করা উচিত ছিল সিবিআইয়ের । কিন্তু তা করেনি । এখন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আবার সিবিআই নতুন করে তদন্ত শুরু করায় মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে । তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেকের স্ত্রী বলে কোনও কথা নয়, যেকোনও ব্যক্তির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠলে তার তদন্ত হওয়া উচিত । "

ভিডিয়োতে শুনুন প্রাক্তন মন্ত্রীর বক্তব্য

এছাড়াও এদিন তিনি বলেন, "বহুদিন আগেই কাস্টমস এয়ারপোর্টে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বিপুল পরিমান সোনা সহ আটক করেছিল । কিন্তু কোনও গ্রেপ্তার বা ঘটনার তদন্ত হয়নি । আজ যখন রাজ্যে বিধানসভা দোরগোড়ায় সেইসময় কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই তৎপর হয়ে উঠেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.