রায়গঞ্জ, 27 ফেব্রুয়ারি : বাংলায় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ পেতেই শাসক-বিরোধীদের ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে জোরকদমে । ঝান্ডা হাতে পদযাত্রা, বাইক মিছিল, দেওয়াল লিখন থেকে শুরু করে ট্যাবলো দৌঁড় কোনওটাই বাদ পড়ছে না প্রচারে । একাধিক জনসংযোগকারী প্রকল্পের মাধ্যমে মানুষের মন জয়ের চেষ্টা চলছে । গতকাল তেমনই "দিদির দূত" প্রচারে রায়গঞ্জ স্টেশন চত্ত্বরে পথসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহ-নাড্ডাদের কটাক্ষ করে দেবাংশু ভট্টাচার্য বলেন, "উপর উপর যাই হোক না কেন, মানুষের মনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সবুজ আবিরে এবার খেলা হবে । 2016 সালের রেজাল্টকেও ছাপিয়ে যাবে এবছর । এবারের নির্বাচনটা বাংলার কাছে ধর্মযুদ্ধ । আর সেই ধর্মযুদ্ধে বাংলার মাটিই জিতবে । গুজরাত উত্তরপ্রদেশে থেকে যে বর্গীরা আসছে তারা এবার হারবে ।"
আরও পড়ুন : জবাব দেবেন বাংলার মানুষ, পুরোনো টুইট মনে করালেন পি কে
গতকাল তিনি দিলীপ ঘোষ সহ বাংলার বিজেপি নেতাদেরকে কটাক্ষ করে বলেন, "চোরের মন বোজকার দিকে থাকে । সবসময় মেরে দেবেন, কেটে দেবেন বলেন থাকেন । খেলা মানেই অন্যকিছু ভাবেন । কিন্তু আমরা খেলা হবে মানে বুঝি, মাঠে গিয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিযোগিতা । কিন্তু মাঠের বাইরে আমরা একে অপরের আত্মীয়ের মতো । আমরা চাই রাজনীতির পরিবেশটাও এইরকম খেলার মতোই থাকুক । কোনও রকম হিংসাত্মক মনোভাব থাকবে না ।"
তৃণমূল নেতার দাবি, এবারের বিধানসভা ভোটে 218 থেকে 222 টি আসন পাবে তৃণমূল । তবে আমাদের লক্ষ্যমাত্রা 250-র কাছাকাছি । পথসভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ, রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কো-অর্ডিনেটর অরিন্দম সরকার সহ শীর্ষ নেতৃত্বরা । গতকাল ওই পথসভায় হাজার হাজার সমর্থনকারীদের উদ্বুদ্ধ করতে দেবাংশু ভট্টাচার্যকে "খেলা হবে" গান করতেও শোনা যায় ।