রায়গঞ্জ, 14 মার্চ : রিটার্নিং অফিসার ও ভোটারদের মধ্যে স্বাভাবিক সম্পর্কটা অনেক দূরের বলে মনে করা হত ৷ মহামান্য নির্বাচন কমিশন ভোটার এবং আর ও -র মধ্যে দূরত্ব ঘোচাতে 'কফি উইথ আর ও' নামে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা নির্বাচন আধিকারিক। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের একটি পার্কে আয়োজন করা হয়েছিল অভিনব উদ্যোগ 'কফি উইথ আর ও' অনুষ্ঠান।
ইসলামপুর মহকুমার পাঁচটি বিধানসভার নতুন ভোটারদের নিয়ে সচেতনতামূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার মহকুমাশাসক সপ্তর্ষি নাগ এবং সংশ্লিষ্ট ব্লকের বিডিওগন এবং অসংখ্য নতুন ভোটার। কফি আলোচনায় কলেজ পড়ুয়া থেকে সাধারন মানুষকে ভোট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ইসলামপুর মহকুমার রিটার্নিং অফিসার সপ্তর্ষি নাগ। এছাড়াও দিনভর এই অনুষ্ঠানে ছিল ভোট সচেতনতায় শপথ গ্রহণ, মানব বন্ধন, বক্তৃতা ও কুইজের মতো অনুষ্ঠান। নতুন ভোটাররা এই 'কফি উইথ আর ও' অনুষ্ঠানে এসে সচেতন হওয়ার পাশাপাশি অনেক অজানা তথ্য জেনে বুঝে নিলেন।
নতুন ভোটার যারা তাদের মধ্যে অনেক প্রশ্ন ও কৌতুহল জমে থাকে। ভোটার লিস্টে নাম নথিভুক্ত হয়েছে কিনা, ভোট কিভাবে দিতে হয়, কিংবা ভোটে কোনও সমস্যা হয় কিনা। এইসব প্রশ্নের নিরসন করার জন্য এক অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা নির্বাচন আধিকারিক। ' কফি উইথ আর ও ' নামের এই নির্বাচন সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের মধ্যে নির্বাচন প্রক্রিয়া এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পর্কে অবগত করা হল। ইসলামপুর মহকুমার মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার সপ্তর্ষি নাগ বলেন, "নতুন ভোটারদের ভোট সম্পর্কে অনেক প্রশ্ন থাকে ৷ সেইসব প্রশ্নের উত্তর দিতে এবং ভোটার ও রিটার্নিং অফিসারদের মধ্যে সম্পর্কের দূরত্ব ঘোচাতে মহামান্য নির্বাচন কমিশনের নির্দেশে নতুন ভোটার ও সাধারন মানুষদের নিয়ে এই 'কফি উইথ আর ও' অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে এসে উৎসাহিত নতুন ভোটাররা। "
আরও পড়ুন : শুভেন্দুকে শেষ করতেই নন্দীগ্রামে মমতা, বিস্ফোরক শিশির
কিভাবে ভোট দিতে হয় বা ভোট প্রক্রিয়া কী তা তারা এখানে এসে জানতে পারলেন বলে জানালেন " কফি উইথ আর ও " অনুষ্ঠানে যোগ দিতে আসা নতুন ভোটাররা।