ETV Bharat / state

রাজস্থান থেকে 10 দিন ধরে হেঁটে হেমতাবাদ ফিরছেন শ্রমিকরা - wb_ndin_01_migrants_labours_pic_7204678

রায়গঞ্জ মহকুমার হেমতাবাদ ব্লকের বাসিন্দা । গত 10 দিন আগে রাজস্থান থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন । সেখানে কাজ করতে যাওয়া শ্রমিকরা বিপাকে পড়েছিলেন । শেষমেষ আর কোনও রাস্তা না থাকায় পায়ে হেঁটে বাড়ি যাওয়ার চিন্তাভাবনা শুরু করেন ।

migrant labourers are returning to Hematabad walking for 10   days from Rajasthan
রাজস্থান থেকে 10 দিন ধরে হেঁটে হেমতাবাদ ফিরছেন শ্রমিকরা
author img

By

Published : May 12, 2020, 9:01 PM IST

রায়গঞ্জ, 12 মে : লকডাউনের জেরে রাজস্থান থেকে পায়ে হেঁটে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা ৷ পুরুষ মহিলা শিশুসহ 10 শ্রমিক ফিরলেন করণদিঘি । যদিও তাঁদের গন্তব্য রায়গঞ্জ মহকুমার হেমতাবাদ ব্লক ৷ প্রায় 10 দিন ধরে টানা পায়ে হেঁটে তারা বাড়ি ফিরছেন । করণদিঘি এলাকায় খানিকটা জিরিয়ে নিয়ে ফের হেমতাবাদ রওনা হলেন শ্রমিকেরা ।

লকডাউন যে সাধারণ মানুষের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর ব্যাপক প্রভাব ফেলেছে ৷ তা প্রতিদিনই রায়গঞ্জ শহর সংলগ্ন জাতীয় সড়কের উপর দিয়ে বিভিন্ন উপায়ে ঘরে ফেরার চেষ্টা করা শ্রমিকদের দেখলেই বোঝা যায় । প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে প্রচুর শ্রমিককে কখনও পায়ে হেঁটে কখনও সাইকেলে চেপে কখনও ভাড়া করা কোনও গাড়িতে লুকিয়ে-চুরিয়ে বাড়ি ফেরার চেষ্টা করতে দেখা যায় । এভাবেই আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায় পায়ে হেঁটে 10 জন শ্রমিক ও শিশুদের আসতে দেখা যায় ।

তাঁরা জানিয়েছেন, রায়গঞ্জ মহকুমার হেমতাবাদ ব্লকের বাসিন্দা ৷ 10 দিন আগে রাজস্থান থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়েছেন । সেখানে কাজ করতে যাওয়া এই শ্রমিকরা বিপাকে পড়েছিলেন । শেষমেষ আর কোনও রাস্তা না থাকায় পায়ে হেঁটে বাড়ি যাওয়ার চিন্তাভাবনা শুরু করেন । যেমন ভাবা তেমন কাজ ৷ 10 দিন আগে কিছু শুকনো খাবার সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা । আজ করণদিঘি এলাকায় শ্রমিকদের দেখা যায় সামান্য জিরিয়ে নিয়ে হেমতাবাদ এলাকার দিকে রওনা দিতে ।

শ্রমিকদের মধ্যে কমল রায় বলেন, " আমরা রাজস্থানে ঠিকা শ্রমিকের কাজ করতে গিয়েছিলাম । লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেখানে সমস্যায় পড়ি । তারপর ঠিক করি পায়ে হেঁটে বাড়ি ফিরব । সেই মতো 10 দিন ধরে হাঁটতে হাঁটতে আজ এখানে পৌঁছেছি । আমাদের সবার বাড়ি হেমতাবাদ এলাকায় । সেখানে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে গ্রামে ঢুকব । "

রায়গঞ্জ, 12 মে : লকডাউনের জেরে রাজস্থান থেকে পায়ে হেঁটে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা ৷ পুরুষ মহিলা শিশুসহ 10 শ্রমিক ফিরলেন করণদিঘি । যদিও তাঁদের গন্তব্য রায়গঞ্জ মহকুমার হেমতাবাদ ব্লক ৷ প্রায় 10 দিন ধরে টানা পায়ে হেঁটে তারা বাড়ি ফিরছেন । করণদিঘি এলাকায় খানিকটা জিরিয়ে নিয়ে ফের হেমতাবাদ রওনা হলেন শ্রমিকেরা ।

লকডাউন যে সাধারণ মানুষের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর ব্যাপক প্রভাব ফেলেছে ৷ তা প্রতিদিনই রায়গঞ্জ শহর সংলগ্ন জাতীয় সড়কের উপর দিয়ে বিভিন্ন উপায়ে ঘরে ফেরার চেষ্টা করা শ্রমিকদের দেখলেই বোঝা যায় । প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে প্রচুর শ্রমিককে কখনও পায়ে হেঁটে কখনও সাইকেলে চেপে কখনও ভাড়া করা কোনও গাড়িতে লুকিয়ে-চুরিয়ে বাড়ি ফেরার চেষ্টা করতে দেখা যায় । এভাবেই আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায় পায়ে হেঁটে 10 জন শ্রমিক ও শিশুদের আসতে দেখা যায় ।

তাঁরা জানিয়েছেন, রায়গঞ্জ মহকুমার হেমতাবাদ ব্লকের বাসিন্দা ৷ 10 দিন আগে রাজস্থান থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়েছেন । সেখানে কাজ করতে যাওয়া এই শ্রমিকরা বিপাকে পড়েছিলেন । শেষমেষ আর কোনও রাস্তা না থাকায় পায়ে হেঁটে বাড়ি যাওয়ার চিন্তাভাবনা শুরু করেন । যেমন ভাবা তেমন কাজ ৷ 10 দিন আগে কিছু শুকনো খাবার সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা । আজ করণদিঘি এলাকায় শ্রমিকদের দেখা যায় সামান্য জিরিয়ে নিয়ে হেমতাবাদ এলাকার দিকে রওনা দিতে ।

শ্রমিকদের মধ্যে কমল রায় বলেন, " আমরা রাজস্থানে ঠিকা শ্রমিকের কাজ করতে গিয়েছিলাম । লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেখানে সমস্যায় পড়ি । তারপর ঠিক করি পায়ে হেঁটে বাড়ি ফিরব । সেই মতো 10 দিন ধরে হাঁটতে হাঁটতে আজ এখানে পৌঁছেছি । আমাদের সবার বাড়ি হেমতাবাদ এলাকায় । সেখানে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে গ্রামে ঢুকব । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.