ETV Bharat / state

Panchayat Board Formation: বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধান হলেন তৃণমূল প্রার্থী, আন্দোলনে গেরুয়া শিবির - উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক

মোট আসন সংখ্যার মধ্যে বেশি আসন জিতেও পঞ্চায়েত প্রধান হতে পারলেন না বিজেপি প্রার্থী ৷ তৃণমূল প্রার্থী প্রধান নির্বাচিত হওয়ায় পঞ্চায়েতের সামনে তাদের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগ তুলে আন্দোলনে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

Etv Bharat
চৈনগর গ্রাম পঞ্চায়েত
author img

By

Published : Aug 11, 2023, 12:19 PM IST

বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্বেও প্রধান হলেন তৃণমূল প্রার্থী

হেমতাবাদ, 11 অগস্ট: বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও পঞ্চায়েত প্রধান হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী । বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার চৈনগর গ্রাম পঞ্চায়েতে । এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের উষারানি বর্মন এবং উপ-প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির রতন বর্মন ।

হেমতাবাদ বিধানসভার চৈনগর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 19টি । তার মধ্যে বিজেপি পেয়েছে 9টি আসন ৷ জোট পেয়েছে 2টি ও তৃণমূলের ঝুলিতে রয়েছে 8টি আসন । এদিনের বোর্ড গঠনকে কেন্দ্র করে কোনও ধরনের অশান্তি এড়াতে পঞ্চায়েত চত্বরে মোতায়েন ছিল ব্যাপক পুলিশবাহিনী । কিন্তু বোর্ড গঠন ঘিরে অশান্তির আবহ তৈরি হল হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতে ।

আরও পড়ুন : বোর্ড গঠনের উদ্দেশে বেরিয়ে মাঝরাস্তায় উধাও 4 পঞ্চায়েত সদস্য; অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ব্লক প্রশাসনের সহযোগিতায় তৃণমূলের বিরুদ্ধে জোর করে বোর্ড গঠনের চেষ্টার অভিযোগ তোলে বিজেপি । তারই প্রতিবাদে এদিন বিজেপির নেতা কর্মীরা পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের স্থানীয় সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন এবং মণ্ডল সভাপতি বিপ্লব সরকার । হাতে তির ধনুক নিয়ে চলে বিক্ষোভ স্লোগান ।

এই বিষয়ে স্থানীয় বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন বলেন, "19 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে 9টি আসন, জোট পেয়েছে 2টি ও তৃণমূল পেয়েছে 8টি আসন । জোটের সমর্থনে বিজেপি এখানে উপপ্রধান নির্বাচন করেছে । কিন্তু প্রধান গঠন ঘিরে ঝামেলার সূত্রপাত হয় । এখানে ক্রস ভোটিংয়ের মাধ্যমে তৃণমূল আসন পরিসংখ্যান ড্র করার চেষ্টা করেছে । এই অনিয়মের বিরুদ্ধে পঞ্চায়েতের গেটের সামনে বসে আন্দোলন করছি আমরা ৷"

আরও পড়ুন : ব্যালট খাওয়ার পর এবার বিজেপির প্রার্থীর জয়ের শংসাপত্র মুখে পুরলেন তৃণমূল সদস্য !

বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্বেও প্রধান হলেন তৃণমূল প্রার্থী

হেমতাবাদ, 11 অগস্ট: বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও পঞ্চায়েত প্রধান হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী । বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার চৈনগর গ্রাম পঞ্চায়েতে । এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের উষারানি বর্মন এবং উপ-প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির রতন বর্মন ।

হেমতাবাদ বিধানসভার চৈনগর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 19টি । তার মধ্যে বিজেপি পেয়েছে 9টি আসন ৷ জোট পেয়েছে 2টি ও তৃণমূলের ঝুলিতে রয়েছে 8টি আসন । এদিনের বোর্ড গঠনকে কেন্দ্র করে কোনও ধরনের অশান্তি এড়াতে পঞ্চায়েত চত্বরে মোতায়েন ছিল ব্যাপক পুলিশবাহিনী । কিন্তু বোর্ড গঠন ঘিরে অশান্তির আবহ তৈরি হল হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতে ।

আরও পড়ুন : বোর্ড গঠনের উদ্দেশে বেরিয়ে মাঝরাস্তায় উধাও 4 পঞ্চায়েত সদস্য; অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ব্লক প্রশাসনের সহযোগিতায় তৃণমূলের বিরুদ্ধে জোর করে বোর্ড গঠনের চেষ্টার অভিযোগ তোলে বিজেপি । তারই প্রতিবাদে এদিন বিজেপির নেতা কর্মীরা পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের স্থানীয় সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন এবং মণ্ডল সভাপতি বিপ্লব সরকার । হাতে তির ধনুক নিয়ে চলে বিক্ষোভ স্লোগান ।

এই বিষয়ে স্থানীয় বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন বলেন, "19 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে 9টি আসন, জোট পেয়েছে 2টি ও তৃণমূল পেয়েছে 8টি আসন । জোটের সমর্থনে বিজেপি এখানে উপপ্রধান নির্বাচন করেছে । কিন্তু প্রধান গঠন ঘিরে ঝামেলার সূত্রপাত হয় । এখানে ক্রস ভোটিংয়ের মাধ্যমে তৃণমূল আসন পরিসংখ্যান ড্র করার চেষ্টা করেছে । এই অনিয়মের বিরুদ্ধে পঞ্চায়েতের গেটের সামনে বসে আন্দোলন করছি আমরা ৷"

আরও পড়ুন : ব্যালট খাওয়ার পর এবার বিজেপির প্রার্থীর জয়ের শংসাপত্র মুখে পুরলেন তৃণমূল সদস্য !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.